![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
খুব ভোরে অথবা ঝুম সন্ধ্যায় আমি যখন এই পথ দিয়ে হেঁটে যাই; আমার কেমন যেন অপ্রকৃতিস্থ লাগে নিজেকে। পারিপার্শ্বিক এক স্তব্ধতার নিহারিকা। মানুষ যেন কখনও পা ফেলেনি এখানে আগে। একরকম সোনালী শব্দ, বিন্দু বিন্দু শনশন আর বাষ্পের মতো বয়ে চলা হেমন্তের রোদ্দুরে আমি দীর্ঘশ্বাসের ছাতাটি মেলে পেরিয়ে যাই ঝরা পাতার মখমল।
সবুজের জন্য আমি ভাবি, সত্যিকারের ভালোবাসায় আমার স্তব্ধতা কখনও একটু ব্যথিত হয়; তখন নিজেকে প্রবোধ দেই; সব রঙ চিরকাল বহে না শরীরে। এই পাতা ঝরা কিংবা সবুজ পত্রপল্লবের সমারোহ এক একটি সময়ের কুপন। কোথাও জীবন আনন্দময়, কোথাও বিষাদের আবছায়ায়; হেঁটে চলেছে নিঃশব্দে আমার মতোন।
২| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: জীবন কি সেটা বুঝতে বুঝতে জীবনের অর্ধেক পার হয়ে যায়।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ ভোর ৬:০৬
নেওয়াজ আলি বলেছেন: যেখানে জীবন যেমন
৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
জ্যাকেল বলেছেন: ভালই, আরো একটু বাড়াইলে আরো ভাল হইত আমাদের জন্য।
৫| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫১
অধীতি বলেছেন: কি অনিন্দ্য সময় আর মনোহারিণী সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫
আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল,
ডানায় সোনালী রোদমেখে চিলের মতো উড়ে গেছেন সেই পথে যেখানে শব্দেরা শুয়ে আছে সোনালী রং গায়ে , হেমন্তের রোদ্দুর যেখানে শিশুদের মতো খেলছে লুকোচুরি! কেবল দুঃখেরা যেখানে জমাট বেঁধে আছে গাছের ছায়ায়!
সুন্দর লেখা।
শুভ নববর্ষ।