নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

ছবি দেখবেন ছবি ?? একটি সলিড ফটোগ্রাফিক পোস্ট। :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৩

সকল ক্যাচালপ্রিয় ব্লগারদের পোস্ট হইতে দূরে থাকার অনুরোধ করছি।আর সকল ফটোগ্রাফি প্রিয় ব্লগারদের আমন্ত্রন জানাচ্ছি। :) :)



আমার ক্যামেরা ইউস করার বয়স খুব বেশিদিন নয়। ব্লগে ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্ট অনেক আগে থেকেই ফলো করতাম।বেশ কিছু ব্লগারের লেখা পড়ে ও ছবি দেখে ঠিক করে ফেললাম ক্যামেরা কিনতেই হবে।কিন্ত ডিএসএলার কিনার মত টাকা পাই কোথায় ? ইচ্ছা থাকিলে উপায় হয়।অতপর অনেক কস্টে টাকা পয়সা জমিয়ে আব্বু-আম্মুর কাছ থেকে ধার করে কিনে ফেললাম নাইকন ডি৫০০০ মডেলের একটি ক্যামেরা।লেন্স ১৮-৫৫মিমি। আমার সামনে খুলে গেলো ক্রিয়েটিভিটির নতুন দরজা।শুরু হলো ছবি তোলাতুলি। আমার তোলা কয়েকটি ছবি নিয়ে আজকের পোস্ট।



নতুন ফটোগ্রাফার ভাইবোনদের প্রতি এক্টাই টিপস। ছবি তুলুন,শুধু ছবি তুলুন।যত বেশি ছবি তুল্বেন তত বেশি ভালো ছবি তোলা শিখবেন। ফটোগারাফির বই মুখস্ত করে ফেলে লাভ নাই , যদি ছবি তোলার অভ্যাস না থাকে।মনে রাখবেন,ক্যামেরার চেয়ে অনেক ইম্পরটেন্ট হলো ক্যামেরার পিছনের চোখ। সেই চোখকে বিকশিত হবার সুযোগ দিন।

হেপ্পি ফটোগ্রাফি। :) :)



প্রথমে পোট্রেট দিয়ে শুরু করি। এই বুড়া দাদুর ছবিটা তুলেছি ভার্সিটির সামনে থেকে।







এটা এক্সপেরিমেন্টাল লাইট এন্ড শেড পোরট্রেট। ছবিটা কিভাবে তুলেছি জান

তে হলে ঘুরে আস তে পারেন এই পোস্ট থেকে।আবারো ফটোগ্রাফি- যারা পোরট্রেইট ছবি তুলতে ভালোবাসেন।







এটা একটা ফ্রেন্ডের ছবি। শর্টফিল্মের জন্য তোলা।







কুয়াকাটা আর সুন্দরবনের মোহনা।ডি২০০ দিয়ে তোলা।







লাইন ফটোগ্রাফি। সুন্দরবনের ছবি।







এইটা কক্সবাজার।







এটা তোলা কুমিল্লার ময়নামতিতে।







ছবির নাম পথচলা।







এবার ম্যাক্র ফটগ্রাফি।শিশিরের ছবি।







এইটাও শিশিরের ছবি। ভোরবেলায় ধানের উপর। গ্রামের বাড়ি থেকে তোলা।







মাশরুমের ছবি।







পদ্মা নদি। আমার কাজিনের ছবি।মডেল ফটোগ্রাফি শুরু করে দিলে খারাপ হয় না।







আব্বু চায়না থেকে কতগুলো বিশাল সাইজের ঘুড়ি নিয়ে আসছিলো।অনেক সুন্দর। উড়াতেও অনেক মজা।





গ্রামীন ফোনের এড হতে পারে ছবিটা দিয়ে।প্রথম দিকের একটা এসাইন্মেন্টের ছবি।







আগুন। শটার স্পিডের কেরামতি।







এটা জার্নি বাই বোটের ছবি।







স্টেডিয়ামের পাশ থেকে তোলা।







গোলাপ ফুল।







তাল্গাছবাদিদের জন্য। :P







বোনাস পিক ।এইটা অবশ্য কোন ছবি না। গ্রাফিক্স ডিজাইন। নাম- বুনোমানুষ।

ইলাস্ত্রেটর এ করা।







কোনটা সবচেয়ে ভালো লাগলো ?? জানাতে ভুলবেন না। সমালোচনাও সাদরে গৃহিত হবে। :)

---------------------------------------------------------



পোস্ট উৎসর্গঃ সামুর সকল নবীন-প্রবীন ও শখের ফটোগ্রাফারদের।

মন্তব্য ৮৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৫

যেড ফ্রম এ বলেছেন: ভালো :) সবই ভালো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ যেড ফ্রম এ। কেমন আছেন ? :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১১

১১স্টার বলেছেন: সবই ভালো তয় আপনার কাজিনের ফটোটা আরো ভালো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৫

তন্ময় ফেরদৌস বলেছেন: সারছে কাম। কন কি ? আইচ্ছা কাজিনরে জানায়া দিমু। :)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১২

জিসান শা ইকরাম বলেছেন: সবগুলো খুব সুন্দর তবে পথচলাটা বেশী ভাল লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৭

তন্ময় ফেরদৌস বলেছেন: জিসান ভাই, পথচলাটা কক্সবাজারের লাইট হাউসের উপর থেকে তোলা। :)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৩

মোস্তাক হাসান বলেছেন: াজিন

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: খাইসে, আমার কাজিন দেখি বিক্ষাত হয়ে গেলো। ছবিটা দিয়ে ভুল করলাম নাকি ? :(

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৪

আমার জন্য লেখা বলেছেন: আপনার flicker account আছে? সামুতে লাইটিং ভাল বুজা যায় না :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৫

তন্ময় ফেরদৌস বলেছেন: না ভাই। ফ্লিকারে সবার ছবি দেখে একাউন্ট খুলতে সাহস পাইনা। আচ্ছা। একাউন্ট খুলতেসি এবার।পরে আপনাকে এড্রেস জানিয়ে দিবো। :)

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২১

শ।মসীর বলেছেন: তাল্গাছবাদিদের জন্য বেশী ভাল লাগছে........।সবগুলোই সুন্দর...।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: হা হা , শামসীর ভাই আপনাকে আমার পোস্টে দেখে অনেক ভালো লাগ্লো। আপ্নারে ভালা পাই।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২১

১১স্টার বলেছেন: আপনার কাজিন চাইলে তো মডেলিং ও করবার পারবো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: =p~ =p~

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩০

শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: ৫ আর ৮ নাম্বারটা বেশি ভাল হইসে। তবে ছবি এডিটিং না করলে, আরও ভালো হত।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ্দুইটাই লাইন ফটোগ্রাফি। :)
হা হা ভাইয়া আমার জারিজুরি ফাস করে দিলেন। আসলে ছপবি তেমন ভালো তুলতে পারিনা তাই কিছুটা এডিটিং এর আশ্রয় নিতে হয়। তবে বর্ত্মানে কিন্ত এডিটিং,রিটাচিং কে ফটোগ্রাফির অংশ ধরা হয়। :)

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩

মির্জা রুহান বলেছেন: ভাল বেশ ভাল লেগেছে । আপ্নের কাজিন কিন্তু আরও ভাল :-B

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ মির্জা। কাজিনরে জানায়া দিবনে। :)

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪

আল মামুন ১৯৮৭ বলেছেন:

তাল্গাছবাদিদের জন্য বেশী ভাল লাগছে........

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: =p~ =p~ তালগাছবাদীরা দেখলে খবর আছে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:


গোলাপ ফুল নই এই ফুলটার না জিনিয়া। পাপড়ি ও পাতা দুটোই তা'ই বলে।

১।এটা এক্সপেরিমেন্টাল লাইট এন্ড শেড পোরট্রেট।
২।এটা একটা ফ্রেন্ডের ছবি। শর্টফিল্মের জন্য তোলা।
৩।আগুন। শটার স্পিডের কেরামতি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: তথ্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক সময় অনেক ফুলের ছবি তুলি, নামও জানিনা। :)

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯

শিপু ভাই বলেছেন: সবগুলোই সুন্দর।++++

মাশরুম, ঘুড়ি আর মোহনা বেশি ভাল লাগছে।
ছবিগুলোতে একটা এক্সপেরিমেন্টাল ভাব লক্ষ করা যায়।
বুড়া চাচারে ফুল ব্ল্যাক এন্ড হোয়াইটেই মনে হয় বেশি ভাল্লাগত।
ময়নামতির ছবিটায় পিছনের অংশটাও ফোকাসে থাকতে পারতো।

আমি ফটোগ্রাফির ফ ও জানি না। থাক আর কমুনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ শিপু ভাই। আগেই বলেছি, সমালোচনা সাদরে গৃহিত হবে।ফটোগ্রাফি জান্তেই হবে এমন কোন কথা নাই। অডিয়েন্স ভিউ বলে একটা ব্যপার আছে। :)

বুড়া চাচার টা ব্লাক এন্ড হয়াইট দিতাম। কিন্ত তাইলে পিছনের লাল সবুজ ব্যাকগ্রাউন্ডটা পেতাম না।তারপরেও ব্লাক এন্ড হোয়াইট করে আপনাকে ট্যাগ করে দিবো। ময়নামতির ছবির ফোকাস ভালো হতে পারত।ঠিকি বলেছেন। :)

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯

কাগজের নাও বলেছেন: জটিল! :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ কাগজের নাও। আপনার নামটাও অনেক সুন্দর, আপনার প্র পিকটাও অনেক সুন্দর। আপনার তোলা নাকি ? :)

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫০

ছাইরাছ হেলাল বলেছেন:

'শিশির' ভাল লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো হেলাল ভাই। শিশির আমারো অনেক ভালো লাগে। :)

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৩

শিপু ভাই বলেছেন: ও হ্যা! কাজিনও খুব ভাল লাগছে :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: :) :P ;) =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: দাড়ান, ভাবিরে জানানোর ব্যবস্থা করতেসি। ;)

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভাল লাগল। ঘুড়িরটা বেশি ভাল লাগল :) ++

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৯

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই। :)
এরকম আরো ৫, ৬ টা ঘুড়ি ছিলো।এটাই সবচেয়ে সন্দর। সবগুলাই ৪-৫ ফিট লম্বা। উড়ানো অনেক কস্ট, কিন্ত একবার উড়ালে সাঙ্ঘাতিক লাগে।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১২

নীল-দর্পণ বলেছেন: কুয়াকাটার ছবিটা দারুনসসসসস :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ নীল দর্পন। আপনার ছবিটা কিন্ত অনেক কিউট আসছে। :)
ছবি তোলার প্রতি আগ্রহ আছে নাকি ?

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৯

বড় বিলাই বলেছেন: সবগুলোই সুন্দর।
মাশরুম, শিশির, পথচলা, বুড়ো দাদু - এইগুলো বেশি ভালো লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: আপু কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। :)
অরিজিনাল মাশরুমটা অনেক ছোট ছিল।ছবিতে বুঝা যায় না।
শিশির আমারো অনেক প্রিয় ছবি।
পথচলা ছবিটা কক্সবাজার লাইটহাউস থেকে তোলা।
বুড়া দাদু আমাদের ভার্সিটির সামনে ভিক্ষা করে। একদিন ক্যামেরা থাকায় তুলে ফেলছি।

বান্দরবনের পর নতুন সিরিজ কি নিয়ে পাচ্ছি ? অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কিন্ত। :)

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩১

তাসনিয়া বলেছেন: পথচলা,ফ্রেন্ডের ছবি,সুন্দরবনের ছবি,জার্নি বাই বোটের ছবি :) :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
পথচলা দেখি অনেকের ভালো লাগলো।
জার্নি বাই বোটের ছবিটা আমার নিজের। ক্যামেরা সেট করে দিয়েছিলাম আমি,ছবিটা তুলেছিল আমার ছোট ভাই ।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: কেন বলেন ত? ছবির চয়েজ দেখে?
মোটামুটি আগ্রহ আছে, যদিও ভাল পারিনা :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

তন্ময় ফেরদৌস বলেছেন: হা হা, ইয়াপ। :)
পারা না পারার ব্যপার নাই। ছবি তোলা শুরু করে দেন। :)

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬

অণুজীব বলেছেন: ৩য় ভালো লাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক থাঙ্কু। :) আর কেউ পিলাস দেয় না কেন ?? :(
অনুজ়ীব, পরিক্ষা শেষ হলে চলেন একদিন দেখা সাক্ষাত করি।
সম্ভব হলে ফেসবুকে এড করুন- নিজ নামেই আছি। :)

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নকথন বলেছেন: সবগুলাই যারপরনাই ভাল হয়েছে!! অসম্ভব ভালো লাগলো

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নকথন। :)

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯

চিকন আলি বলেছেন: নিজের ছবি খানাই তো দিলেন না......। /:) /:) /:) মাইনাচ.........।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: আমার একটা ছবি আছে কিন্ত, বলেন দেখি কুনডা ?
হা হা , মাইনাচের জন্য ধন্যবাদ। :)

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪০

আমি সুফিয়ান বলেছেন: জার্নি বাই বোট আর গ্রামিন ফোন.... তবে জারনি বাই বোটের মডল তো মনে হচ্ছে আপনি, ছবি তুললো কে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: জার্নি বাই বোটের ক্যামেরা সেটিং আমি করে দিয়েছিলাম, আর ছবি তুলেছে আমার ছোটো ভাই। :)

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

লেডি বার্ড বলেছেন: মাশরুম, শিশির, পথচলা,কুয়াকাটার এই গুলা বেশী ভালা পাইলাম। বাকি গুলাও নাইস হইছে। :)
ম্যাক্রতে কিন্তু পোকাদের ফটোও ভালা আসে। B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ্তাহলে তো ম্যাক্র দিয়ে আপনার ছবি তোলা দরকার :P

আমি অনেক পোকার আর ফুলের ছবি তুলেছি। ভাবছি সেইগুলা দিয়ে নতুন পোস্ট দিয়ে দিবো নাকি ? :)

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৭

নিমতিতা বলেছেন: ছবির নাম পথচা বেস্ট। পম্পোজিশন+এডিট দুইটাই ভালো হইছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ নিমতিতা। :)

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৬

আর.এইচ.সুমন বলেছেন: গুরু আপনার সাথে সাক্ষাতের প্রয়োজন অনুভব করছি :) :)

ছবির বিষয়ে নো কমেন্টস জাস্ট অসাধারণ :)!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৩

তন্ময় ফেরদৌস বলেছেন: অবশ্যই দেখা হবে সুমন ভাই। :)
আপনি তো পুর্ন উদ্দ্যমে ছবি তুলে যাচ্ছেন, আমি টাইমি পাইনা। :(

এভাবেই ছবি তোলার প্রতি আবগ ধরে রাখুন, আমরা বড় একজন ফটোগ্রাফার কে পাবো। :)

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০০

ভবঘুরে ছেলেটি বলেছেন: শর্টফিল্মের জন্য তোলা ফ্রেন্ডের ছবি, মাশরুমের ছবি, পদ্মা নদীতে কাজিনের ছবি, চায়না থেকে আনা বিশাল সাইজের ঘুড়ির ছবি... এইগুলা ভাল লাগল।
পথচলাটাও হয়ত ভাল লাগত, কিন্তু সম্ভবত এইচডিআর জাতীয় কোন এডিট করা, খুব একটা ভাল লাগে না আমার।
আর সবচেয়ে সেরা মনে হয়েছে গ্রামীন ফোনের এড হতে পারে যে ছবিটা... সিম্পলি অসাধারান
আমার ডিএসএলআর নাই :(( , তাই কম্প্যাক্ট দিয়েই ছবি তুলি, আমাকেও জানান কেমন... B:-/
নবীন ক্যামেরাবাজের প্রথম ক্যামেরাবাজি

আর একটা বোনাস, এই ঈদের দিন সন্ধায় তোলা

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ওয়াও, আপনার ছবিগুলা দেখে আসলাম। অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে গোদূলি বেলা, মাকড়সা আর স্টার। উপরের ছবিটাও অনেক জোস। নাইট ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে। :)
অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০০

রাইসুল জুহালা বলেছেন: বাহ, আপনি তো ভাল ছবি তোলেন। চমৎকার। ছবিগুলিতে নাম্বার না দিলে মন্তব্য করা খুব সমস্যা। সবচেয়ে ভাল লেগেছে 'পথচলা'। আরও কিছু ছবিও ভাল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকে আবার আমার পোস্টে পেয়ে অনেক ভালো লাগছে।ছবি তোলার চেস্টা করি আরকি।

রাইসুল ভাই, আপনার কি কোন নিজস্ব ব্লগপোস্ট আছে, কিংবা ফেসবুক আইডি ? থাকলে লিঙ্ক দেয়া যাবে ?

ছবি ভালো লাগায় আমি খুশি।অনেক ধন্যবাদ।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২০

সমাধানদাতা বলেছেন: ++++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৫

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ সমাধানদাতা।
দেখলাম আপনার শততম পোস্ট পূর্ন হয়েছে।আপ্নাকে অভিনন্দন।
:) :)
আছেন কেমুন বলেন।

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩১

নিপাট গর্দভ বলেছেন: আমার পত্রেত-টা পসন্দ হইসে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৫

তন্ময় ফেরদৌস বলেছেন: থাঙ্কু।ওইটা আমারো অনেক পছন্দের। :)

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৭

সমাধানদাতা বলেছেন: এইতো

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০০

তন্ময় ফেরদৌস বলেছেন: :)

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:১৩

নীল-দর্পণ বলেছেন: সামুতে সবার ফটোগ্রাফী দেখে এবং ভাইয়ার ফটোগ্রাফীর খুব শখ। তাই দেখে দেখে ছবি চুজ করা...... :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪০

তন্ময় ফেরদৌস বলেছেন: শুরু করে দিন ছবি তোলা। হেপ্পি ফটোগ্রাফি। :)

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:১২

শোশমিতা বলেছেন: সব গুলো ছবি সুন্দর!

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪১

তন্ময় ফেরদৌস বলেছেন: নিয়মিত পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ শোশমিতা। :)
আচ্ছা শোশমিতা মানে কি ??

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত! সবচেয়ে ভালো লাগসে শর্টফিল্মের জনয়ে আপনার বন্ধুর ছবিটা। রিয়াল ক্রিপি আর্ট!

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: থাঙ্কু হাসান ভাই। ওই ছবিটা অবশ্য কিছুটা এডিট করা। শুটিং এর জন্য কখনো কখনো লোকেশনে ক্যারেক্টারের ছবি নিতে হয়। সেই উদ্দেশ্যে তোলা।

আমি সধারনত ফটোশপে এডিট করি। তবে না দরকার হলে রিটাচ করিনা। :)

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১০

মহলদার বলেছেন: চমৎকার..........আপনি পারবেন...........। ক্যারি অন........

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১১

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ মহলদার ভাইয়া। কিছু ম্যাক্র ছবিও তুলেছিলাম। দেখি পোস্ট দেয়া যায় কিনা। আপনি কিন্ত ছবিব্লগ দেয়া কন্টিনিউ করবেন। :)

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৯

কবির চৌধুরী বলেছেন: অসাধারন। ++++++++++++++++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: কবির ভাই, আপনি আমার ব্লগে আসায় যার নাই পর খুশি হলাম। আপনার প্রতিটা মিউসিক পোস্ট আমার ভাল লাগে।ভালো থাকুন এবং ভালো ভালো পোস্ট গিফট করুন আমাদের।

অনেক ধন্যবাদ ভাই। :)

৩৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২০

ইহতিশাম আহমদ বলেছেন: ভাল লাগল ছবিগুলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৩

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :)

৩৯| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: জার্নি বাই বোট, শখের আগুন আর কাজিন মডেল আর আর কাছে থাকুন টা আর আর আরে সব গুলোই তো কম বেশি ভাল্লাগছে। 8-|

২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: আপু দেখি সব পুরান পোস্টগুলাতে ঢু মারছেন।

জার্নি বাই বোট অবশ্য আমার ছোটটা তুলসে।তবে বলে দিয়েছিলাম কিভাবে তুলতে হবে।

আগুন তুলেছি লাইট নিভিয়ে।

কাজিনএর ছবি আরো ভালো হতে পারতো।

কাছে থাকুন বিলবোর্ডের জন্য তোলা ছবি।

আপনার ভালো লাগায় আমি খুশি। :)

৪০| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক সুন্দর!

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫

তন্ময় ফেরদৌস বলেছেন: :)

৪১| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

শায়েরী বলেছেন: কয়েকটা ছবি বেশ ভালো হয়েছে

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.