| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুরহানউদ্দীন শামস
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

পুড়ছে আকাশ,পুড়ছে বাতাস
পুড়ছে শালের বন
ফুটিফাটা মাঠ,শুনশান ঘাট
শুন্য মানুষ জন ।
তপ্ত দুপুর ,শুকনো পুকুর
অসহায় বুঁনো হাঁস
বেদনার সুরে,গায়ছে দূরে
প্রান করে হাঁসফাঁস।
জ্বলে পুড়ে যায়,আগুনে হাওয়ায়
মাঠের সবুজ ধান
দগ্ধ ধরনী,গায়ছে জননী
বৃষ্টি নামার গান ।
চাতক ডাকে ,অসহায় মুখে
চেয়ে যায় একটু জল
বৃষ্টি নামুক,ঝড় উঠুক
আসুক মেঘের দল।
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮
বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
আসলে শিরোনাম টা আমারও মনের মতো হয় নি ।
কি দেবো কিছুই বুঝতে পারছিলাম না ।
শেষে কিছু না পেয়ে এটাই দিয়ে দিলাম ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।
২|
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২
আমি মিন্টু বলেছেন: ভালো হয়েছে ![]()
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই ।
শুভকামনা রইল আপনার জন্য ।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২
কালনী নদী বলেছেন: জ্বলে পুড়ে যায়,আগুনে হাওয়ায়
মাঠের সবুজ ধান
দগ্ধ ধরনী,গায়ছে জননী
বৃষ্টি নামার গান । প্লাস কবিতা++
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইল।
৪|
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল হয়েছে বৃষ্টির আহবানের কবিতা।
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ।
শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
আমিই মিসির আলী বলেছেন:
কবিতা ভালো লাগলো।
তবে শিরোনাম ভালো লাগে নাই