![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ পার হয়ে চ'লে যায়, ... তোমাদের মর্মর জীবন-স্বপ্ন শেওলা-ছাতার দলে ভ'রে আসে, পথ আমার তখনও ফুরায় না... চলে... চলে... চলে... এগিয়ে চলে... অনির্বাণ তার বীণ শোনে শুধু অনন্ত কাল আর অনন্ত আকাশ... সে পথের বিচিত্র আনন্দ-যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘরছাড়া করে এনেছি!... চল এগিয়ে যাই।
প্রায় ১ বছর আগে, কোন এক রাতে, instrumental শুনতেছি আর নামাইতেছি। টেইলর সুইফটের জনপ্রিয় গান love story'র পিয়ানো ইন্সট্রুমেন্টাল দেখে প্লে দিলাম। ভালোই তো লাগলো শুনতে। দ্যা পিয়ানো গাইজ। পিয়ানো ওয়ালার সাথে চেলো ওয়ালা। ভালোই তো বাজাইছে। দেখা যাক পরের টা কেমন বাজায়। পরের টা হলোঃ মাইকেল মিটস মোজার্ট। এক কথায় মাথা নষ্ট। ওয়াও! কি করল এইটা? ভিডিওটা কতোবার দেখছি, মনে নাই। এখনও দেখি।
পিয়ানো গাইজ ৫ জনের একটি দল। পিয়ানো গাই জন স্মিডথ, চেলো গাই স্টিভেন নেলসন, প্রোডিউসার ও ভিডিও গাই পল এন্ডারসন, ভেন্ডার বিক মিউজিক/ স্টুডিও গাই, টেল স্টুয়ার্ট ভিডিও গাই। পিয়ানো গাইজ শুধু ভালো ইন্সট্রুমেন্টাল ভালো বাজায় না, তারা অসাধারন সব মিউজিক ভিডিও বানায়। এতো দিন শুধু গানের ভিডিও দেখছি। স্টাইলিশ মিউজিকের সাথে স্টাইলিশ ভিডিওগ্রাফি, লোকেশন, ভিডিও কোয়ালিটি সব মিলিয়ে পিয়ানো গাইজের ইন্সট্রুমেন্টাল ভিডিও বারবার দেখতে বাধ্য করে।
আমার প্রিয় ৫ ভিডিওঃ
১। Michael Meets Mozart:
২। What Makes You Beautiful (5 Piano Guys, 1 piano):
৩। Bourne Vivaldi:
৪। Coldplay Paradise :
৫। O fortuna:
পিয়ানো গাইজ এখন বিখ্যাত ইউটিউব চ্যানেল, প্রায় ১৬ লাখ সাবস্ক্রাইবার। নিয়মিত বিরতিতে তারা নতুন নতুন ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়। যারা ইন্সট্রুমেন্টাল শুনতে ভালোবাসেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নিন আর উপভোগ করুন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৪
সবুজ সাথী বলেছেন: Michael Meets Mozart দেখলাম। অসাধারণ। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।