নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ সংগ্রহ
প্রিয়া, তোমার চপল চাহনি বলে
আমায় দেখে মুগ্ধ হও না তো আর
আমি বলি সাতান্নয় এসে ঝাপসা দেখি
স্মৃতির কোঠায় সাজিয়ে রেখেছি তাই ।
ভালবাসার মধুর বাণীগুলি বলে যাও তুমি
ভয়ানক এক বাতাসে উড়ে যায় সব
সাতান্নয় এসে শ্রবণে ধরা দেয় না কিছু
ভালোবাসার বাণী নীরবে নিভৃতে কাঁদে ।
কবিতা, আহা কি শ্রুতি মধুর তোমার কন্ঠ খানি
কেন আর শুনাও না সেই পাঠ
প্রিয়া, ভাষা নেই মোর
সাতান্নয় এসে এখন রুদ্ধ বাক।
বাহান্নয় পেয়েছিলাম ভাষা
সাতান্নয় এসে সব হারিয়েছি আজ
ধারাপাতের সকল ধারা গুনে গুনে
সাতান্নয় এসে দেখি রুদ্ধ সকল দ্বার।
১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১০
বুনোগান বলেছেন: ্রিয়াকে উপলক্ষ করে অন্য কিছু আছে।
২| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
তবে আপনারা কয়েকজন লিখেন। পোস্ট করে চলে যান। অন্যান্যদের পোস্ট পড়েন না।কেন
১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৮
বুনোগান বলেছেন: আচ্ছা পড়ব।
৩| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালো।
৪| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১০
শায়মা বলেছেন: কবিতা ভালো লেগেছে ভাইয়া।
তবে ছবি আপুর কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ আমি।
এরপর থেকে বুঝি অন্যের লেখাও পড়ছো।
১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২
বুনোগান বলেছেন: অন্যের লেখা পড়েই তো নিজে লিখতে সাহস পাচ্ছি।
৫| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: বাহা! সুন্দর কবিতা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: প্রিয়া, প্রিয়তমা, উর্বশীর চোখ, ঠোঁট চিবুক-এইসব সেকেলে সম্বোধন থেকে আমাদের কবিরা কবে বেরিয়ে আসবেন!