নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

দ্রোহ পুষে হৃদয়ে কবিতা এগিয়ে যায়

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:০৭



যখন সূর্য্যরেণু গলে পড়তো তোমার চুলের অবাঁধ বাবরীতে
আমি তন্ময় হয়ে তখন 'বল বীর' পড়তাম আর
ভাবতাম, কতটা শব্দসম্ভারে মানুষ এতটা পারে, স্বপ্নরোদ
কতটা পাহারায় মন কাড়লে ঘুরে ফিরে যোজন দূর
কবিতার হলাহল এতটা মায়াবী প্রতিশব্দে বিরূপ হয়, সহসা

দ্রোহ পুষে হৃদয়ে কবিতা এগিয়ে যায়, সীমানায় বেধেঁ সাম্যের
পুরোহিত স্বাধীনতা আনে ভাঙা শেকলের গানে
আমি তখনও অতিঅবাক, আমার অক্ষমতায় গেঁথে ফেলি
কান্ডারী-মানুষ, যে প্রতিটি সায়াহ্নসন্ধ্যা ব্যয় করেছে
অপরূপ এ কাব্যসম্ভারে

ঋণের কতটা দায়ভাগ, কবি!
তোমাকে যদি ছেড়ে'দি সাহিত্যের এপাশ-ওপাশ
শুধুই বর্ষা নামবে, জানো! অভিমানে 'মতিহার' পোড়াবে চিঠি
তপ্ত কামনায়-

এই কামনারা কবি সেদিন তোমাকে ছাড়েনি
ক্ষমা বিউগলে শনিবারের জমিদার ছড়ি ভেঙে কালো দুনিয়ায়
তোমার বিরূদ্ধে মাতম তুলে স্তব্ধ করেছিলো মসির ধার

শুধু বিশুদ্ধ সঙ্গীত আমাকে দাও
কবিতায় যে বর্ণিল ফোটা, সেখান থেকে টুপটাপ কিছু নিঃস্বর্গ
নিয়ে, আমি তস্কর অপবাদে লাফাতে পারি, এফোঁড় ওফোঁড়
নিভন্ত মরিচিকায়

তোমার চুলের সাথে পিরাণ রেখে
বীণার বুলবুলি, আমি জানি এ অকবিতায় ক্ষুদ্র হবে খুব
রাতাচারী পাতার বাঁশীতে, ভোরের আযানে থমকে যাবে
বুনোগঞ্জ, ভোরের আলোয় আমি খুকু হবো, আমি কবিতার
অক্ষর হবো, কবি;
ঝুলপকেটে আড়বাঁশী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লালচে
মাজারে নুয়ে পড়া ফুল হবো, শাওনসন্ধ্যায়।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতাটা আবার পড়লাম। খুব সুন্দর হয়েছে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৫:৩০

অধীতি বলেছেন: নির্মল কবিতা। আপনি অনিয়মিত লিখেন কেন? মিস করি আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.