নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

বিদগ্ধ কাব্য প্রলাপ ২

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫




কুরবানির ঈদ*
প্রাণ যায় পশুপাখির
মান বাড়ে মানবের
কুরবানি তো সৎকার নয়
শক্তি বাড়ে দানবের


রাষ্ট্রীয় যান
রেল বাস বিমান পথে
যখনই আপনি চলবেন
সময় সেবা টাইমলিনেস
জীবনের তরে ভুলবেন


নগরপিতা
সমস্যা যদি চিহ্নিত হয়
সমাধান চাই সমাধান
অনভিক্ত ডাক্তারের হাতে
দিতে চাই না এই প্রাণ


ক্লিন ঢাকা
ক্লিন ঢাকা গ্রিন ঢাকা
ঢেকে আছে বর্জ্যে
নাগরিক মন পরিচ্ছন্ন নয়
ভেতরে যত গর্জে।






-----------------------
*কুরবানিকে যারা স্ট্যাটাস উত্তরণের মাধ্যম হিসেবে ব্যবহার করছে তাদেরকে উদ্দেশ্য করে লেখা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কুরবানি নিয়ে আপনার
মূল্যায়ন যথার্থ নয়।
কারো ধর্মীয় বিশ্বাস নিয়ে
রঙ্গ-তামাশা করা মূর্খতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

বিদগ্ধ বলেছেন:
আমার মূর্খতা ধরতে পারার জন্য আপনাকে ধন্যবাদ :)
তবে 'রঙ্গ-তামাশা' বলে একটু বেশি এগিয়েছেন :)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

বিদগ্ধ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিদগ্ধ ভাই মনে হয় মাইন্ড খাইছেন!!
ব্যাপার না, খুব ভালো হইছে অন্যগুলো।
এবার রাগ পরিহার করুন।
রাগ সু-স্বাস্থ্যের অন্তরায়!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

বিদগ্ধ বলেছেন: আবারও অনাকাঙ্ক্ষিত উপদেশ দিচ্ছেন। শুনুন যেখানে-সেখানে ধর্মীয় বিতর্ক সৃষ্টি করার মধ্যে কোন ধার্মিকতা নেই। এতে কিছু সস্তা জনপ্রিয়তা লাভ করা যায়, বিনিময়ে সৃষ্টি হয় বিপদজনক বিভক্তি।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

বিদগ্ধ বলেছেন:
জনাব প্রামানিক! লেখাটি পড়ে মন্তব্য দেবার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.