নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার জল
কিছু কিছু শব্দের সংজ্ঞা আমার কাছে অর্থহীন ঝুলে থাকে
মানবতা কেন মানুষের গায়ে লেপ্টে আছে?
আমি খুঁজে ফিরি মানবতা মানুষের কাছে
কি নির্বোধ প্রত্যাশা আমার!!
কিছু কিছু শব্দের সংজ্ঞা আমার কাছে অর্থহীন ঝুলে থাকে
সভ্যতার সমাজে যদি আমি করি বাস
বর্বর যাযাবর জীবন কেন মহান আমার কাছে?
আমি খুঁজে ফিরি বর্বরতা মানুষের কাছে
কি নির্বোধ প্রত্যাশা আমার!!
কিছু কিছু শব্দের সংজ্ঞা আমার কাছে অর্থহীন ঝুলে থাকে
হিংস্রতা যদি লেপ্টে থাকে পশুর গায়ে
মানুষের মমত্ব কোন সে গভীরে লুকিয়ে আছে?
আমি খুঁজে ফিরি মমত্ব মানুষের কাছে
কি নির্বোধ প্রত্যাশা আমার!!
কিছু কিছু শব্দের সংজ্ঞা আমার কাছে অর্থহীন ঝুলে থাকে
ধর্ম যদি হয় বিশুদ্ধ জীবনাচরণ
মানুষের চেয়ে অধিক অধর্মচারি আর কে হতে পারে?
আমি খুঁজে ফিরি মানব-ধর্ম মানুষের কাছে
কি নির্বোধ প্রত্যাশা আমার!!
ভালবাসা, আহা ভালবাসা
ভালবাসা শুধু যা কিছু আমার
সবার্থপর ভালবাসায় পুড়ে যায় তোমার পৃথবী
করতোয়ার ভরা যৌবনে আকাশ জলের ভালবাসা
কোথায় পাব আমি?
ভালবাসার সংজ্ঞা আমার কাছে অর্থহীন ঝুলে থাকে!!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো, গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে এনেছেন কবিতায়। মুগ্ধতা রইল কথামালায়।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত.....
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল।