নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

বলানাবলাকথাবার্তা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৭



যেখানে ভালোবাসা নেই, সেখানে শুধু অন্ধকার আর বিদ্বেষ। আমরা অন্ধকারে হোঁচট খাই, আমরা বিদ্বেষের অনলে জ্বালিয়ে ফেলি সহস্র নেকি'র সোনালী সঞ্চয়! মানুষের প্রতি কর্তব্য ভুলে পান করি সাময়িক লাভের কর্কট গরল। একহাতে সম্পর্কের গলা টিপে অন্যহাত দিয়ে আপলোড করি ফুল আর পাখির রঙিন স্থিরচিত্র। ভালোবাসা নেই বলে আমাদের খুঁজতে হয় একটি আলাদা দিন ভালোবাসা মনে করার জন্য। নিজের রঙিন পোশাকটির ব্রাইটনেস বাড়িয়ে চেক করি কে লাইক আর কে লাভ রিয়াক্ট দিল। ভালোবাসা যেন মিনিপ্যাক সানসিল্ক শ্যাম্পু, সহজলভ্য এবং ডিসপোজিবল।

ভালোবাসা নেই বলে সারারাত মদ্যপ স্বামীর বমির গন্ধ মাড়িয়ে ইনষ্টাগ্রামে পোষ্ট করি সুখী পরিবারের মেকি ফটোগ্রাফ। ভালোবাসা নেই তাই স্ত্রীর শরীর পেরুয়ে গিলে খাই অনাবৃত কামনার বিষাদ গন্ধম। ভালোবাসা নেই তাই সমতার অসম দৌড়ে পরিধেয় জিন্সের বোতাম লাগাতে লাগাতে ভুলে যাই ব্রেষ্টফিডিং এর নোটিফিকেশন। সন্তানের প্রতি দায়িত্ব যেন কাগজের কিছু নোটের রাবার ব্যান্ড, আর সন্তান পিতামাতাকে ভালোবাসাহীন এক গহীনের ঢেউয়ে ভাসিয়ে দিয়ে আত্মমগ্নতায় চুমুক দিচ্ছে সাফল্যের শারাবে।

মানুষ এক অদ্ভুত সৃষ্টি স্রষ্টার। বিভৎস নিয়তি নিয়ে না আশা না ভালোবাসায় সে পার করছে অমিমাংসিত এক জীবন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: বলা, না বলা কথা বার্তা।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: কথাবলানাবলাকলাকৌশল!
ভালো থাকুন সুপ্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.