নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যা জানেনা, চোখ তা দেখেনা

close your eyes and try to see

ক্যাপটেন জ্যাক স্প্যারো

দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ পার হয়ে চ'লে যায়, ... তোমাদের মর্মর জীবন-স্বপ্ন শেওলা-ছাতার দলে ভ'রে আসে, পথ আমার তখনও ফুরায় না... চলে... চলে... চলে... এগিয়ে চলে... অনির্বাণ তার বীণ শোনে শুধু অনন্ত কাল আর অনন্ত আকাশ... সে পথের বিচিত্র আনন্দ-যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘরছাড়া করে এনেছি!... চল এগিয়ে যাই।

ক্যাপটেন জ্যাক স্প্যারো › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মুভি, প্রিয় থিম ২

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

প্রিয় মুভি, প্রিয় থিম ১



যদি প্রশ্ন করা হয় কোন সাউন্ডট্র্যাকটি সবচেয়ে বেশি মুভিতে ব্যবহার করা হয়েছে?

হলিউডের মুভি দেখার শুরুতেই যে ট্র্যাক সবাই শুনি, 2oth Century Fox Fanfare with cinemascope extension এর কম্পোজার Alfred Newman. ১৯৫৩ সাল থেকে এই ট্র্যাকটি 20th Century fox এখনো ব্যবহার করছে।



2oth Century Fox Fanfare with cinemascope extension







Star wars : The Imperial march

AFI এর সেরা ১০ অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাকের ১ম স্থানে আছে John Williams এর Star Wars (1977). আগের পোস্টে Star wars এর মেইন থিম দেয়া হয়েছিল। এখানে The Imperial March এর ট্র্যাকটি দেয়া হল। Vienna Philharmonic Orchestra’র ২০১০ সালের পারফর্মেন্স।









Harry potter : Hogwarts theme

হ্যারি পটার সিরিজের ১ম তিনটি মুভির স্কোর কম্পোজ করেন John Williams. Hogwarts Theme ও তার করা।







Gladiator : The Battle

হ্যান্স জিমারের কম্পোজিশন। The battle ট্র্যাকটি পারফর্ম করে Münchner Rundfunkorchester অরকেস্ট্রা। কন্ডাক্টর: Ulf Schirmer







Kill bill : Green hornet

১৯৬৬-৬৭ সালের The Green Hornet টিভি সিরিজের থিম মিউজিক। কম্পোজার Billy May. ট্রাম্পেট বাজান Al Hirts. এই ভিডিওটি জার্মান ব্যান্ড Blass Port Group. এরা জার্সি পরে কন্সার্টে পারফর্ম করে।







Transformers : arrival to earth

কম্পোসার Steve Jablonsky

রাশিয়ার সেন্টপিটার্সবার্গের একটি কন্সার্টের পারফর্ম্যান্স। মাঝারি মানের পারফর্মেন্স। কন্ডাকটর ছিলেন Igor Ponomarenko.







Cinema Paradiso:

Ennio Morricone এবং তার ছেলে Andrea Morricone এর কম্পোজিশনে সিনেমা প্যারাডিসো এর মেইন থিম। ২০০৭ সালে ভেনিসের কন্সার্টে Ennio Morricone নিজেই কন্ডাক্টর ছিলন।







পোস্টের শেষ ট্র্যাকটি 'তিন কন্যা' মুভির।

তিন কন্যা মুভির জন্য সত্যজিৎ রায় প্রথম মিউজিক কম্পোজ করেন। পরের মুভিগুলোতেও তিনি বিশেষ বিশেষ দৃশ্যের বিপরীতে থিম মিউজিক ব্যবহার শুরু করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.