নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
মোহিত অন্ধকারে
আমার ক্ষতিপূরণ
দহনে ও সুখে
কতটা কথার জালে
বুনেছি একাকী, রোদ ঘুম আর
কূয়াশা মাঠের আলে।
সেই সে হরিণী ঠোট
সেই বাঁকা হাসি
ভালবাসি ভালবাসি
নষ্ট হওয়ার নোংরা চোঁখে
আগুনে বাষ্পলোক।
এরপর এই বিনাশী উপত্যকায়
গুজব ছড়াবে অচেনা আগন্তুক
তুমিও নকল, তোমার ঠোটও নকল বলে
শোরগোল তুলে হারাবে অন্তরালে
আবারও জমবে দুঃখের সম্ভারে
একাকী দহন, একাকী বিস্মৃতি
পলাতক যত জ্বলন্ত প্রণয়
জোট বেঁধেছে সুখকর সব প্রীতি
তোমার সে হাসি যা অন্য কারো নয়;
আকাশে অন্ধকারে
আমি বুকে নিয়ে তোমারই সেই ছল
মিলবো সেখানে যেখানে গোপনে আজও
টুপটাপ ঝরে স্মৃতির ঝর্ণা জল।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩
বৃষ্টি'র জল বলেছেন: "টুপটাপ ঝরে স্মৃতির ঝর্ণা জল" সুন্দর কবিতা
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১৩
ইসিয়াক বলেছেন: সুন্দর।