নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আমার কাছে একটা সুইচ নাইফ চেয়েছিল মেয়েটি। কল্পনাশক্তির বিপুল ঐশ্বর্যের তার হাসিতে আমি প্রেইরির স্বচ্ছতা দেখতাম, যদিও কখনও মুখোমুখি হইনি তার। বয়স আর দূরন্তপনার টুকরোটাকরা মিশিয়ে মধ্যরাতে কথা হতো আমাদের। কবিতা, চলচিত্র, মানুষ আর যৌবন নিয়ে লেখালেখির কাটাকুটি।
এক বইমেলার সন্ধ্যায় সে আমার কবিতার বই কিনতে এসেছিল, কিন্তু বিষাদের মতো মন খারাপ নিয়ে সে ফিরে গিয়েছিল শুধু কিছু সেবার অনুবাদ নিয়ে। আমি তার অকুলতাতে সম্মোহিত হয়েছিলাম। আমি অদ্ভূত কল্পনাকে কিছু শব্দ দিয়ে বপন করেছিলাম কবিতায়। মধ্যযুগের পেইন্টিং আর ভিনসেন্টের ষ্টারি নাইটের প্রতিকৃতির সাথে তার হৃদয় মিলিয়েছিলাম।
মেয়েটি প্রজ্ঞা ভালোবাসতো, মেয়েটি মিথ্যে ভালোবাসতো, মেয়েটি হয়তো শরীরও ভালোবাসতো! আলো আর সাবধানতা একপাশে সরিয়ে পূরুষ পাল্টাতো প্রায়শ। চকমকি পাথরের মতো একমাত্র মুগ্ধতা যা আমাকে এখনও আচ্ছাদিত করে রেখেছে। আমি অ্যামাজন থেকে সুইচ নাইফটি কিনে আমার ড্রয়ারে রেখে দিয়েছি। তার শেষ প্রেমিকের সাথে তোলা একটি ছবি জমিয়ে রেখেছি ডেস্কটপের হার্ডডিস্কে। অপেক্ষা আর আকাংখা নিয়ে আজও সার্চ দিয়ে চলেছি ছদ্মনামের ভাগাড়ে।
একটি আলোকরস্মি জোছনার চারপাশে পাক খেতে খেতে উঠে গেল দ্বিতীয় আসমানে। সমুদ্র তার সবটা বিষন্নতা নিয়ে ফসফরাস ছিটাচ্ছে ঢেউসমুহের মধ্যবর্তি ব্যবধানে, আর আমি সুইচ নাইফটি চেপে ধরে স্মৃতি রোমান্থনে খুঁজছি সেই না দেখা তরুনী হৃদয়।।
৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৪১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি, আপনার বই পড়া হলো না!
শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
২| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩০
অধীতি বলেছেন: আপনার লেখা সর্বদা আমাকে মুগ্ধ করে। জীবনানন্দের মত একটা নির্জনতা বিরাজ করে আপনার লেখায়। মাঝে মাঝে ল্যাটিন আমেরিকান সাহিত্যেরও স্বাদ পাওয়া যায়। যেমন এই লেখাটি।
৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৫
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি, আপনার মন্তব্যে সম্মানিত বোধ করছি।
হয়ত একটু অন্যভাবে ভেবে লিখি, তাই কবিতা সবার অগোচরে নির্জনতা পোহায়-
তবুও আপনার মতো কেউ কেউ মুগ্ধ হয়, আমিও তো তাদের মন্তব্যে কৃতজ্ঞ হই, তারপর আবারও নির্জনতা নেমে আসে।
৩| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: মেয়েটির নাম কি?
৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: আসল নাম ভুলে গেছি।
এদের নাম থাকে না, এরা কাঙ্ক্ষিত এবং অপার্থিব।
৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৭
সাজিদ উল হক আবির বলেছেন: প্রিয় বসির ভাই, কি সুন্দর লিখলেন!
ভাবছিলাম, একজন মানুষ কীভাবে একই সঙ্গে প্রজ্ঞা, আর মিথ্যাকে ভালোবাসতে পারে। পরে পিছনে ফিরে তাকিয়ে বুঝলাম, যে নারী একই সঙ্গে মধ্যযুগের চিত্রকলা, এবং পোস্ট - ইম্প্রেশনিস্ট চিত্রকলার দ্বৈতবৈশিষ্ট্য বহন করে, তার পক্ষে হয়তো সম্ভব।
শুভকামনাসহ!
৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। আমার কাছে আসলেই কেউ সুইচ নাইফ চেয়েছিল। যে তার নামসমেত হারিয়ে গিয়েছে। হয়ত এই লেখা পড়ে কখনও প্রতিত্তরের তৃষা অনুভব করবে। এটাই জীবন এবং জীবনের সাথে ঘটতে থাকা সময়যাত্রা। আমরা মনে রাখি, লিখে রাখি বা বিস্মৃত হই।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:১৭
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি।