নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ সংগ্রহ
এবার যেতে হবে
হা যেতে হবে, পৃথিবীতে অপাংতেয় তুমি আজ।
মৃত্যুর মিছিলে সারি সারি যোগ হবে তুমি
নাম ডাক হীন পরিচয় বিহীন শুধু পরিসংখ্যান।
প্রয়োজনহীনতার তকমা সেঁটে একাকী নিভৃতে তুমি
জীবনের স্মৃতিচারণ আর কতকাল।
সবই তো ছিল ভুল, শুধরে নেবার সময় হয়েছেতো পার।
এইতো সেদিন কুরইতলীর ফাঁকা বিলে
মিছেমিছি শাপলা শালুক নল-ডাঙ্গার ঝাড়ে নিঃশ্চুপ বসেছিলে
নীলাভ কালো বৈশাখী মেঘের কোলে ভেসে যাওয়া বলাকার মালায়
কি পেয়েছিলে তুমি?
ভুল সবি ভুল, হিজল গাছের ডালে দোল খাওয়া ফলোমালা
দেখে দেখে সারা বেলা কতনা কেটেছে দুপুর
ভুল সবি ভুল
পথ ধারে বাঁশ ঝাড়ের আঁধার ছায়ায় পচা ডোবা জলে
কিলবিল ব্যাঙ্গাচি গুনে গুনে তুমি ভুলে গেছ দিন।
এই পৃথিবী অবাক তোমার চোখে
কত মায়া জাল ফাঁদ পাতা আছে আনাচে কানাচে
কুয়াশার চাদরে ঢাকা ধোঁয়াটে সবুজ ভেজা ভেজা ফসলী মাঠে
বিন্দু বিন্দু হীরক জলকণার পাশাপাশি হলুদ ঘাস ফুল
তোমার জীবনে মিশেছিল সুখ দুখ হয়ে।
তুমি পৃথিবীর বুকে পৃথিবীর মায়া হয়ে মিশেছিলে কাদা জলে।
ইদানীং তোমার ধোঁয়াটে দৃষ্টিতে আর ক্ষীণ হয়ে আসা শ্রবণে
বদলে যাওয়া পৃথিবীর রঙ শুধু ধোঁকা হয়ে আসে
পরিবেশের বিষাক্ত নিঃশ্বাস আজ ঢেকে দিয়েছে তোমার কুরইতলীর বিল
ভুল সবি ভুল
মানুষেরই ভুলে মানুষেরই কোলে আজ জন্ম নিয়েছে আগুনে ড্রাগন!
২| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: অতি মনোররম।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা। শুভকামনা