![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার শহরে প্রথম পা দিলাম,,,,,,কলেজে পড়া অবস্থায়,,,,, প্রায়ই আত্মবিশ্বাস ছিল যে,,,,,ঢাকা শহরে পৌছা মাত্র ই,,,, আমার অন্তরধান পরিহিত বস্ত্র ব্যতিত সমস্ত বিষয়াদি,,,, ইতিপুর্বে শ্রবনকৃত,,, পকেটমার,,,, হাইজাকার তথা স্বনামধন্য ব্যাক্তিবর্গ দয়া করিয়া হরন করিয়া লইবে,,,,, কিন্তু না গুলিস্তান পৌছালাম তদুপরি,,,, আমার মানি ব্যাগ জায়গামত ই রহিয়াছে,,,,, ঢাকা বিশ্ববিদ্যালয়ের,,,, ভর্তি পরীক্ষা শেষে,,,, আর ও দুই বন্ধুর সাথে স্বাক্ষাত হইলে,,,, এ যেন পরান ফিরিয়া পাইলাম,,,,, কিছু কেনা কাটা করার আশায়,, , আবারও গুলিস্তান,,,,,একজন একদাম দেরশো দিয়া,,,, একটা শার্ট কিণলো,,,, পাশ থেকে কে,,,, একজন আমারে একটা ঘড়ি দেখাইতেছিল,,,, বাট ঘড়িটা আমার বেশ পছন্দ হইল,,,, দাম জিগাইতে,,,,, কহিল ৩৬০০ , ,,, তিন জনে যুক্তি করিয়া কহিলাম,,,, ৪০০,,,, বিক্রেতা এমন এক খানা ভাব দেখাইল ,, , যেন ঘড়ির চেইন কেনার টাকা ও আমাদের নাই,,,,, আমরা চলিয়া যাইতে উদ্যত হইলে ,,,, তিনি বলিলেন কি ভাই ঘড়ি নিবেন না??? বলিলাম,, না,,, কিন্তু কাজ হইল না,,,, যতই বাক বিতন্ডা করিলাম ,,, , সব কিছুতেই তিনি আমাদের হারের মালা পরাইয়া,, হস্তে মুট করিয়া ঘড়ি ধরাইয়া দিলেন,,,, টাকা দিয়া কয়েক কদম আগাইতে ই,,,,কয়েকজন আমাদের ঘিড়িয়া ধরিলেন,,,, একজন সম্বোধন করিলেন এইভাবে,,,, ঘড়ি পাইছোস কই??? কিনিয়া লইছি,,,, ওটা তো চোরা ঘড়ি,,, পাইছোস কই???,,,, যাবতীয় যুক্তি খন্ডনের পর,,, ২০০০ টাকা চাইল,, , আমাদের কাছে কোন টাকা নাই,,, একজন কহিল ভাই ওরা সব হিরোইনসি,,, দিয়া দেন,,, নাইলে পোজ টোজ দিয়া দিবে,,,, আমি তো কম্পিলিট,, সাথের দুইজন বহু কষ্টে,,, দর নামাইয়া,,, ২০০ তে আনিল বটে তবে তাহা ,,,, চাকু জাতীয় কিছু একটা শো করানোর পরে, , , যাই হোক পাওনা মিটাইয়া,,, রিক্সা নিয়া দয়াগঞ্জ আসিয়া পৌছালাম,,, তারপর তিনজনে ,,, মিলিয়া ঘড়িটা বাহির করলাম,,,,,, কিন্তু ইহা কি???!! ইহা তো সে বস্তু নহে,,, যাহা দেখিয়াছিলাম,,,,ঘড়ির কাটা দুইটা,,, একটা নিজের মত করে নড়াচড়া করিতেছে,,,,, তিন বন্ধু দেখা হইলে,,, আজও হাসতে হাসতে গড়াগড়ি যাই,,,,
২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩
বেলা শেষে বলেছেন: চেনা জানা শহড়
Brother, this is the capital City of Bangladesh!
৩| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৭
দালাল০০৭০০৭ বলেছেন: বড়ই হতাশার বিষয়।
৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৪
আদম_ বলেছেন: পৃয়তে লিবো কিনা বাবতেছি। বড়ই আচানক ও মজাদার লেখা। কমেন্টাইতে আমার হাত বিষ করে, তবু এত মজাদার লেখায় দু-কলম (কি-বুড) না লিখিয়া পারিলাম না।
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪
রাকিবুল হাসান ২০১০ বলেছেন: এরকম অবস্থা একবার আমার হইয়াছিল , আমার অভিজ্ঞতা আর ও বেশী । যাইহোক, বায়তুল মোকারমের সামনে ও হরহামেশাই এসব কেনা বেচা চলে । সাবধান ।