নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
মাথার ভেতর অবিশ্বাসের ব্যথা
বুকের মাঝে উপচে পড়ে দ্রোহ
জনান্তিকে শীর্ণ নীরবতা
বললে কথা যায়কি কেটে মোহ!
নীরবতার আপন দুটি বোন
একটি বোবা, অন্যটিও কালা
অবিশ্বাসী দিচ্ছ কেন উকি
নি:স্ব বুকে, অনিদ্রার জ্বালা।
মধ্যরাতে তাকিয়ে থাকে চোখ
বন্ধ ঘরে বাতাস শুনশান
অবিশ্বাসের গুঢ় কথামালা
ছয় ঘোড়াতেই জীবন অবসান-
নীরবতা অপেক্ষারই মতো
নীরবতা আঁকতে পারে বন
নীরবতা আকাশী দেবদারুর
শব্দহীন থমকানো এক মন।।
০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: মন্ময়-ভাবাচ্ছন্ন।
০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন: নিরবতা হীরন্ময়!
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪
অধীতি বলেছেন: আপনার কবিতা মুগ্ধতা। নিরবতার অসাধারণ এক পরিচয় পেলাম। ভাল থাকবেন সর্বদা।
০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১০
সোনালী ডানার চিল বলেছেন: শুভেচ্ছা রইল, আশাকরি ভালো আছেন, নিরবতা কবিতার অবিচ্ছেদ্য মানি-
অনেক ধন্যবাদ মূল্যায়নের জন্য।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা নিরন্তর-
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২
ইসিয়াক বলেছেন: নীরবতার কবিতায় ভালো লাগা।
শুভকামনা সতত।
০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১২
সোনালী ডানার চিল বলেছেন: শুভকামনা কবি।
অভিনন্দন আপনার কাব্যগ্রন্থের জন্য-
ভালো থাকা হোক!!
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৬
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা।