নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যা জানেনা, চোখ তা দেখেনা

close your eyes and try to see

ক্যাপটেন জ্যাক স্প্যারো

দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ পার হয়ে চ'লে যায়, ... তোমাদের মর্মর জীবন-স্বপ্ন শেওলা-ছাতার দলে ভ'রে আসে, পথ আমার তখনও ফুরায় না... চলে... চলে... চলে... এগিয়ে চলে... অনির্বাণ তার বীণ শোনে শুধু অনন্ত কাল আর অনন্ত আকাশ... সে পথের বিচিত্র আনন্দ-যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘরছাড়া করে এনেছি!... চল এগিয়ে যাই।

ক্যাপটেন জ্যাক স্প্যারো › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সঙ্গীতের ৫টি ইন্সট্রুমেন্টাল কভার

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি......



স্বাধীনতার পর সাংবিধানিকভাবে (অনুচ্ছেদ ৪.১) “আমার সোনার বাংলা” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত রূপে ঘোষিত হয়। গানের প্রথম ১০ ছত্র কন্ঠসঙ্গীত এবং প্রথম ৪ ছত্র যন্ত্রসঙ্গীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়েছে। (বাংলাপেডিয়া)



জাতীয় সঙ্গীতের ইন্সট্রুমেন্টাল খুজতে গিয়ে ভালো ভিডিও অল্প কয়েকটা পেয়েছি।



মীম হকঃ এটা লাইভ পার্ফরমেন্স না। লাইভ পার্ফরমেন্সের সাউন্ড কোয়ালিটি খুবই করুন। গিটার আর বাঁশির কভারটি ভালোই।







বৃন্দাবন সাহাঃ উনার সম্পর্কে কিছুই জানি না। তবে চমৎকার ভায়োলিন বাজান। তার করা জাতীয় সঙ্গীতের ভায়োলিনের এই কভারটাও চমৎকার। এছাড়াও ইউটিউবে তার রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি কভার আছে, শুনতে পারেন।







নোরা আলীঃ উনাকে কম বেশি সবাই চিনেন। তার বড় এবং ছোট বোন পিয়ানো বাজাতে পারে, তিন জনের একসাথে পার্ফরমেন্সের ভিডিও আছে।

এটাও ভায়োলিনের কাভার। এই ভিডিওতে শুধু “আমার সোনার বাংলা”র অংশটুকু আছে, সম্পূর্ণ ভিডিওতে বাংলাদেশের পরে আমেরিকার জাতীয় সঙ্গীতও বাজান।







অরকেস্ট্রেশনঃ এই ভিডিওটা সম্ভবত আগে বিটিভির অনুষ্ঠানমালা শেষে সম্প্রচার সমাপ্তির ঘোষণা দিয়ে বাজত। (এটার অরকেস্ট্রেশন কারা করেছে জানি না। কেউ জানালে খুশি হব।)







মুশফিক আনোয়ারঃ চট্টগ্রামের ছেলে। আমার শোনা জাতীয় সঙ্গীতের বেস্ট গিটার কাভার।





সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

মামুন রশিদ বলেছেন: দারুণ পোস্ট! বিজয় দিবসের শুভেচ্ছা!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: ধন্যবাদ। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: সবগুলোই ভাল লাগল, বিশেষ করে গিটার এর ভার্সনটা সবচেয়ে ভাল লাগল।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: এই কারণেই সব শেষে দিয়েছি।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

সাাজ্জাাদ বলেছেন: এই টাইপের পোস্ট ভালা পাই। ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: ইউটিউবে এগুলো ছাড়া ইন্সট্রুমেন্টালের আর ভালো ভিডিও পাই নি। ভবিষ্যতে পেলে শেয়ার করতে চেষ্টা করব।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

মিলন হোসেন১৫৮ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: ধন্যবাদ। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

আদম_ বলেছেন: বিটিভি বেস্ট।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: অফিসিয়াল অনুষ্ঠানে সাধারণত এটাই পরিবেশিত হয়। একটি ইন্সট্রুমেন্টের চেয়ে সম্পূর্ণ অরকেস্ট্রেশন শুনতে অনেক ভালো লাগে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

শোভ বলেছেন: আমার মনে হয় ২-৩-৭১ সালে প্রথম গাওয়া হয় পল্টন ময়দানে .।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি তথ্যগুলো উইকিপেডিয়া থেকে নিয়েছিলাম। সময় স্বল্পতার কারণে কোন বই দেখতে পারছিনা এবং সামুতে সার্চ করে কয়েকটি পোস্ট পড়ে আরো কনফিউশন তৈরি হল। কাজেই ইতিহাসের তথ্যগুলো বাদ দিয়ে বাংলাপেডিয়া থেকে সাংবিধানিক অংশটুকু তুলে দিলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগল পোস্ট , বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: ধন্যবাদ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

কসমিক- ট্রাভেলার বলেছেন:





ধন্যবাদ।
ভালো লাগলো।


১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! অভিভূত হলাম শুনে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমিও অভিভূত হলাম। ইন্সট্রুমেন্টাল গুলো শোনার জন্য ধন্যবাদ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

বাবু আমার নাম বলেছেন: জশিলা পোস্ট।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: মজা পাইলাম......

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

নীল ভোমরা বলেছেন: খুব ভাল পোস্ট!.....শুভকামনা!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.