নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্পষ্টভাষী! সময় সচেতন প্রগতিবাদী মানুষ

বুস্তান চৌধুরী

আমি স্পষ্টভাষী! সময় সচেতন প্রগতিবাদী মানুষ

বুস্তান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীর প্রসংগে কিছু নিরপেক্ষ আলোচনা কতটুকু নিরপেক্ষ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

আহা!! দুর্বলের ওপর সবলের অত্যাচার পৃথিবীব্যাপী সর্বত্র! আবার শক্তিশালী শাসক, শোষক হইলেও তাকে পরান্নভোগী সুবিধাবাদী গোষ্ঠী সাধুবাদ জানাতে সদা প্রস্তুত। মানবতার প্রশ্নে,মানবিকতার প্রশ্নে কাশ্মীরের স্বাধীনতা আজ অত্যন্ত যুক্তিযুক্ত সময়সাপেক্ষ দাবী!!! একটি জাতি যখনই তার স্বাধীনতা চায়,বাচার মত বাচতে চায়,নিজেদের constitution নিজেদের মত করে সাজাতে চায় ঠিক তখনই শাসক গোষ্ঠী শোষিতদের ঠেকাতে উঠেপড়ে লেগে! আবার এই লাঞ্ছিত, অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে শুরু হয়ে যায় সুবিধাবাদ জিন্দাবাদ স্লোগানমার্কা বিশ্বহোতাদের স্বার্থ উদ্ধারের খেলা।কাশ্মীরে প্রত্যক্ষ উস্কানি, অস্ত্র দিয়ে বিশ্ববেহায়া রাষ্ট্র দেউলিয়া পাকিস্তান যেভাবে কিছু উগ্রবাদীদের লেলিয়ে দিচ্ছে তা সত্যিই তাদের বজ্জাতির চরমরূপ....পাকিস্তান স্বভাবতই এই ইস্যুটি নিয়ে হলেও তাদের ৭১ এর প্রতিশোধ নিতে চাইবে!
অপরপক্ষে ভারত সরকার দীর্ঘকাল ধরে তাদের যৌক্তিক আন্দোলনকে দমন পীড়নের আশ্রয়ে ধামাচাপা দেয়ার অপচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে গভীর সংকট সৃষ্টি করেছে!ভারতও স্বভাবতই মহাভারত বিভক্তিতে ইতিবাচক সাড়া দিবে না,কারণ এতে করে বাদবাকি অন্যান্য রাজ্যেরও স্বাধীনতার ইস্যুটি চলে আসে!এর পেছনেও মোদী সরকারের ধর্মীয় ব্যাপারস্যাপার আছে!! অনেকেই বলছেন বিশ্ব মোড়লদের কূটচালে পা না দিয়ে মোদীর সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানকে মোকাবেলা করার চেষ্টা করবে!তবে সময় আসলেই বিষয়টা স্বচ্ছ কাচের ন্যায় ফুটে উঠবে! পাকিস্তানও চুল পরিমাণ ছাড় দিতে নাছোড়বান্দা!! ইতোমধ্যে রাশিয়ান সেনাও পাকিস্তানে চলে এসেছে! পাক-রাশিয়ার বন্ধুত্ব আর মার্কিন "বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসির "ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক অবস্তার জন্ম দিয়েছে!সারকথা বর্তমানে কাশ্মীর ইস্যু নিয়ে একধরনের অনিশ্চয়তার জন্ম নিয়েছে যা বিনাদ্বিধায় বিশ্বরাজনীতিতে এক নতুন সংকট।
অনেকেই এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন! আসলে এই সংস্থাটি হচ্ছে বিশ্বঅশান্তির মূল হোতা।বিশ্বশান্তির বুমবুম বলে খ্যাত তথাকথিত জাতিসংঘ নামক সংস্থাটির নিরব ভূমিকা সত্যিই হাস্যকর অবস্থার সৃস্টি করেছে!ইতোপূর্বে ফিলিস্তিন, বেলুচিস্তান,সিরিয়া সহ বড়লাটদের নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি অঞ্চলের নিরাপত্তাবিধানসহ অন্যান্য ইস্যু নিয়ে কোন যুক্তিযুক্ত সমাধানে পৌঁছাতে না পারা সংস্থাটিকে করেছে প্রশ্নববিদ্ধ! তাই জাতিসংঘ মধ্যস্থতাকারী হলে বরাবরের মত কাশ্মীর ইস্যুটিও থেকে যাবে ঝুলন্ত.....
এতকিছুর পরও জেগে উঠুক বিশ্ববিবেক,প্রত্যেক মানুষ তার কথা বলার স্বাধীনতা পাক,মুক্তচিন্তার স্বাধীনতা পাক,মানুষে মানুষে জাতিগত বিবেধ দূর হোক,গড়ে উঠুক সাম্যের পৃথিবী এই কামনা!

(এটাই আমার সোজাসাপ্টা কাশ্মীর বিশ্লেষণ! মতদ্বিমত থাকতেই পারে,বিনাদ্বিধায় জানাবেন!)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

সিদ্‌দিক বলেছেন: আহা!! দুর্বলের ওপর সবলের অত্যাচার পৃথিবীব্যাপী সর্বত্র! আবার শক্তিশালী শাসক, শোষক হইলেও তাকে পরান্নভোগী সুবিধাবাদী গোষ্ঠী সাধুবাদ জানাতে সদা প্রস্তুত।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: পাকিস্তানে রুশ সেনাবাহিনীর আগমন মস্কো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গুজব বলে আখ্যায়িত করেছে। আর সরাসরি যুদ্ধে না গিয়ে কুটনৈতিক ভাবে পাকিস্তানকে কোনঠাসা করবে বলেই মনে হয় ভারত। কারণ সামরিক যুদ্ধে গেলে পাকিস্তান এর চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে।দেশটি এখন নিজেদের উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠায় মনযোগী।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

বুস্তান চৌধুরী বলেছেন: জী ভাই,আপনি যথার্থই বলেছেন! ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


"অনেকেই এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন! আসলে এই সংস্থাটি হচ্ছে বিশ্বঅশান্তির মূল হোতা। "

-জাতিসংঘ বিশ্বঅশান্তির মূল হোতা? আপনার "ঘোড়া রোগ" হয়েছে!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

বুস্তান চৌধুরী বলেছেন: একটু বিশ্লেষণীয় যুক্তিটা যদি দিতেন!

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


জাতিসংঘের বেশীর ভাগ প্রশাসন উচ্চ-শিক্ষিত; এতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার লোকজন বেশী; এসব মানুষ চেস্টা করছেন মানুষকে ও পৃথিবীকে শান্ত রাখতে। আপনি এদের সম্পর্কে ভ্রাণ্ত ধরণা নিয়ে লেখার চেস্টা রছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

বুস্তান চৌধুরী বলেছেন: উচ্চ শিক্ষিত বলতে আপনি কি বোঝাতে চাইছেন তা আমার নিকট বোধগম্য নয়,বিশ্বশান্তি রক্ষায় অগ্রদূত বলে খ্যাত সংস্থাটি যখন সাম্প্রতিক বছর গুলোতে বেশ কিছু ইস্যু নিয়ে ব্যর্থতা ও বিশ্ব মোড়লদের পক্ষপাতদুস্ট স্বভাব বর্জন করতে পুরোপুরি ব্যর্থ তখন এর নিরপেক্ষতা কেবল প্রশ্নবিদ্ধ ই নয় বরং চরমরূপে মার্কিন আগ্রাসনের দালালীর বহিঃপ্রকাশ!!! আমি কোন অজ্ঞতা থেকে কথা গুলো বলছি না,বরং আপনাকে মনে করিয়ে দেওয়া আমার দায়িত্ব বিধায় বলছি বাংলাদেশের স্বাধীনতাকালীন সময়ে এই দেউলিয়া মার্কিন ঘেঁষা সংস্থা টির নিরবে কূটকৌশলে পাকিস্তানি আগ্রাসন সমর্থন আমাদেরকে তথা বিশ্ব বিবেককে করেছিল হতাশাগ্রস্থ,লুণ্ঠিত! এটি এখন কেবলই সাম্রাজ্যবাদী মোড়ল গুষ্টির স্বার্থ উদ্ধারের সোপান,ধন্যবাদ আপনাকে!!!!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব বিরাট ব্যাপার, এখানে ২০০ বেশী দেশ, লক্ষ জাতি, ও ৩ বিলিয়ন অশিক্ষিত মানুষ আছেন; জাতি সংঘ তাদের সংস্হা, এটা সৃস্টিকর্তার দরবার নয়,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.