![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
ফেইসবুক আর টাঙ্গোরে টাঙ্গাইয়া কী লাভ হয়েছে, সেটা তারানা আন্টি বুঝবেন। কিন্তু ম্যাঙ্গো জনতা কিছুই বুঝতে পারছে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমরে ব্যবহার কইরা ধ্বংসাত্মক কিছু করতে পারে, তারা ঠিকই লগইন করছে। ফেইসবুক কি সত্যিই বন্ধ?? বিপিএন/টর ইত্যাদি দিয়ে তরতরিয়ে তারা ফেইসবুকাইতেছে! আম জনতারে এভাবে টাঙ্গাইলা রাখার কী দরকার ছিল... মাথায় আসে না।
ফেইসবুক তো নাই---- ইন্টারনেটও নাই। থাকলেও কিন্তু গতি নাই
এদিকে ব্যবসা বাণিজ্য প্রেম------- তথা চ্যাটিং, পোকানো, অনলাইন ইভটিজিং, এডাম টিজিং, একটা লাইকে ১০০০ নেকি, গুজবের গণ প্রচারণা----সবই বন্ধ। ফেইসবুক দিয়া যে ছোয়াব কামাই করতাম, সেইটাও গেলো
সবচেয়ে বড় কথা হইলো নিজের কোন স্ট্যাটাসই আর রইল না
স্ট্যাটাসই যদি না থাকে, ইস্মার্টপুন নিয়া কী লাভ হইল?
আপনারা কারে ঝুলাইবেন, কারে আজীবন ধরে রাখবেন, আর কারে বগলে লইয়া রাজনীতি চালাইয়া যাইবেন, সেইটা তো একান্ত আপনাদের ব্যাপার। জনগণ তো এর কোন পক্ষেই নাই। এমনকি বছর পাঁচেক পরপর যে একখান ছীল মারতে হয়, সেইটা তো আর লাগে না।
ফাঁসি দেন কারে আর ঝুলাইয়া রাখেন কারে--- এইটা একটু ভাইব্বা দেখলে হই না?
যাগোরে ফাঁসি দিছেন তারা তো মুক্ত--- এদিকে পাবলিকরে ঝুলাইয়া রাখার কুনু মানে হয়?
কুনু সমালুচনা নাই আমাদের। সরকারি দল, বিরোধী দল, ভারপ্রাপ্ত বিরোধী দল, বর্তমান ও সাবেক, রানি, যুবরাজ, ভাবি পেরধানমন্ত্রী, নির্বাচিত অনির্বাচিত সংরক্ষিত--- আপনারা সবাই খুব ভালু!! আফনেগো ডিজিটাল বাংলাদেশের দোহাই----ফেইসবুক আর ইন্টারনেটরে ছাইড়া দেন। আমাগোরে আর টাঙ্গাইয়া রাখবেন না। গলায় লাগে!
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
বিদগ্ধ বলেছেন:
মানা করছে কেডা!
যা খুশি তা-ই কন। ফেইসবুকরে খুইল্লা দেওনের ব্যবস্থা আগে করেন। মাকালফল কুনহানকার!!!
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
গেম চেঞ্জার বলেছেন: ফেবুতে মাশাল্লা সোয়াব আর লাইকের ইনকাম একটু অফ আছে......।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
বিদগ্ধ বলেছেন: ফেবু দিয়া বাঙালি তাদের ৯০ ভাগ ছোয়াব কামাই করে। সরকার জনগণের ছোয়াবাধিকার লঙ্ঘন করছে। ইটা মানা যায় না
৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
প্রামানিক বলেছেন: ফাঁসি হলো কার ঝুলে গেল কে?
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
বিদগ্ধ বলেছেন:
ঝুলে গেলো ফেবু
৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
রক্তিম দিগন্ত বলেছেন: হরে ভাই। কোন স্ট্যাটাসই আর নাই আমগো এখন।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
বিদগ্ধ বলেছেন:
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: তারানা খালাম্মা জনগনের দুঃখ বুঝেনা।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
বিদগ্ধ বলেছেন: কথাটা ধরতে পেরেছেন তাহলে! আপনাকে দেখে খুশি হলাম। ফেবুরে খুব মিছাই
৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: হুম আমিও মিস করি। আমার ফেসবুক তো খোলা কিন্তু বাংলাদেশের ফেসবুক বন্ধ থাকাতে সবাই তো আর চোরাই পথে ফেসবুকে আসেনা, তাই দুই একজন থাকে, খালি খালি লাগে।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
বিদগ্ধ বলেছেন: বন্ধুরা সকলে না থাকলে তো মজা হয় না। আমি হলাম এক হাতুড়ে কবি! কাজের ফাঁকে লেখি আর ফেবুতে সময় দেই। ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষয়টা অনেকটা এরকম । ডিজিটাল বাংলাদেশ কায়েম হবে , সবার হাতে হাতে মোবাইল পৌঁছে দেয়া হবে । মাগার মোবাইলে সিম কার্ড ঢুকালেই হ্যাং ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
বিদগ্ধ বলেছেন: মুহাহাহাহাহা!!!! ভাইডি, খাসা বোলেছেন
৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
আরজু পনি বলেছেন:
আমি নীরব...কী থেকে কী বলবো তাতেই যদি আটক করে !!
তাই ভয়ে আপনার পোস্টটাত লাইকও দিতে সাহস পাইতেছি না...
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
বিদগ্ধ বলেছেন: কোন ভয় নেই, বোনটি!!! নিঃসঙ্কোচে ব্লগিয়ে যান
৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: তাগোর ফাসির প্রতিবাদে ফেসবুক হরতাল ডাকলো ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
বিদগ্ধ বলেছেন: আরেব্বাহ! এই ব্যাপারটি আপনি কীভাবে খেয়াল করলেন!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
অগ্নিবীণা! বলেছেন: আপনাকে জামায়াত শিবিরের এজেন্ডা বললে মাইন্ড করবেন?
