নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

পঙ্গপাল আসছে...

৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৩০


করোনা পরিস্থিতিতে এমনিতেই দেশের মানুষ নাজেহাল। এই পরিস্থিতির প্রায় আড়াই মাসের লক ডাউন । ঘর থেকে ঠিক থাক বের হতে পারছে না মানুষ ।
তার মধ্যে তাণ্ডব চালিয়ে গেলো আম্পান।
আবার শুনছি পঙ্গপাল ধেয়ে আসছে বাংলার দিকে ।
প্রতিদিন দুশো কিলোমিটার পথ অতিক্রম করছে তারা । দিনে খেয়ে ফেলছে 35 হাজার মানুষের খাবার । সবুজ গাছপালা দেখলেই আক্রমন শানাচ্ছে তারা ।
সব মিলিয়ে বিপদের উপর বিপদ ...
এর মধ্যে একেবারে উদ্ভট এক বিপদের মুখে সম্মুখীন আমি ।
মাথায় চুল নিয়ে । দূর থেকে দেখলে মনে হয় একটা কালো রঙের ঝোপ হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও । মানুষের সামনে গেলে ঠিক ঠাক চিনতেও পারছে না আজকাল ।
সদ্য মুম্বাই থেকে ফেরা মাতৃভাষা ভুলে যাওয়া এক বন্ধু আমাকে দেখে বলে উঠলো , " কিরে বাল কা দুকান লে কার কাহা যা রাহা হ্যায় ?"
সত্যিই এই বালের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি । রাতে - দিনে সমানে চুলকাচ্ছে।
বড়ো ঝোপ চুল নিয়ে সব থেকে বড় সমস্যা মা যখন তখন চুল ধরে ঝাকিয়ে দিচ্ছে ।
কাল থেকে আংশিক ভাবে লক ডাউন উঠে যেতে পারে । খুলে যেতে পারে সমস্ত অফিস আদালত। অফিসিয়ালি খুলে যেতে পারে বিউটিপার্লার ও সেলুন গুলো ।
অবশ্য গ্রামাঞ্চলের সবকিছুই চুপি চুপি খুলে খুলে যাচ্ছে বেশ কয়েক দিন ধরে ।
আজ সকালে বাজার থেকে ফেরার পথে দেখলাম বাচ্চুদা দোকান খুলেছে । প্রায় অনেক দিন ধরেই এখানেই চুল কাটায় আমি ।
মোড়ের মধ্যে সবচেয়ে বড়ো দোকান এটা । ফেসিয়াল থেকে শুরু করে চুলের কালার পর্যন্ত যত্নসহকারে করে দেয়।
চুল কাটাতো অনেক আগে থেকেই কিন্তু চুলের রঙ সহ বাকি ফ্যাসালিটি চালু করেছে বেশ কিছুদিন আগে থেকে।
সকালের টাইমে ভিড় একটু বেশি থাকে । বেলা বাড়ার সাথে সাথে কাস্টমারের সংখ্যা কমতে শুরু করে । বেলা একটা দেড়টার দিকে একজন দুজন থাকে।
আগে থেকেই অনুমান ছিল এমন টা । কিন্তু আজ গিয়ে দেখছি পুরো উল্টো চিত্র ।
দোকানের সামনে বেঞ্চে সার বেঁধে বসে মাথায় সবুজ রঙ করা কিছু অদ্ভুত প্রাণী ।
এরা টিকটকার । টিকটক নামক চাইনিজ অ্যাপে কখনো মেয়ে সেজে কখনো খোড়া ল্যাং সেজে মানুষ কে বিনোদিত করে থাকে ।
কিন্তু আজ এখানে কেনো .??
ভাবনার বিষয় । বাজারে কোনো নতুন ট্রেন্ড এলো নাকি .! যে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চুলের ছাট , কালার পরিবর্তন করতে হবে সবাই মিলে একসাথে .!!
বাচ্চু দা কে জিজ্ঞাসা করলাম," কতজন পরে .??"
বাচ্চু দা বললো , " বসো দিচ্ছি একটু পরে ।"
সবুজ মাথা প্রাণী গুলো ইশারায় দেখিয়ে জিজ্ঞাসা করলাম ," এরা কেনো এখানে ?"
চেয়ারে বসা একজনের চুলে কাচি চালাতে চালাতে উত্তর দিল, " এরা সব চুলের কালার চেঞ্জ করে কালো করবে ।"
" তাই বলে সবাই একসাথে ? " অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি ।
"হুম " বলেই কাজে মন দিল বাচ্চু দা ।
ওদের মধ্যে অল্পবয়সী একজন কে জিজ্ঞাসা করলাম , " একসাথে সবুজ চুল কালো করতে হবে কোন কারণে .?"
এদিক ওদিক তাকিয়ে উত্তর দিল , " পঙ্গপাল আসছে । যেখানেই সবুজ দেখবে সেখানেই আক্রমন করবে তারা ।"

উত্তরটা শুনে নির্বাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ ...।
ভাবছি বাড়ির দেওয়ালের সবুজ রঙ টা চেঞ্জ করে নেবো...

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



লেখার পর, পড়ে আপনার হাসি পেয়েছিলো, কিংবা হিউমারাস মনে হয়েছে?

৩১ শে মে, ২০২০ রাত ১১:৫৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: শুধরে নিয়েছি...
ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময় ।

২| ৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৪১

কল্পদ্রুম বলেছেন: কৃষিবিজ্ঞানীরা বলেছেন পঙ্গপাল দেশে আসবে না।এখন তাদের বক্তব্য পরিবর্তন হয়েছে কি না জানি না।তবে রিস্ক নিয়ে লাভ কি!

৩১ শে মে, ২০২০ রাত ১০:৫৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: পতঙ্গবিদ রা বলছেন , " পঙ্গপাল হাওয়ার গতিপথ অনুসারে এগুচ্ছে । "
কোনদিকে যাবে বলা মুশকিল ।
ধন্যবাদ আপনাকে ।

৩| ৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৪৮

শের শায়রী বলেছেন: এই গুলোর চুল আরো সবুজ করে দেয়া উচিত। পঙ্গপাল এইগুলোরে খেয়ে ফেললে বাচি, উদ্ভট কিছু প্রানী।

৩১ শে মে, ২০২০ রাত ১১:০০

বুরহানউদ্দীন শামস বলেছেন: টিকটক ই এগুলোর মাথা খাচ্ছে ..
দেখলেই কেমন অদ্ভুত অদ্ভুত মত লাগে ....।
ধন্যবাদ আপনাকে ।

৪| ৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৫৭

নতুন বলেছেন: যদিও পঙ্গপাল আসার সম্ভবনা নাই, ওরা পাকিস্তানের দিকে যাবে।

কিন্তু এমন উদ্ভট প্রানীর মাথার সবুজ চুল খেতে আসলে খারাপ না।

৩১ শে মে, ২০২০ রাত ১১:০১

বুরহানউদ্দীন শামস বলেছেন: পাকিস্তানের দিক থেকেই আসছে ওরা ।
ভারতের এক নাম্বার ন্যাশনালিস্ট টিভি চ্যানেল ওদের আতঙ্কবাদি হিসাবে চিহ্নিত করেছে ...
এবং এর পিছনে পাকিস্তানের হাত আছে বলে মনে করছে।

ধন্যবাদ আপনাকে ।

৫| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: বুরহানউদ্দীন শামস ,




পঙ্গপাল আর আপনার ঝোপের মতো চুলের কথাটুকু পড়েই মন্তব্যে কি লিখবো সেটা ঠিক করছিলুম এমন করে - "চুলে সবুজ রং লাগান। সেলুন খোলা না থাকলেও পঙ্গপাল আসলেই একটা হিল্লে হয়ে যাবে চুলের।"
পরে দেখি আমার বলতে যাওয়া কথা নিয়েই আপনি একটা আস্ত গল্পই বানিয়ে ফেলেছেন।
দারুন হয়েছে.................

৩১ শে মে, ২০২০ রাত ১১:০২

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন সবসময়।

৬| ৩১ শে মে, ২০২০ রাত ৮:১৩

মীর আবুল আল হাসিব বলেছেন: শেষমেষ চুল কি কাটিয়েছিলেন??? না কাটালে খোপা করে রাখতে পারেন। =p~ =p~

শিগ্রি বাড়ির রং পরিবর্তন করুন। B-) B-)

৩১ শে মে, ২০২০ রাত ১১:০৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: হ্যাঁ কাটিয়েছি ..
বাড়ির রংটাও পঙ্গপালের আসার আগে চেঞ্জ করতে হবে দেখছি....:D

ধন্যবাদ আপনাকে ।

৭| ৩১ শে মে, ২০২০ রাত ৮:১৯

শহুরে আগন্তুক বলেছেন: করুক না, সমস্যা কোথায়?

শখের বশে মানুষ তো গোখরা সাপও পোষে । আর এই স্টাইল তো Billie Eilish সহ অনেকেই করেছেন । বিশেষত কোরিয়ান গায়করা ।

৩১ শে মে, ২০২০ রাত ১১:০৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: কোনো সমস্যা নেই ...
ওরা নিজেরাই সবুজ রং টা চেঞ্জ করতে চলেছে। এতে কার কি বলার থাকতে পারে বলুন ....

ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন সবসময় ।

৮| ৩১ শে মে, ২০২০ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: থাকতে দিন ওদের মত। চুলের রং করা ইদানীং অনেক দেশে ভালোই চলছে

৩১ শে মে, ২০২০ রাত ১১:০৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: সেটাই..
ধন্যবাদ আপনাকে ।
রইলো শুভকামনা ।

৯| ৩১ শে মে, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: চুল কাটার ব্যবস্থা করুন। পঙ্গপাল আমাদের দেশে এসে সুবিধা করতে পারবে না।

৩১ শে মে, ২০২০ রাত ১১:০৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: শুনলাম 20 টাকা কেজি দরে পঙ্গপাল বিক্রি করে দিচ্ছে চাষীরা ..
পোল্ট্রির খাদ্য উৎপাদনের জন্য ।
এভাবে চললে পঙ্গপাল আসার সম্ভবনা খুবই কম ।

ধন্যবাদ আপনাকে ।
রইলো শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.