নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটাল গরুর রচনা

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫


বদলে গিয়েছে গরুর রচনা। আগের মতো লিখলে আর পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না। তাই পড়ুন গরু নিয়ে নতুন রচনা।
গরু একটি মুখ্যমন্ত্রীপালিত প্রাণী। গরুর চারটি পা, দু’টি শিং, একটি ল্যাজ এবং একটি অদৃশ্য লম্বা হাত আছে। সেই হাতটি লখনউয়ের কালিদাস মার্গ থেকে দিল্লির অশোক রোড পর্যন্ত প্রসারিত। গরু সাদা, কালো, বাদামি এবং গেরুয়া রংয়ের হয়।

গরু আমাদের দুধ দেয়। গরুর দুধ খুবই পুষ্টিদায়ক। কিন্তু এক লিটার গরুর দুধে যতটা পুষ্টি থাকে, তার তুলনায় একটি গরু রক্ষা করলে অনেক বেশি পুণ্য অর্জন হয়। গরুর চামড়া দিয়ে জুতো তৈরি হয়। কিন্তু গরুর চামড়া দিয়ে জুতো তৈরি করলে জুতোপেটা করা হয়। মানুষ এবং গরুর জীবনের মূল্য এখন সমান। মানুষের মতো গরু মারলেও এখন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও ভিআইপি-দের মতো গরুদেরও এখন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকে। তাঁদের গোরক্ষক বলা হয়। আগে যাঁরা গরুর দেখাশোনা করতেন, তাঁদের রাখাল বালক বলা হতো। এখন ‘গোরক্ষক’ বা ‘গোসেবক’-রা রয়েছেন।

গরু খুবই নিরীহ প্রাণী। সে ঘাস খায়। কিন্তু গরুকে খাওয়ার আগে এখন বাঘ-সিংহকেও দু’বার ভাবতে হয়। গরু অত্যন্ত শান্ত স্বভাবের প্রাণী। কিন্তু সেই গরুকে নিয়েই দেশের সংসদও এখন অশান্ত হয়ে উঠছে।

গরু শ্রীকৃষ্ণের সহচর। কিন্তু এতদিন কেউ তাকে সেভাবে পাত্তা দিত না। ইদানিং মানুষ তাকে বেশ সমীহ করে। কারণ গরুর গায়ে সামান্য হাত পড়লেও তার ফল প্রাণঘাতী হতে পারে। টিভি চ্যানেল, খবরের কাগজের হেডলাইনে এখন রোজ গরু জায়গা করে নিচ্ছে। এখন তাই ‘গরু’ বলে গালাগাল দিলেও কেউ রেগে যায় না।

গরুর কিন্তু এতটুকু অহংকার নেই। কারণ ইদানিং গুরুত্ব বেড়ে যাওয়া সত্ত্বেও গরুর চাউনি কিন্তু আগের মতোই নিরীহ রয়েছে। তাকে নিয়ে এই মাতামাতিতে সে খুশি হয়েছে না দুঃখ পেয়েছে, গরুর চোখের দিকে তাকিয়ে তা বোঝারও উপায় নেই।

গরুর মাংসের অভাবে দেশের বেশ কিছু চিড়িয়াখানায় খাদ্যসংকট দেখা গিয়েছে। মাংস সংকটেও ভুগছে কোনও কোনও অঞ্চল। গোরক্ষকদের তৎপরতায় যেভাবে দেশে গরুর সংখ্যা বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে ঘাস এবং বিচালির সংকটও দেখা দিতে পারে।

ঘাসের অভাবে অন্যান্য তৃণভোজীদের অস্তিত্বসংকটও দেখা দিতে পারে। কিন্তু তারা সেকথা আপাতত বুঝছে না।

বিঃ দ্রঃ- এই রচনা মূলত দুঃস্বপ্নপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। থাকলেও কারোর কোনওরকম ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে রচিত নয়।
সংগ্রহ From -এবেলা.in

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ভারত হিন্দু ধর্মীয়দের দেশ; যেখানে ধর্মীয়রা ক্ষমতায়; তাই এসব ঘটছে; ধর্মীয়রা ক্ষমতায় গেলে কাজের চেয়ে অকাজই বেশী হয়ে থাকে।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: সহমত ।
পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
ভারত হিন্দু ধর্মীয়দের দেশ , কথাটা সত্য নয় ।
সাংবিধানিক দিক দিয়ে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তবে বর্তমান পেক্ষাপটে ভারত হিন্দু ধর্মীয়দের দেশ কথাটা সত্যি হয়ে উঠছে ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

Al Rajbari বলেছেন: No comment...

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

আবু মুছা আল আজাদ বলেছেন: নতুন বিষয় জানলাম

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: বুরহানউদ্দীন শামস ,



চমৎকার স্যাটায়ার ।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

কানিজ রিনা বলেছেন: পাঁচ বছর অপেক্ষা করুন ভারতে মানুষের
থেকে গরুর সংখ্যা বাড়বে। তখন বিমানে
করে গরু পাকিস্তানে এমনি এমনি পাঠান
লাগবে। তানা হলে গঙ্গায় উৎসর্গ হবে।
তাও যদি সমস্যা না যায় তয় হিন্দু মুসলমান
মিলে বাথ রুমে বা বনে জঙ্গলে গোপনে
কেটে খাওয়ার অনুমতি থাকবে, কারন
গরু হাজার হলেও এক প্রকার দেবতা।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

সৌমিক আহমেদ খান বলেছেন: আপনি ভারতিদের জন্য লিখেছেন এটা নাকি বাঙালিদের জন্য?
হাসি আসলো না।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১০

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্টটি হয়তো রম্যটিক ,
তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় ।
কেমন আছে ভারতের মুসলিমরা , এটা পড়লে কিছুটা আন্দাজ করতে পারবেন ।
পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

ধ্রুবক আলো বলেছেন: রম্যটিক!!

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১০

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্টটি হয়তো রম্যটিক ,
তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় ।
কেমন আছে ভারতের মুসলিমরা , এটা পড়লে কিছুটা আন্দাজ করতে পারবেন ।
পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৫

বুরহানউদ্দীন শামস বলেছেন:
কানিজ রিনা বলেছেন: পাঁচ বছর অপেক্ষা করুন ভারতে মানুষের
থেকে গরুর সংখ্যা বাড়বে। তখন বিমানে
করে গরু পাকিস্তানে এমনি এমনি পাঠান
লাগবে। তানা হলে গঙ্গায় উৎসর্গ হবে।
তাও যদি সমস্যা না যায় তয় হিন্দু মুসলমান
মিলে বাথ রুমে বা বনে জঙ্গলে গোপনে
কেটে খাওয়ার অনুমতি থাকবে, কারন
গরু হাজার হলেও এক প্রকার দেবতা।.....
কেটে খাওয়ার লোক অবশিষ্ট থাকলে তবেই.....!

৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৯

রিফাত হোসেন বলেছেন: হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে চাইলেও বললাম না।
just respect করলাম ব্লগার আর ভিন্ন ধর্মের সবার খাতিরে।

তাদের অবস্থা খুবই খারাপ, অন্তত এই ব্যাপারে। গরু যদিই পূজনীয় হয়ে থাকে তাহলে রাস্তায় না রেখে পালন করলেই হল, সব করলে যেহেতু পূণ্য হবে! এতে রাস্তা ঘাট নিরাপদ থাকবে সবাই ও তাদের গোমাতারাও।

কিন্তু যাই বলি না কেন উপরের কথাগুলি তারা মাথায় নিবে না।

আর মাংস সংকট ব্যাপারটা নিয়ে পোষ্টে আলোচনাই করেছেন। আমি শুধু তাদের পক্ষে থেকে সমাধান খোজাঁর চেষ্টা করলাম।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ পোষ্টে আপনার মুল্যবান মন্তব্য প্রদানের জন্য ।
শুভকামনা ।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

ইফতি সৌরভ বলেছেন: ভারতে যখন গরু জবাই করা ও অবৈধ কসাইখানা বন্ধ করার জন্য দেশটির রাজ্য সরকার ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে, ঠিক তখন দেশের শীর্ষ ১০ গোশত রফতানিকারক সংস্থার মালিকই হিন্দু বলে খবর প্রকাশিত - check Google.
গরু শ্রীকৃষ্ণের সহচর। কিন্তু এতদিন কেউ তাকে সেভাবে পাত্তা দিত না। ইদানিং মানুষ তাকে বেশ সমীহ করে। কারণ গরুর গায়ে সামান্য হাত পড়লেও তার ফল প্রাণঘাতী হতে পারে। - বি দ্র : মুসলিম হলে অবশ্যই মৃত্যুদণ্ড কিন্তু হিন্দু হলে সব 'লীলাখেলা'! একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা লেখা চলছে

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০

বুরহানউদ্দীন শামস বলেছেন: শীর্ষ ১০ গোশত রফতানিকারক সংস্থার মালিকই হিন্দু...
একদম ঠিক ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

ইফতি সৌরভ বলেছেন: ভারতে যখন গরু জবাই করা ও অবৈধ কসাইখানা বন্ধ করার জন্য দেশটির রাজ্য সরকার ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে, ঠিক তখন দেশের শীর্ষ ১০ গোশত রফতানিকারক সংস্থার মালিকই হিন্দু বলে খবর প্রকাশিত - check Google.
গরু শ্রীকৃষ্ণের সহচর। কিন্তু এতদিন কেউ তাকে সেভাবে পাত্তা দিত না। ইদানিং মানুষ তাকে বেশ সমীহ করে। কারণ গরুর গায়ে সামান্য হাত পড়লেও তার ফল প্রাণঘাতী হতে পারে। - বি দ্র : মুসলিম হলে অবশ্যই মৃত্যুদণ্ড কিন্তু হিন্দু হলে সব 'লীলাখেলা'! একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা লেখা চলছে

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: বি দ্র : মুসলিম হলে অবশ্যই মৃত্যুদণ্ড কিন্তু হিন্দু হলে সব 'লীলাখেলা'! একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা লেখা চলছে....
ভাবনার খোরাক জোগায়।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

ইফতি সৌরভ বলেছেন: ভারতে যখন গরু জবাই করা ও অবৈধ কসাইখানা বন্ধ করার জন্য দেশটির রাজ্য সরকার ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে, ঠিক তখন দেশের শীর্ষ ১০ গোশত রফতানিকারক সংস্থার মালিকই হিন্দু বলে খবর প্রকাশিত - check Google.
গরু শ্রীকৃষ্ণের সহচর। কিন্তু এতদিন কেউ তাকে সেভাবে পাত্তা দিত না। ইদানিং মানুষ তাকে বেশ সমীহ করে। কারণ গরুর গায়ে সামান্য হাত পড়লেও তার ফল প্রাণঘাতী হতে পারে। - বি দ্র : মুসলিম হলে অবশ্যই মৃত্যুদণ্ড কিন্তু হিন্দু হলে সব 'লীলাখেলা'! একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা লেখা চলছে

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল্

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল আলোচনায়।

এক নং মন্তব্যের প্রতি উত্তরে শ্রদ্ধা ভালোবাসা
লেখকের জন্য শুভকামনা

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: মজা পাইলাম রচনাটা পড়ে। ধন্যবাদ আপনাকে সেই সাতে এবেলা ডটইন কে।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: Search on Google...
Ebela.in

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আহারে কি সুন্দর গরু রচনারে ! মন ছুয়ে গেলে । B-)

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভাল লাগল জেনে খুশি হলাম :)
ধন্যবাদ ।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর গরুর রচনা।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইল।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

মানবী বলেছেন: চমৎকার রম্য!

"দেশের শীর্ষ ১০ গোশত রফতানিকারক সংস্থার মালিকই হিন্দু বলে খবর প্রকাশিত - check Google"
- যেটুকু জেনেছি, গরুর গোশত রপ্তানিতে ভারতের বৃহত্তম কোম্পানীটির মালিক তথাকথিত গোরক্ষা কমিটির প্রধান। নিজের অন্ন উপার্জনের কারনেই হয়তো সে এমনিভাবে বীফইটারদের উপর হামলে পরে।।

মজার লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ বুরহানউদ্দীন শামস।

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.