![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
আমরা শুনেছিলাম প্রজন্মের পরিবর্তনে পাকিস্তানও আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। তাদের মধ্যে কিছু বিবেকবান মানুষ ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে শুরু করেছে। বিভিন্ন সময়ে তাদের বিবেকের কান্না আমরা শুনেছি।
সহজ সরল বাঙালি আবারও তাদেরকে ভাই অথবা বোন হিসেবে মেনে নিতে শুরু করেছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের কান্না আমরাও কাঁদতে শুরু করলাম।
তাদের ক্রিকেটকে সব ভুলে গিয়ে আমরাও প্রশংসা করতে শুরু করলাম। তাদেরকে নিজ খরচে নিমন্ত্রণ করে করে এনে আমরাও ক্রিকেট খেলতে শুরু করলাম।
বোমার আঘাতে আর জঙ্গি হামলায় প্রতিদিন তাদের মা ও শিশুরা মারা যাচ্ছে।
মেয়েরা বিদ্যালয়ে পড়তে পারে না। স্বাভাবিক জীবন-যাপন করতে পারে না। প্রস্তর যুগ থেকে বের হয়ে আসতে পারছে না।
এটি হয়তো তাদের পাপের ফল। বাঙালিকে তেইশ বছর শোষণের ফল। নয় মাসব্যাপী বাঙালি মাকে দুঃখ দেবার অভিশাপ। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে, তাদের দুঃখে দুঃখ পেতে শুরু করলাম।
আমরা বললাম, ক্রিকেটের সাথে রাজনীতি মেশাইয়ো না। আমরা প্রতিষ্ঠিত করলাম, সকলের সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।
কিন্তু তারা আজ বলছে, বাংলাদেশে তারা কোন অপরাধ করে নি। তারা যোদ্ধাপরাধ করে নি। বাংলাদেশে যোদ্ধাপরাধের বিচার ভিত্তিহীন।
ফাক-ইস্তানকে এক দলা থুথু ফেলে বলি, 'সেই বেয়াহাপনা' আবার দেখিয়ে তোমরা তো আমাদেরকে বিস্মিত করে দিলে! চুয়াল্লিশ বছর পর, নতুন প্রজন্মের মধ্যে একটু আলো-আঁধারি ভাব চলে এসেছিল। হঠাৎ আবার অসুর হয়ে গেলে কীভাবে! আয়নার সামনে একবার দাঁড়াও। নিজেকে দেখো! অস্বীকার করলেই নিজের বিভৎস অতীত থেকে রক্ষা পেতে পারো না।
চুয়াত্তরের চুক্তিতে পাকিস্তান সরকারও এক প্রকার দুঃখ প্রকাশই করেছে। আবারও এই ইউ-টার্ন দিয়ে তারা কী বুঝাতে চাইলো?
এরা প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করে; ওরা পূর্বেস্বীকৃত তথ্যকে অস্বীকার করে; ওরা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে। ওরা কারা? ওরা ফাক-ইস্তান।
স্বাধীন বাংলাদেশ তার নাগরিকদের অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাতে কোন দেশ সীমা লঙ্ঘন করে মন্তব্য দেয় নি। কিন্তু একটি দেশ সেটি করার ধৃষ্টতা দেখিয়েছে। তারা কারা? তারা ফাক-ইস্তান!
তারা বুঝাতে চাইলো যে, তারা আসলেই বেজন্মা। পৃথিবীর একমাত্র জীবিত অসভ্য জাতি। তারা আসলেই ফাক-ইস্তান!
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
বিদগ্ধ বলেছেন: সহঘৃণা!!!!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
যোগী বলেছেন:
পাকিস্থানের দিকে থুতু ছোড়ার আগে তাদের আজীবনের দোসর জামাতিদের এই দেশ থেকে উৎখাত করতে হবে। আর সেটাই হবে তাদের প্রতি উচিৎ জবাব।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
বিদগ্ধ বলেছেন: এই কথা বলিয়া ফাক-ইস্তানীরা প্রমাণ করিলো যে, যোদ্ধাপরাধের বিচার কত ন্যায্য ছিল
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
এ আর ১৫ বলেছেন: তারাতো কুকুরের জাত এই মানচিত্রের ভিতর এই ধরনের অজাততো জন্মাবেই !!!
তারাতো কুকুরের জাত এই মানচিত্রের ভিতর এই ধরনের অজাততো জন্মাবেই !!!
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
বিদগ্ধ বলেছেন: লেজ দেখলে কিন্তু ছাগলের মতো লাগে। আহা... ছাগু বললে কত শান্তি পাই!!
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
আরণ্যক রাখাল বলেছেন: পাকিস্থানের দিকে থুতু ছোড়ার আগে তাদের আজীবনের দোসর জামাতিদের এই দেশ থেকে উৎখাত করতে হবে। আর সেটাই হবে তাদের প্রতি উচিৎ জবাব.
একমত যোগী।
পেলাচ
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
বিদগ্ধ বলেছেন: তা আর বলতে!
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
শামছুল ইসলাম বলেছেন: প্রতিবাদ হোক সর্বস্তর থেকে।
ভাল থাকুন। সবসময়।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
বিদগ্ধ বলেছেন: প্রতিবাদের সময় শেষ। এখন করতে হবে প্রতিহত!!!
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: মৌলবাদীদের মূল ভয় শিক্ষা এবং সভ্যতাকে নিয়েই ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
বিদগ্ধ বলেছেন: আজন্মের ভয়! এজন্যেই তো পরাজয় জেনেও শেষ মুহূর্তে বুদ্ধিজীবী নিধন।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
এই আমি সেই আমি বলেছেন: একটি পোস্টে দেখলাম কয়েকদিন আগে একজনকে পাকিস্তান কতৃক বাংলাদেশের হাইকমিশনারকে তলব করায় উল্লসিত। লিখছে আরও আগে ডাকা উচিত ছিল। দেখুন[link||view this link]
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
বিদগ্ধ বলেছেন: শুভেচ্ছা!
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১
আব্দুল্যাহ বলেছেন: আমাদের ভূল হয়েছে তাদের সাথে সম্পর্ক রাখা।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
বিদগ্ধ বলেছেন: এরা কারও বিশ্বাস রাখতে পারে না।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
রক্তিম দিগন্ত বলেছেন:
বোমার আঘাতে আর জঙ্গি হামলায় প্রতিদিন তাদের মা ও শিশুরা মারা যাচ্ছে।
মেয়েরা বিদ্যালয়ে পড়তে পারে না। স্বাভাবিক জীবন-যাপন করতে পারে না। প্রস্তর যুগ থেকে বের হয়ে আসতে পারছে না।
এটি হয়তো তাদের পাপের ফল। বাঙালিকে তেইশ বছর শোষণের ফল। নয় মাসব্যাপী বাঙালি মাকে দুঃখ দেবার অভিশাপ। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে, তাদের দুঃখে দুঃখ পেতে শুরু করলাম।
--- চমৎকার সত্য এক কথা বলেছেন। পাপ বাপকেও ছাড়েনা - এই কথাটা শুধু বলার জন্যই - এইটার সবচেয়ে বড় উদাহরণ তো এটাই।
চুয়াত্তরের চুক্তিতে পাকিস্তান সরকারও এক প্রকার দুঃখ প্রকাশই করেছে। আবারও এই ইউ-টার্ন দিয়ে তারা কী বুঝাতে চাইলো?
--- বুঝিয়ে দিল যে, তারা পাকিস্তানি। তাদের কোন কিছুতেই কোন ঠিক নেই। সবই এলোমেলো।
পোষ্টটা ভাল ছিল। +
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত!
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: পড়লাম, সত্য কথা গুলো তুলে ধরেছেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ।
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩২
আসিফামি বলেছেন: কেউ যদি অন্যায় করে , শাস্তি অবশ্যই পাবে , ক্ষমা যত দেরিতে চাইবে, শাস্তি ততদিন চলবেই । লক্ষ মানষের , সাধারণ মানুষের জীবন কে যে বা যারা নরক করে তুলেছিলো , ইসলামের নীতি না মেনে , ইসলামের নামে ঘৃণ্য অপরাধ করেছিলো, তারা তো শাস্তি পাবেই / আল্লাহ রাবুল আল আমিন এর দুনিয়াতে ই তাদের বিচার হবে/ তাদের দেশের অবস্থা কি? তাদের দেশের অধিকাংশ শিক্ষিত লোক ই তো দেশে থাকতে চায় না, দুবাই , মধ্যপ্রাচ্য এগুলাতে তো বিশাল অংশের লোক তাদের , নিজের দেশের বিকল্প ভেনু তাদের হইলো দুবাই , বাংলাদেশ বা অন্য দেশে তো করলো না। এবার ভারতের চাপে শ্রীলংকাকে ভেনু বানাইসে। যেই আমল তারা করসে ,তার ফলাফল তো দুনিয়াতেই আসছে , সেইটা তো তাদেরকে ভোগ করতেই হবে। এদের কোনো দিন ও ইচ্ছা নাই , সামনে আগানোর , যেমন দেশ, তেমন দেশের মানুষ আর তেমন তাদের সরকার!!!!!
হে আল্লাহ রাব্বুল আল আমীন তুমি এদের বিচার করো ; অন্ততঃ তাদের যারা এই দেশে চরম নারকীয় অবস্থার সৃষ্টি করেছিলো এবং তোমার অগণিত বান্দাকে , তোমার সৃষ্টিকে ধ্বংস করেছিলো নির্মম ভাবে .।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
বিদগ্ধ বলেছেন: ==এদের কোনো দিন ও ইচ্ছা নাই , সামনে আগানোর , যেমন দেশ, তেমন দেশের মানুষ আর তেমন তাদের সরকার!!!==
ধন্যবাদ।
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪
আসিফামি বলেছেন: আরো খারাপ লাগতেসে যে তারা এটা করলো ডিসেম্বর এ
আমি জানতে চাই , সরকার কি ভাবছে এটা নিয়ে?
আমরা তো এখন স্বাধীন জাতি
আমাদের সরকারের ্প্রতিক্রিয়া কি?
জাতিসংঘে কি আমরা এটা তুলতে পারি না??
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
বিদগ্ধ বলেছেন: এদেরকে নিয়ে জাতিসঙ্ঘে আলোচনা করে এদেরকে আবার সম্মানীত করার কোন মানে নেই
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
মাকড়সাঁ বলেছেন: সচেতনতা ছাড়া উপায় নাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
বিদগ্ধ বলেছেন: সচেতনতা ছাড়া উপায় নেই।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
আবু শাকিল বলেছেন: নিজের ঘর আগে সামলাই । আমাদের দেশের ভিতরে থাকা বেঈমানদের বের করে তারপর ফাক-ইস্তনাণ দিকে থুথু ট্রস্নাফার করি ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
বিদগ্ধ বলেছেন: ওদেরকে থুথু দেবার জন্য আবার বিশেষ যোগ্যতার দরকার নেই। এটি যেকোন সময় করা উচিত!
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
blackant বলেছেন: বাংলাদেশ সরকার ১৪ই ডিসেম্বর তাদের স্বরণ করে । আমরা অজান্তেই সারা বছর তাদের খুঁজে ফিরি । কেন যেন ডিসেম্বর এলেই বুকে তীব্র ব্যথা লাগে । ভাবছেন তারা আমার আত্নীয় ? না তবে পরম স্বজন ।তারা থাকলে আজ দেশের শিক্ষার হার একটু হলেও বেশি হত । সাহিত্য একটু হলেও সম্বৃদ্ধ হত । সংস্কৃতি একটু হলেও বিকশিত হত ।
ব্যবসা একটু হলেও প্রসারিত হত ।
আজ বাংলা গানের শ্রোতা নাই । বাংলা ছবির দর্শক নাই । বাংলা ভাষার চল নাই । দেশী পন্যর ক্রেতা নাই । হিন্দি , ইংলিশ, চায়না , পশ্চিমা গ্রাস করে চলেছে আমাদের ।
কেন???
এর প্রধান কারন 'শূন্যতা '। আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করে "'তারা '"আমাদের কয়েকশ বছর পিছিয়ে দিয়েছে ।
ধরুন সুন্দরবনের সব বাঘ হত্যা করা হল ।
এবার কি হবে? এবার শিয়াল হবে বনের রাজা , হুঙ্কার দিবে |তা কারোও ভাল লাগার কথা নয় । তাই বনের পাখ - পাখালি অন্য বনের হায়েনার কন্ঠ শুনতে চাইতেই পারে । এতে পাখ পাখালির কি দোষ ?
ঐ "'তারা "'কয়েক লক্ষ বছর পিছাবে সন্দেহ নাই । ইতিমধ্য শুরু হয়েছে । বিশ্ব তা দেখছে ।
বুদ্ধিজীবিদের হত্যার কথা যখন পড়ি , কি যে ব্যাথা লাগে! , কি যে ব্যাথা !! ইস আজ আমরা কত এগিয়ে থাকতাম যদি
জহির রায়হান , শহীদুল্লা কায়সার , জি সি দেব , রনদা প্রসাদ শাহা (সফল উদোক্তা ) ,এদের মত --৯৯১ জন শিক্ষাবিদ ,১৩ জন সাংবাদিক , ৪৯ জন ডাক্তার ,৪২ জন উকিল , ৯ জন সাহিত্যক শিল্পী , ৫ জন ইঞ্জিনিয়ার ,ও ২ জন ( অন্য ) সুপরিকল্পিত হত্যার শিকার না হত !! ।।
পুনশ্চ ১ ঃ বনের পাখ পাখালি অন্য বনের হায়েনার ডাক শুনুক কিন্তু আমরা ত মানুষ , শহীদদের রক্তে লেখা তার চেয়েও প্রবিত্র সত্য 'আমরা বাংলাদেশী 'আমাদের বিবেচনা অবুঝ পাখিদের চেয়ে ভিন্ন হবে ।
পুনশ্চ ২ঃ প্রচলিত একটা গল্প শুনেছিলাম এরকম -'কোলকাতা বিশ্ববদ্যালয়ের একজন ব্রিটিশ অধ্যাপক বাইরে এসেছেন । একটা দেশলায় কিনবেন । এ দোকান খোঁজেন ও দোকান খোঁজেন 'মেড ইন ব্রিটিশ ' দেশলায় আর পান না । সব ভারতীয় ।
শেষে' ঘুটার '(গোবরের তৈরী জ্বালানী ) ছায়ে সিগারেট ধরান ।
এখন তাঁকে কি আমরা গোঁড়া বলব ? মৌলবাদী বলব ?
আরে ভাই মৌলবাদী ত সেই যে - কোন কিছুর মৌলিক সবকিছু জানে এবং মানে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
বিদগ্ধ বলেছেন:
আপনার মন্তব্যটির উত্তর দেবার পূর্বে আমাকে সময় নিতে হলো। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের নিহত বুদ্ধিজীবীরা আজ বেঁচে থাকলে অন্যরকম বাংলাদেশকে আজ পেতাম।
পুনশ্চ ২ আমার মন ছুঁয়ে গেলো। এরকম মৌলবাদী হতে চাই আমিও
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ফাকিস্তান
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
বিদগ্ধ বলেছেন: সঠিক বানানটির জন্য অনেক ধন্যবাদ।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
নেক্সাস বলেছেন: ফাকস্থান
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
বিদগ্ধ বলেছেন: আপনি তো আরও সঠিক করে বললেন!
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
বিদগ্ধ বলেছেন: ভাই এহসান সাবির, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাদ দেন ওদের কথা। নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে মরছে, পাকিস্তানিরাও নাকি একরকম জাতি, তেলাপোকাও এরকম পাখি!
নিজেদের নীতি, মুল্যবোধ, ইতিহাসকে শক্তভাবে সংরক্ষণ ও লালন করতে হবে আমাদের।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২
বিদগ্ধ বলেছেন: পাকিস্তানিরাও নাকি একরকম জাতি, তেলাপোকাও এরকম পাখি!
নিজেদের নীতি, মুল্যবোধ, ইতিহাসকে শক্তভাবে সংরক্ষণ ও লালন করতে হবে আমাদের। কথা ঠিক!
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট। ++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ।
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: ঘৃণাই বটে।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
বিদগ্ধ বলেছেন:
কেমন আছেন ভাই প্রামানিক?
ছড়া কি চলছে ঠিক ঠিক?
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
রানার ব্লগ বলেছেন: ঘৃনা জানাই ফাকি দের