নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোগান

বুনোগান › বিস্তারিত পোস্টঃ

যা কিছু সোনালী রোদ

০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১৬

শুকনো মরীচিকায় ভুনা আমার কবিতা
কাব্য হয়ে আর উঠলো না
ধূলি ধুসর মস্তিষ্কের কোনা থেকে বেরিয়ে আসা
ছলাত সাপের ফণা দিক বিদিক এঁকে চলে
আলো অন্ধকার গুহা।

ভাবের চটচটে রসে পিচ্ছিল মুগুর
ক্রমাগত ঠুসে ঠুসে দেখায় জাহান্নামের পথ!

পাখিগুলো পাখি নয়, আকাশ বাতাস আলো নয়
অরণ্যের জল-তরঙ্গ কুৎসিত বিহঙ্গের সুর শুধু
কুয়াশা ভোরের সোনালী রোশনির অন্তিমে রয়েছে
এক অনন্ত বিরাট!
সাবলীল ঝর্ণাধারা দুমড়ে মুচড়ে স্থবির কঠিন শিলা
বৃক্ষরাজির কোটরে কোটরে উতল হাওয়ার চুম্বন
হাহাকারে বন্দী।
উষ্ণতার খোঁজে জড়সড় শীতল গুহাবাসী
মাতৃ-যোনী রসে আমিষ গন্ধ মাখা জীবন
রক্ত ডিঙায় ভেসে ভূমিষ্ঠ শিশুর কান্নায়
ভালবাসা-বাসি গৃহস্থ ঘরকন্না দুবলার চরে ভেসে যায়।

যা কিছু আদিম, যা কিছু সত্য
যা কিছু ভালবাসা, যা কিছু মায়াময়
যা কিছু সরল, যা কিছু সুর
যা কিছু চুম্বন, যা কিছু সুখ
যা কিছু সমুদ্রের আছড়ে পড়া সফেদ ফণা
যা কিছু সোনালী রোদ

শুকনো মরীচিকায় ভেসে যায়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ----------

২| ০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

৩| ০৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: চমতকার বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.