নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

ভাললাগা একটি কবিতা

১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯

যদি কোন বৃষ্টি ভেজা রাতে,
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িয়ো।
ভুল করে যদি আমার কথা মনে পরে যায়,
গ্রিলের ওপাশে দুটি হাত বাড়িয়ে দিও।
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমার মুখটি।
নাহয় দমকা বাতাস হয়ে ছুঁয়ে যাবো তোমার চুল।
বুঝে নিও তুমি সেটি বৃষ্টি ছিলনা ছিলাম আমি,
আমি কাঁদছিলাম আমার সেই কান্নার জল গুলি বৃষ্টি হয়ে ঝরে পড়ছে তোমাকে একটু ছোঁবে বলে।
বিশেষ দ্রষ্টব্য :
এই কবিতাটি কে লিখেছে জানি না. ভালো লাগলো তাই শেয়ার করলাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মো: আশিকুজ্জামান বলেছেন: কবিতা যেই লেখুক ভাললাগল।

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ,
ভালো থাকবেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.