নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
মানুষের এ এক আলাদা জীবন।
জীবনের পাশে পাশে চলেছে ছায়াময় অদ্ভুত আঁধার।
মৃত্যু ঘিরে যার পাড় উঁচু হয়ে উঠেছে উর্ধ্বলোকে।
জীবন হয়ত ভেবেছে সবটা শুষে নেবে বয়স-ভর তামাশার পান,
খাঁটি লোকাচার আর তৃপ্তির পিচ্ছিল লোকমা!
অথচ তখন চৌকাঠে উঁকি দিচ্ছে পতঙ্গসম সময়রেখার সুক্ষ পরিহাস।
মানুষের বড় আশ্চর্য মরণ।
কখনও আকাশে, পাকা রাস্তার চাতালে,
হসপিটালের লোহার চৌকিতে বা হাওড়ের অপরিসর জলের ঘূর্ণিতে!
বড় অভিনব আর অকস্মাৎ।
মৃত্যু মানে না কোন প্রেম, ঐশ্বর্য, অপেক্ষা কিংবা আক্ষেপ।
অজান্তে প্রায় নিঃশব্দে হামাগুড়ি দিয়ে আসে ভোরে, দুপুরে, সন্ধ্যায়।
যেখানে কোলাহল সেখানে মৃত্যু, যেখানে নির্জনতা সেখানেই সমাপ্তি।
মানুষের জীবন এক আশ্চর্য প্রদীপ, দমকা বাতাসে নিভে যায়,
ফুৎকারে নিভে যায়, হিংসা-দ্রোহ, অবিশ্বাসে নিভে যায়!
বেঁচে থাকার পেয়ালায় হয়ত কানায় কানায় শরবত কিন্তু
হঠাৎ খসে যায় পেয়ালা ধরা হাত অবলিলায়!
তবে কি ভয়ংকর সেই দৈববাণী মিশ্রিত শ্লাঘাই সত্যি চিরায়ত পথ!
গন্তব্যের পাথরে অদৃশ্য পরশ, সুবিমল মরুদ্যানে পড়ে থাকা ক্যাকটাসই জীবন!
আমার জীবন মানুষের, তুমিও জীবিত আছো মানুষ হয়ে-
পথের যেটুকু দেখা যায় তাই তোমার,
যেটুকু আবছা তা তোমার আমার ভবিতব্যের নিষ্ঠুর কর্মফল!
যেটুকু পান করো সেটুকু পেয়, বাকিটা তোমার নয়, ছিল না কখনও!
আইল অফ শেফি
১৪/০৯/২০২১
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪২
ইসিয়াক বলেছেন: বরাবরের মত ভালো লাগলো ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই অসাধারন সুন্দর কবিতা লিখেছেন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। আমি বর্তমানে মৃত্যু নিয়ে একটি উপন্যাস লিখছি। আপনার কবিতাটির সাথে তাই একাত্ম হতে পারলাম।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪০
শাহ আজিজ বলেছেন: বাহ , চমৎকার কবিতা । খুব ভাল লাগছে ।