নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ভোগবাদের সবচে নির্মম নিগ্রহ

০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৬



আমাদের এখন নিজের কিছু আর ভালো লাগে না। নিজের অবস্থান, চেহারা, স্বাস্থ্য, পরিবার কিংবা চারপাশ।
তুলনামূলক হৃদয় সর্বদা ফেসবুকে স্ক্রল করতে করতে মেপে নেয় মিথ্যা আর অলিক বন্ধুগণের সাজানো টাইমলাইনের নির্যাস।

চকচকে জামাকাপড় পরে জবরদস্ত শরীর আর মোহময় রঙিন খোপখোপ চাকচিক্যে আমরা বেদনা মিশিয়ে নিজেকে সৌভাগ্যহীন আর অতৃপ্ত ভাবতে ভাবতে টক ঢেকুর তুলি। আহা, আমি ভালো নেই, আমি কিছু পেলাম না.. এরকম সব হাহাকার বিষবৃক্ষ হয়, আর আমরা অত:পর সবসময় অসুখী হয়ে মিথ্যে সিনেমাসূলভ পোষ্টগুলোতে লাভ রিয়াক্ট দিতে দিতে চাপা দিই ক্ষোভ!

অথচ, আমরা কি একটু ভেবেছি, এই যে একচক্ষু দত্যির মতো একটানা নিজের তৃপ্তি অতৃপ্তি জন্যে ভেবে চলা, শোভিতের সাথে মিলানোর আক্ষেপ- এখানে জীবন কোথায়! নিজের ব্যক্তিগত প্রাপ্তিগুলোর মূল্যায়ন কি কখনও করেছি! বস্তুত সোসাল মিডিয়া আমাদের এমনভাবে অন্ধ করে রেখেছে যে বাস্তবতা নিয়ে ভাববো সে ফুরসত কোথায়!!

তারপর, সময় ফুরায়, অথবা করোনার মতো কোন অনাহুত এসে আলিঙ্গন করে এ জীবনের সাথে, নিথর হয়ে যাওয়া হৃদয় তখন আর অবকাশ পায় না জীবনখাতার জের টানার, কখনও একটুও সময় হয়নি এই যে অফুরান নিয়ামতরাশি ভোগ করলাম তার সন্তুষ্টিতে একবার ‘আলহামদুলিল্লাহ’ বলবার, যেন সরল সমীরকরণ মিলিয়ে ফেলেছে জীবনভর ভোগ আর তুলনার গুনিতক; এবং আমরা তখন শুধু খালি হাতে, নিমকহারাম জীবনের বিষাদ নিয়ে মাটির নিচে চাপা হই।

হয়ত ফেসবুক টাইমলাইনে হয়ত কোন বন্ধু ঝুলিয়ে দেয় হঠাৎ মৃত্যু সংবাদ, আমিন এবং ইন্নালিল্লাহ’র ভিড়ে পোষ্টদাতা চকিতে দেখে নেয় কতজন লাইক কিংবা স্যাড রিয়াক্ট দিলো!

এটাই ভোগবাদের সবচে নির্মম নিগ্রহ!

শেফি দ্বীপ, ০৪/০১/২০২১

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৩

আমি সাজিদ বলেছেন: সোশাল মিডিয়া বিশেষ করে ফেসবুক সর্বনাশের মূল।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

সোনালী ডানার চিল বলেছেন: মূল না হলেও একটি বড় অনুসঙ্গ।
অনেকটা ড্রাগের মতো।

শুভেচ্ছা রইল-

২| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা নিজেরাই আমাদের সর্বনাশের মূল।আমরা এতটাই অলস হয়ে গেছি যে চিন্তা করতেও কষ্ট লাগে।দেশ ও সমাজ সম্পর্কে ভাবতে আমাদের সময় কই।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

সোনালী ডানার চিল বলেছেন: ফুরসতের সময়টা ফুড়ুৎ করে উড়ে যায়।
অলৌকিক এক ষ্টিমারের আরোহী আমরা-

শুভেচ্ছা রইল, ভালো থাকুন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন।

সুন্দর পোস্ট

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ।

শুভেচ্ছা রইল-



৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

নেওয়াজ আলি বলেছেন: মরণের খবরেও কেউ কেউ ভুলে ভ্রান্তিতে লাভ রিয়াক্ট দিয়ে দেয়।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন: খুব বেশি প্রদর্শন করতে করতে, নিজস্বতা ভুলে যাচ্ছি ক্রমশ
ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা রইল-

৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: এটাই ভোগবাদী সমাজের বাস্তব ছবি।

মানুষে মানুষে দূরত্ব এবং জীবন যাপনের জটিলতায় মানুষ এখন সব নীতি-নৈতকতা-সামজিকতা ভূলে গিয়ে এক সামজিক প্রতিবন্ধী প্রাণিতে পরিণত হচছে যাদের মাঝে নূন্যতম সামাজিক জ্ঞান ও সম্পর্ক অনুপস্থিত।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

সোনালী ডানার চিল বলেছেন: সহমত আপনার সাথে।
ভোগ শুধু ভোক্তাই তৈরি করছে!

তবুও ভালো থাকুন, শুভেচ্ছা রইল!

৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫

নিরীক্ষক৩২৭ বলেছেন: যাদের ভালো লাগে না তাদের সেটা ইউজ না করলেই হয়। সোশ্যাল মিডিয়াতে বসে মানুষের "এসব ভালো লাভ না" টাইপের ত্যানা পেঁচানো সমাধান নিয়ে একটা পোস্ট দিয়েন।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭

নিরীক্ষক৩২৭ বলেছেন: যাদের ভালো লাগে না তাদের সেটা ইউজ না করলেই হয়। সোশ্যাল মিডিয়াতে বসে মানুষের "এসব ভালো লাগে না" টাইপের ত্যানা পেঁচানো সমাধান নিয়ে একটা পোস্ট দিয়েন।

**টাইপো ছিল, আগের কমেন্টটি ডিলেট করে দিয়েন সম্ভব হলে।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: আপনার জন্য এ লেখাটি নয়।

৯| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: এই ভোগবাদি সমাজকে আমি ঘৃণা করি।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার কিছু নেই, আমি ভালো নেই ইত্যাদি ইত্যাদি ভাবলেই যত সমস্যা। যে মানুষের উপকার করে আত্নতৃপ্তি পায়না সে কোন মানুষই না।

১১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন: পোস্টে ভালো লাগা জানবেন প্রিয় কবি।

১২| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২

অধীতি বলেছেন: আমাদের আবেগগুলোকে সস্তা করে ফেলছি। আমাদের ক্ষুদ্র চাহিদাকে বড় করে দেখিয়ে অনর্থক বিপদ বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.