নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পরস্পরের নিয়তি

২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৫



তুমি কি জানো? তোমাদের ২৭ নম্বরে আমি একদিন শন মাইকেলের একটা লিপস্টিক হারিয়েছিলাম! তখন রবীন্দ্র সরোবরের উজানে শুধুই ভাঙ্গা ভাঙ্গা পাড় ছিল, ১০ টাকা ঘণ্টা চুক্তিতে রিকশায় কাঁচা রিং রোড দিয়ে শ্যামলী যাওয়া যেত; আমি অনেক দিন ১ টাকার বাদাম কিনে সন্ধ্যার পার্কে বসে লেকের পানিতে মরা চাঁদের শীর্ণ যৌবন দেখতাম; ভাবতামঃ সুখী মানুষের চোখে চাঁদ হয়ত এমন ম্লান নয় কখনও!

সেই আখাউড়ার ঝিলের ধারের রাতকে আমি টেনে এনেছিলাম বছিলার উঁচু ভেড়িবাঁধে, কিছুটা গল্প জগন্নাথ হলের সরস্বতী পুজোর সার সার মন্ডপের ভিড়ে, তোমার জানার কথা নয়; চারুকলার পদ্মদিঘিতে আমি একদিন পূর্ণ জোছনার পুরোটা কাটিয়েছিলাম কলাপাতার সেবা আর নারকেল আঁশের ধোঁয়ায়।

আমি জানি তোমার জানার পরিধি ততটা গভীর নয়, যতটা গভীর তোমার ভাবনার অলিগলি; আমাকে তুমি শুধু সময়ের টানে জেনেছ, অথচ পুরোটাই ফাঁকি আর মেদুল সম্পর্কের ফাঁপা আলোয় ভর্তি। তুমি যেমন কখনও সেই কাঁচা পাঁড়ের লেকের ধোঁয়া পাবে না, আমিও তেমন সেই হারিয়ে যাওয়া টুংটাং আর স্বপ্নঘোরের সজীব বাহুমূলের দুরন্তপনা পাবো না।

হয়ত এটাই আমাদের পরস্পরের নিয়তি।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২১ ভোর ৫:১৮

ওমেরা বলেছেন: কত বছর আগে একটায় বাদাম পাওয়া যেত? লিখাটা সুন্দর ।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: তা বেশ আগেই। তখন ১ টাকায় বেশ খানিকটা বাদাম হতো।

২| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো লাগলো। ইদানিং কম আসতেছেন যে। ভালো আছেন তো কবি?

৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৪০

সোনালী ডানার চিল বলেছেন: আছি তো বেশ। আপনি কেমন আছেন?
শুভেচ্ছা রইল, ভালো থাকা হোক।

৩| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: নিয়তি কে ভালোবাসতে হয়। নিয়তিকে গালি দিলে আল্লাহ নারাজ হোণ।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৪০

সোনালী ডানার চিল বলেছেন: নিয়তিকে গালি নয়, নিয়তি মেনে চলছি নিয়ত! শুভেচ্ছা রইল-

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫

কথিত লেখক বলেছেন: ভালো লিখেছেন কবি।

৫| ০৫ ই মে, ২০২১ রাত ২:১০

সিগনেচার নসিব বলেছেন: অনেকদিন এমন লেখা পড়া হয়না।


চমৎকার পোস্ট

৬| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৫:৩৭

অধীতি বলেছেন: আবেশ ছড়িয়ে আছে এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.