নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবন - ১

২৭ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৫



অপরিচিত এক শহরে আমার কৈশোরের কিছুটা পড়ে আছে, দমবন্ধ এক দালানের দো’তলায়। সারি সারি পুরানো দালান আর মধ্যবিত্ত মানুষের যাপিত বসবাসের অন্যপাশে নিন্মবিত্তের আশ্রম। আমি তখন মাত্র মাধ্যমিক পেরুচ্ছি। সম্ভাবত গ্রীষ্মের ছুটিতে এই অপরিচিত শহরে কিছুদিন থাকতে আসা।

অপরিচিত এবং জনমানুষের ভীড়ে আশ্চর্য্য এক একাকীত্ব। প্রতিদিন দুপুর পার হলেই বের হয়ে পড়া। হাটতে হাটতে শীতলক্ষ্যা নদীর পাড়ে চলে আসা। পথে রঙবেরঙের মানুষ মাড়িয়ে- ভীড়-ভাট্টা আর একদম অচেনা পথঘাটের সারিবদ্ধ জমায়েত। আমি কখনও থমকে, সেলুনের আয়নায় নিজেকে দেখতাম; কখনও রাস্তার পাশে ক্যানভাসারের মজমায় ঈষৎ উকি- কখনও দুরন্ত কোন সুন্দরতার দিকে ফ্যালফেলে আত্মবিনিয়োগ!

এ সময়টি আমার ছিল খুব প্রিয়। দেওভোগ থেকে একটানা রেলগেট পেরিয়ে ইস্পাহানির এপাশের ঘাট। আমি ভুলে গিয়েছি সেসব নাম, সম্ভাবত গুলশান, মেট্রো আর একটা কি যেন সিনেমা হল ছিল! দু’একটা ছবিও দেখেছি। একদম একা এবং অপরিচিত পারিপার্শ্বিকতায়!

কোনদিন ডালপুরি খেতাম, রাস্তার পাশের ছাপড়া হোটলে। পুরির সাথে সুস্বাদু ঝোল ফ্রী দিত। সম্ভাবত ১ টাকায় দু’টো। আমি ভুলে গিয়েছি। জীবনের অভিজ্ঞতার স্তবকে ঢাকা পড়েছে সেই কৈশোর, দুরন্ত মন খারাপ হওয়া বিকেল, সন্ধ্যা আর একাকীত্বের অবসর।

ক্রমশ:

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেওভোগ পুকুর পারে পীরসাহেবের খানকার নিকটে আমারও কিছু স্মৃতি পড়ে আছে।খুব সম্ভব ৬৪/৬৫ তে তিন চার মাস ছিলাম।বোস কেবিনে যেতাম চা খেতে।
শুরুটা ভালই হয়েছে।আরেকটু বড় হলে ক্ষতি নেই।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫

সোনালী ডানার চিল বলেছেন: স্মৃতি এসে এসে থেমে যায়। আমি বলেছি ১৯৯৩-৯৪ সালের ঘটনা। ২/৩ মাস থাকা হয়েছিল দেওভোগ এলাকায়।
এটা নিতান্তই খসড়া।
ভালো থাকুন সবসময়-

২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: স্মৃতি নিয়ে আমি একটা পোস্ট দেয়াড় পড় আপনার পোস্ট পড়লাম ।
আহা স্মৃতি! এমন স্মৃতির মাঝেই তো বেঁচে থাকা ।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন: স্মৃতির মাঝেই তো জীবনের বসবাস।
ভালো থাকুন সবসময়-

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন:

পুরানো সেই দিনের কথা
-: রবীন্দ্রনাথ ঠাকুর
------------------------------------------

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।

ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।

আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।

মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--

আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥


রাগ: মিশ্র ভূপালী-বিলাতি ভাঙা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885


পোস্টে ভালো লাগা প্রিয় কবি।
শুভসকাল

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার সঙ্গীত।
অনেক ধন্যবাদ কবি।
উত্তর দিতে দেরি হয়ে গেছে, দূ:খ প্রকাশ করছি!!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

মেহেদি_হাসান. বলেছেন: আপনার স্মৃতিচারণ ভালো লেগেছে।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় ‌‌।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

পদ্মপুকুর বলেছেন: আজকে ব্লগে বেশ নস্টালজিয়া চলছে দেখছি!! আমি নিজে নস্টালজিয়ায় আক্রান্ত থাকি সবসময়, আপনার লেখা তাই আমার ভালো লাগার কথা, লেগেছেও। পরেরগুলোর অপেক্ষায় থাকলাম।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা কিংবা গদ্যে নষ্টালজিয়া খুব প্রভাবশালী অনুসঙ্গ ‌।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা নিরন্তর।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

আমি সাজিদ বলেছেন: মাধ্যমিক পার করতে যাওয়া সময়টার দুপুরবেলা প্রতিটি মানুষের জীবনেরই শ্রেষ্ঠ সময় বোধহয়। ভালো লাগা জানিয়ে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২২

সোনালী ডানার চিল বলেছেন: একমত, তখন মানুষ থাকে স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে।
প্রেম, বিষ্ময়, শরীর আর কৌতূহলের এ এক অন্য পার্বন-
আপনার জন্য শুভেচ্ছা রইল

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: অতীত আপনাকে ঘিরে ধরলো কেন?

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

সোনালী ডানার চিল বলেছেন: অতীত থেকে কি আমরা কখনও বেরুতে পারি!
অথবা অতীত নেই, সবটা জীবন।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.