![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতায় থাকলে সমালোচনা সহ্য করতে হবে। ক্ষমতায় থেকে সকলকে ভাত কাপড়েরর ব্যবস্থা করবেন কিন্তু জামার বোতাম খুলে গেলে সমালোচনায় পড়বেন এটাই বাস্তব। এর জন্য অভিমান করলে তো চলবে না। মানুষ ভাল চায় আর এই ভালর কোনো শেষ নেই। আর ভালোর প্রত্যাশা করাটা অন্যায় নয়। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে ভালোটা পাবার জন্যই। মানুষের সমালোচনা সহ্য না হলে তো ভোটের যুদ্ধে আসাটাই ঠিক না। রাজনীতি করতে হলে হলে গন্ডারের মতো চামড়া থাকতে হবে। অত াভিমান থাকলে চলে না।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
দুরদেশী বালক বলেছেন: আর কত
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: থাকেন থাকেন অপেক্ষায় থাকেন।