নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

অজানাতথ্য : ‬আসুন জেনে নেই তথ্য গুলো...

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

‪‬
‪#‎ পিঁপড়েরা ‬কখনো ঘুমায় না।
‪#‎ জন্মের ‬পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।
‪#‎ চাঁদ ‬যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।
‪#‎ আলেকজান্ডার ‬গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।
‪#‎ একটি ‬উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।
‪#‎ শিশুরা ‬হাঁটুর বাটি আকৃতির হাড় যেটাকে মালাইচাকি বলে সেটি নিয়ে জন্মায় না ।
‪#‎ প্রজাপতি ‬তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয় ।
‪#‎ চোখ‬খলা রেখে নাক ডাকা সম্ভব না।
‪#‎ হাতি ‬একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।
‪#‎ পৃথিবীর ‬ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর
মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।
‪#‎ শরীরের ‬সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
‪#‎ মরুভুমির ‬উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।
‪#‎ নিজের ‬দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।
‪#‎ পাকস্থলীকে ‬প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরন তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।
‪#‎ হাঁসের ‬প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
‪#‎ কুকুর ‬আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।
‪#‎ বাদুড় ‬গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।
‪#‎ ভুমিকম্প‬হ বার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।
আঙুলের ছাপের মতন প্রত্তেক মানুষের জিহবার ছাপও ভিন্ন হয়।
‪#‎ ঝামা‬পাথর হল একমাত্র পাথর যা অনেক সময় পানির উপর ভাসে।
‪#‎ প্রাকৃতিক ‬মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
# মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।
‪#‎ মানুষের ‬হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুন দ্রুত বাড়ে।
#১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
‪#‎ হাতের ‬তালু আর পায়ের পাতায় কখনো লোম জন্মায় না ।
‪#‎ ডলফিন ‬একই সময়ে ঘুমাতে আর সাতার কাটতে পারে ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত অজানারে ;) :)

+++

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: চমৎকার সব তথ্য। ভালো শেয়ার।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০০

বুরহানউদ্দীন শামস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: তথ্যগুলো জেনে চমৎকৃত হলাম

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ...

৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

কবিরাজমশাই বলেছেন: অনেক অজানা আজ জানা হলো।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০২

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ আপনাকেও..

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিব্বাস,কত কিছু জানিনা

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ..

৬| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

প্রবাসী ভাবুক বলেছেন: অনেক অজানা বিষয় জানতে পারলাম৷ ধন্যবাদ !

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.