নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
মৃত্যু যেন বিরাম চিহ্ন সব জাগতিক প্রগতি এবং শৈল্পিক ছদ্মাবরণের। মৃত্যু যেন থামিয়ে দেওয়া দাম্ভিক শব্দসম্ভার আর মখমলের উষ্ণতার বুঁদ হওয়া আপেক্ষিক অধিকর্তার খসে পড়া উষ্ণীষ।
মৃত্যু যেন শেষ কথা কথপোকথনের, আর লেখা না হওয়া চর্যাপদের শেষ শ্লোক!
তারপর, একদম একা, সম্পূর্ণ একা; শুধু অন্ধকারে অতলযাত্রা, অন্তহীন।
২| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১
মিরোরডডল বলেছেন:
মৃত্যু হচ্ছে সেই বন্ধু, না চাইলেও প্রত্যেকেরই যাকে আলিঙ্গন করতেই হয় ।
ভালো লাগুক আর নাইবা লাগুক, তার বাহুডোরে যে ধরা দিতেই হয় !
৩| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: আমি এখন মরতে চাই না। মানে করোনায় মরতে চাই না। আমার একটা ছোট মেয়ে আছে।
৪| ১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১১
জুল ভার্ন বলেছেন: বেঁচে থেকে কী লাভ-মরেই বেঁচে থাকতে চাই।
৫| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২
অধীতি বলেছেন: আরো কিছুদিন বেঁচে থাকা প্রয়োজন।
৬| ০৫ ই মে, ২০২১ রাত ২:০৫
সিগনেচার নসিব বলেছেন: প্রতিনিয়ত মৃত্যু সংবাদ শুনতে শুনতে আমরা প্রায় অভ্যস্থ হয়ে যাচ্ছি।
অসাধারণ লেখা।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৫
ইসিয়াক বলেছেন: সবাই এত মৃত্যু নিয়ে লিখছে কেন? ইদানীং আমি হতাশ হয়ে পড়ছি। চারদিকে এত মৃত্যু, আমি সত্যি আতঙ্কিত।
প্রিয় কবি অন্য কিছু লিখুন। যা পড়লে মন ভালো হয়ে যাবে, বেঁচে থাকার অনুপ্রেরণা পাবো।
জীবন তো সুন্দর তাই না। বেঁচে থাকা দারুণ ব্যাপার।