নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের আছে যত কথা, তাতেই সবার মাথাব্যথা

দুরদেশী বালক

Nothing to say

দুরদেশী বালক › বিস্তারিত পোস্টঃ

কেটে যাক বন্ধ্যা সময়

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

আপনি জামাত শিবির বা বিএনপির সমালোচনা করতে পারবেন না- তাহলে আপনি আওয়ামী বাকশালী হয়ে যাবেন।

আপনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারবেন না- তাহলে হয়ে যাবেন রাজাকার।

আপনি বামদের সমালোচনা করতে পারবেন না- তাহলে হবেন মৌলবাদী।

আর হেফাজতদের সমালোচনা করলে হবেন- নাস্তিক।

একজন বিএনপি কর্মীও কি নাই যিনি জামাতের সমালোচনা করতে পারেন- আন্তরিকভাবে। এবজন জামাতও কি নাই যিনি বিএনপির দুর্নীতিকে ঘৃণা করতে পারেন।

একজন মুক্তিযোদ্ধাও কি নাই যিনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন? একজন আস্তিক মানুষও কি হেফাজতদের উগ্রতাকে নিন্দা করতে পারে না?

মানুষের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। মানুষ বলতে এখন- হেফাজত, জামাত, বি্এনপি, আওয়ামী লীগ, বাম। আর অন্যরা সবাই কি নপুংশক নাকি বন্ধ্যা?

যে দলগুলোর চিন্তা বিকৃত সেই দলগুলোর আগ্রাসন থেকে মুক্তি চাই। যে দলে গণতন্ত্র নেই- সেই দলকে ক্ষমতায় দেখতে চাই না। যে দল ধর্মের নামে রাজপথ রক্তাক্ত করে তাদের ঘৃণা করি। যারা স্বাধীনতাকে অসম্মান করে তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করি।

খুব বেশি ভাল পাওায়ার দরকার নেই। সামান্য ভালও কি পাওয়া যাবে না? ক্ষমতায় যাওয়ার দরকার নেই- কিন্তু অন্তত নিজে প্রশান্তিতে থাকি এই ভেবে কোনো খারাপ ব্যক্তি আমার ভোট পায়নি।

এই বন্ধ্যা সময় কেটে নতুন আলোয় আলোকিত হোক বাংলাদেশ এটাই তো সবাই চায়- কেবল রাজনীতিকরা ছাড়া।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সহমত ভাই বড়ই কষ্টে আছি আমরা

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

দুরদেশী বালক বলেছেন: আমাদের কষ্ট বোঝে কে ভাই?

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনার কথাগুলো ভালো লেগেছে। খুউব ভালো লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: - একজন মুক্তিযোদ্ধাও কি নাই যিনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন?
- একজন না, অনেক অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা আওয়ামী লীগের সমালোচনা করেন

-একজন আস্তিক মানুষও কি হেফাজতদের উগ্রতাকে নিন্দা করতে পারে না?
-একজন না, অনেক অনেক আস্তিক আছে যারা হেফাজতদের উগ্রতাকে নিন্দা করেন


নতুন আলোয় আলোকিত হোক বাংলাদেশ

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

দুরদেশী বালক বলেছেন: আছে। অনেক আছে। কিন্তু সক্রিয়তা অনেক ক। সেই খানেই ক্রিয়া চাই। ধন্যবাদ

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

এস এম পাশা বলেছেন: সমালোচক একজন নয় বহুজনই আছেন। কিন্তু সমস্যা তো একটাই আপনি শুরুতেই বলে দিয়েছেন। সোজ ট্যাগ লাগিয়ে দিচ্চে। যিনি বলছেন তাকে সন্মান দিচ্ছে কয়জন। এখন বেয়াদবি করাটা স্মার্টনেসে পরিনত হয়ে গেছে।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

দুরদেশী বালক বলেছেন: এই ট্যাগ নিয়েই কাজ করতে চাই।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

শাহিন বলেছেন: খুব বেশি ভাল পাওায়ার দরকার নেই। সামান্য ভালও কি পাওয়া যাবে না? ক্ষমতায় যাওয়ার দরকার নেই- কিন্তু অন্তত নিজে প্রশান্তিতে থাকি এই ভেবে কোনো খারাপ ব্যক্তি আমার ভোট পায়নি। সহমত..//

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আওয়ামীলীগের সমালোচনা সবা মুক্তিযোদ্ধাই করে। এমনকি আওয়ামীলীগ করা মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ আওয়ামীলীগাররা।


আর জামাতের সমালোচনা ও অনেক বি এনপি নেতারা করেণ।

এত দূষে দূষ্ট একেকটা দল যে তাদের সমালোচনা শুরু করলে সহজে শেষ হবে না।


তবে আপনার উপলব্ধিগুলি ভাল লেগেছে।দারুণ কিছু সত্যি বেড় হয়ে এসেছে। :)

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

এম ই জাভেদ বলেছেন: কষ্টে আছি আইজুদ্দি ......।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

দুরদেশী বালক বলেছেন: সবাই কষ্টে

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

রওশন জমির বলেছেন:

বিরোধী দলের নিস্তরঙ্গ হরতাল আর সরকারি দলের অঙ্গ সংগঠনগুলোর ভেজা বেড়াল মানসিকতা ও আচরণ সঙ্ঘাতমুখর রাজনীতির দেশে উ[পভোগ করার মতো বৈকি! কারা আবার এতে যেন বাগড়া বাধাতে চায়? যত্ত সব বে-রসিকের দল!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

দুরদেশী বালক বলেছেন: আসলেই তাই। তাই? হম তাই মনে হয়।
তাই! তাই? তাই।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরিফা হক বলেছেন: আছে ভাই, অনেক আছে যারা এখনও দেশের কথা চিন্তা করে। তাদের শুধু একত্রিত হওয়ার অপেক্ষা। আর নতুন প্রজন্মের একটি অংশ অন্তত এখনও বাংলাদেশের সুন্দর ভবিষ্যতে বিশ্বাসী। আমাদের এখন শুধু নিজেকে আর আসেপাশের মানুষকে পরিবর্তন করতে হবে।

বাংলা বাঙালির হোক! বাঙালির জয় হোক! (কথাটা কাজি নজরুলের বলা।)

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

দুরদেশী বালক বলেছেন: সেই আশাতেই আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.