![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ আছেন, যারা কথায় কথায়- হিন্দু মুসলিম, গোপালগঞ্জ নোয়াখালী, ভারত পাকিস্তান ইত্যাদি নিয়ে জাবর কাটেন। ভিখারুননেছার ছাত্রী ধর্ষণের আসামীর বাড়ী গোপালগঞ্জ আবার সে হিন্দু। অতএব গোপালগঞ্জ এবং হিন্দু এই দুটি বিষয়ও আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়।
কয়েকদিন আগে নোয়াখালীর মাদ্রাসা শিক্ষক ছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেও এটা কিন্তু এত মুখরোচক হয় নি। আবার তো তার আগে একই এলাকায় এক পিতাকে পাওয়া গিয়েছিল কন্যার সম্ভ্রমহানির জন্য। সমকামিতার অভিযোগ তো আছে সাভারের মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এগুলো মুখরোচক হয় নি কারণ এরা মুসলমান, আবার মাদ্রাসার শিক্ষক আবার গোপালগঞ্জের নয়। অথচ- সবার দোষ কিন্তু একই প্রকৃতির।
একটি কথা বলে রাখি- আমার বাড়ী কিন্তু গোপালগঞ্জে নয় এবং কারো প্রতি কোনো অনুরাগ বিরাগ নেই। তবে মানুষের বক্তব্য দেখের তার অন্তরের ছবিটি বোঝা যায়। কথা না বললে বোবা, বললে তো হৃদয় বের হয়ে আসে। তখন নিজের পরিচয়টাকে তো আড়াল করা যায় না। আগে বলেছিলাম এখনো বলি- মনোজগতটাই দুর্নীতিপারয়ন।
২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৪
দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৯
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মনোজগতটাই দুর্নীতিপারয়ন।
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আগে বলেছিলাম এখনো বলি- মনোজগতটাই দুর্নীতিপারয়ন।সহমত