| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সারা দেশ ব্যাপী যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে গণ জোয়ার উঠেছে তা আজ দীর্ঘ ২১ দিনের ঘাত প্রতিঘাতের পর আজ যখন বিভিন্ন সাজানো গোছানো নাটক দেখতে পাই গোটা বিষয়টা এখন আমার মনে প্রশ্ন জাগায়, যে নাটকের আমরা পাত্র পাত্রী সে নাটক কোন গোষ্ঠী বা দল এর রচিত, সাজানো বা পরিচালিত নয় তো!ক্ষমতাসীন সরকার আইন পরিবর্তন করলেন, সরকারী দলের নেতা কর্মী আর এম পি দের প্রজন্ম চত্বর ভ্রমণ, ব্লগার হত্যা, জামায়াতের হরতাল, জামাত কে দল হিসেবে আইনের আওতায় আনা ও নিষিদ্ধ ঘোষনা করার আয়োজন, দূর থেকে বিরোধী দলের আবোল তাবল বচন, শীর্ষ আলোচনা, কেলেংকারী, হত্যা, গুম, ধর্ষন, পদ্মা সেতুর দূর্নীতির তদন্তের ধামাচাপা, হঠাৎই ভারতের পদ্মা সেতুর জন্য অনুদান আমাদের প্রশ্নবিদ্ধ করে।
আগামী নির্বাচনের জন্য মঞ্চ প্রস্তুতীর মহড়া বলে মনে হয় মাঝে মাঝে। আমিতো বুদ্ধিজীবি নই, ম্যাংগো পিপল হিসেবে বুঝি ভরা ফসলের মৌসুমে চালের উচ্চ দাম, বাড়তে বাড়তে না বাড়া বিদ্যুতের দাম, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের এক যোগে হঠাৎ করে দেশ প্রেমের শো ডাউন, বাম পন্থী রাজনৈতিক নেতা বৃন্দের হঠাৎ কদর; বড় গলায় বলা আর না রাখা প্রতিশ্রুতি গুলো আমাদের ভাবতে বাধ্য করে- হায়রে জনতা, তোরা দেখলি সবই, শুনলি সবই; বুঝলিনা কিছুই। একদিনের একটা ভোট এমন ভাবেই দিলি তো দিলি, একটু বুঝে নিয়ে দিলে ৫ বছর অথবা তার চেয়ে বেশী বছরের জন্য নিজের ভাগ্যকে এভাবে অন্যের স্বেচ্ছাচারিতার উপর না ফেললেই কি নয়। গণতন্ত্র আর পরিবার তন্ত্র বুঝতে পলিটিক্যাল সাইন্স পড়তে হবে না। একনায়কতন্ত্র যদি এক জনের পাগলামী হয় তবে গণতন্ত্র ও তো বহু লোকের পাগলামী। ক্ষমতাসীন দলের তৃণমূল নেতা কর্মীদের পোষ্টার, ব্যানার, ফেষ্টুনে পুরো দেশের একটি দেয়াল, ল্যাম্প পোষ্ট, পিলার আর বাকি রইলো না।....জাতী জাগতে হলে জাগো...নিজের বিবেক আর চিন্তা শক্তিকে জাগাও সবার আগে।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
c0rehacker বলেছেন: আমি আসলে লিখি না বা লিখ্তে ও পারি না। মনে যা আসলো তাই দিলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
প্রিয়তমেষূ বলেছেন: ব্লগে স্বাগতম। চালিয়ে যান, আপনি প্রথম লিখলেন আমি প্রথম কমেন্ট দিলাম।