![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার হাজার ব্যাগ রক্ত সংগৃহীত হয়েছে। সরকারি চাকুরিজীবী, ছাত্র তরুন, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, মজুর, বেসরকারী কর্মজীবি, হিন্দু মুসলমান, ব্রাক্ষণ নমসূদ্র, কত মানুষের রক্ত। এই রক্ত দেওয়া হচ্ছে আহতদের। তাদের মধ্যে কে হিন্দু কে মুসলমান, কে ব্রাহ্ক্ষ্ম ণ কে যবন তা কারো জানা নেই। রক্ত মিশছে রক্তের সাথে। জীবনের সাথে জীবন, প্রাণের সাথে প্রাণ।
ধর্ম বর্ণ, জাত্যাভিমানের কোনো দান নেই এখানে এখানে ধর্ম একটাই সেটা মানব ধর্ম। মানুষ মানুষের জন্য, এই ধর্ম। এই ধর্মটাই তো সকল ধর্মের মূল বাণী।
জীবনের সাথে জীবন মিশেই আলো ছড়ায়। একতার আলো, যুক্ত থাকার আলো।
এই মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ, নিজের প্রিয়ম মুখের লাশ পাশে রেখে জীবীত মানুষ উদ্ধারে জীবন বাজি রাখার এমন অনন্য নজীর কেউ কি দেখেছে কখনো?
ক্ষমতার মসনদে যারা তারা তো বিবৃতি দিয়েই খালাস, বহর নিয়ে উদ্ধার কাজ ধেকে যাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বরং উদ্ধারে হাত লাগানোটাই আসল।
এক বেলার খাবারের পয়সা বাঁচিয়ে আহতদের সেবা করা আরো গুরুত্বপূর্ণ।
যাদের রক্ত ঘামে আমাদের দেশ চলে, রিজার্ভ বাড়ে, তাদের প্রতি আমাদের দায় আজন্ম। এই ঋণ কখনো শোধ হবে না।
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
দুরদেশী বালক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এক বেলার খাবারের পয়সা বাঁচিয়ে আহতদের সেবা করা আরো গুরুত্বপূর্ণ।
যাদের রক্ত ঘামে আমাদের দেশ চলে, রিজার্ভ বাড়ে, তাদের প্রতি আমাদের দায় আজন্ম। এই ঋণ কখনো শোধ হবে না।
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
দুরদেশী বালক বলেছেন: এই ঋণ আমরা বহন করতে চাই সারাজীবন।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
রেজা সিদ্দিক বলেছেন: মানুষের কাছে পেয়েছি যে বানী
তাই দিয়ে রচি গান
মানুষের লাগি ঢেলে দিয়ে যাব
মানুষের দেয়া প্রাণ
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
দুরদেশী বালক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অনেক ভাল কথা লিখছেন ভাই।
ধন্যবাদ