নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ : হারামখোর

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪১


মুভি : হারামখোর
ল্যাংগুয়েজ : হিন্দি
কাষ্ট: Nawaj Uddin Siddiqui, Shweta Tripathi, Mohammad Samad, Irfan Khan..
টাইপ: ড্রামা , রোমান্স
Imbd Rating : 6.4 /10
Personal Rating : 8/10
লেখক : Shlok Sharma
ডিরেক্টর : Sholok Sharma

শিক্ষক- ছাত্রীর সম্পর্ক আজকালকার দিনে কমন ব্যাপার । অসম বয়সী প্রেম । এসব ক্ষেত্রে প্রেম - ভালোবাসার থেকে যৌনতা টা বেশি প্রাধান্য পায়। ছাত্রীদের তরফে হয়তো ভালোবাসার ছিটেফোঁটা কিছুটা লক্ষ করা যায় কিন্তু বয়স্ক মাস্টার দের ক্ষেত্রে সেটা যৌন ফ্যান্টাসীতে পরিণত হয় ।
স্কুলে পড়াকালীন একটা সময়ে , স্কুলে একটা মেয়ে এক হ্যান্ডসাম কেমিস্ট্রি টিচার কে প্রপোজ করে বসে । স্যার মেয়েটির হাত ধরে টানতে টানতে প্রধান শিক্ষকের কাছে বিচার দেন। সবার মানসিকতা সমান হয় না ।
হারামখোর মুভিটিতে শ্যাম ( নওয়াজ) স্কুলের অঙ্কের শিক্ষক।
সন্ধ্যায় বাড়িতে টিউশন পড়ায় । শ্যামের ছাত্রী সান্ধিয়া ( স্বেতা ) , কামাল ( ইরফান) , মিন্টু (সামাদ) এছাড়াও আরো অনেকে ।
বিবাহিত শ্যাম সান্ধিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ।
যেটা শারীরিক সম্পর্ক তে রূপান্তরিত হয়।
এদিকে সান্ধিয়ার সহপাঠী কামালও সান্ধিয়া কে ভালোবাসে ।
কামালের বন্ধু মিন্টু সন্ধিয়াকে পাওয়ার বাচ্চা সুলভ টিপস দিতে থাকে ।
কি হবে শেষ পর্যন্ত .???
কামাল কি পারবে সান্ধিয়ার মনে প্রেম জাগাতে ..??

দেখে ফেলুন অসাধারণ অসম বয়সী ত্রিকোণ প্রেমের কাহিনী...
নওয়াজ উদ্দিন সিদ্দিকী মানেই অসাধারণ অভিনয় ।
স্বেতা ত্রিপাঠী , নিজের বয়স 30 বছর অথচ 15 বছরের স্কুল ছাত্রীর চরিত্রে অসাধারণ অভিনয় নজর কাড়বে ।
মিন্টু চরিত্রে থাকা সামাদের অভিনয় সব থেকে বেস্ট লেগেছে । জাস্ট অসাধারণ ।
আর দেরি কেন..
দেখা না থাকলে দেখে ফেলুন অসাধারণ মুভিটি...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


হিন্দী ছবিই দেখেন?

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:০০

বুরহানউদ্দীন শামস বলেছেন: বেশির ভাগ হিন্দি ছবি দেখা হয় না । কিন্তু নওয়াজ এর সিনেমা গুলো দেখি ।

২| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


ভালো, দেখতে থাকেন।

১০ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: হিন্দি মুভি দেখলে কি কোনো প্রবলেম ভাইয়া..???

৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ইউটিউবে কি পাবো??

১০ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: হ্যাঁ ..
ইউটিউব এ পেয়ে যাবেন ।
ধন্যবাদ ।

৪| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩২

যাযাবর চখা বলেছেন: এইটা দেখছি। সুন্দর মুভি।

১০ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.