![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে এবার সাফাই গাইলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আজ মঙ্গলবার জানায়, গতকাল সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে ইমরান খান দাবি করেন, ‘কাদের মোল্লা নির্দোষ। যে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেগুলোও “ভুয়া”।’
কাদের মোল্লাকে ‘নির্দোষ’ হিসেবে দাবি করতে গিয়ে ইমরান তাঁর বক্তৃতায় একজন মানবাধিকারকর্মীর কথা বলেন। তিনি দাবি করেন, ওই মানবাধিকারকর্মীই নাকি তাঁকে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলোর ব্যাপারে তিনি কিছুই জানতেন না।
ইমরান খান বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর “ঢাকার পতন” আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুরো ব্যাপারটির নিষ্পত্তিই সে সময় গণতান্ত্রিকভাবেই হওয়া উচিত ছিল।’
এদিকে, গতকাল পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এ ছাড়া ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম এই প্রস্তাবে সমর্থন জানায়।
প্রস্তাবটিতে বলা হয়, বাংলাদেশের উচিত হবে না ৪২ বছর আগের পুরোনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা। এতে বাংলাদেশে যুদ্ধাপরাধ-সংক্রান্ত সব ধরনের মামলা ‘পারস্পরিক সমঝোতা’র ভিত্তিতে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়।
পাকিস্তান জাতীয় পরিষদে আনা এই প্রস্তাবে অবশ্য সমর্থন দেয়নি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপির সাংসদ আবদুল সাত্তার বাচানি পরিষদকে এ ধরনের প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়ে বলেন, ‘পুরো বিষয়টিই বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। আমাদের উচিত হবে না একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ধরনের প্রস্তাব পাস করা।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
ঢাকাবাসী বলেছেন: তিনি তাঁর নিজ অবস্হান থেকে বলেছেন।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: সম্ভবতঃ ১৯৮৮ সালের দিকে। এশীয় ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ইমরান পাকিস্তান দলের অধিনায়ক। বিজয়ের মাস ছিল তখন সম্ভবত:। অধুনালুপ্ত "আজকের কাগজের" সাংবাদিক অনেক প্রসঙ্গের ভিতরে জিজ্ঞেস করেছিল, বাংলাদেশের প্রতি অবিচারে তিনি দুঃখ প্রকাশ বা তার দেশ ক্ষমা চাইবেন কিনা??
ইমরান অবজ্ঞাসূচক প্রতিক্রিয়া দেখিয়েছিল।
প্রসঙ্গতঃ ইমরান পরাজিত পাক পূর্ব অঞ্চলের সর্বাধিনায়ক এ কে নিয়াজীর আপন ভাতিজা। ইমরানের পুরো নাম ইমরান খান নিয়াজী। কৌশলগত কারনে সে নিয়াজী শব্দটা ব্যবহার করে না। কারন এ কে নিয়াজী একমাত্র দন্ডপ্রাপ্ত সেনা পূর্ব পাকিস্তানের পরাজয়ের শাস্তি হিসেবে।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: সবই পলিটিক্স। দেশের মানুষজনকে একটু প্রভাবিত করার জন্য ওনার এই ..................
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
অন্তত এটা স্বীকার করল যে - পাকিস্তানের প্রভুভক্ত এই কাদের সেই কাদেরই।
এই কাদের সেই পাকিস্তানের প্রভুভক্ত কুকুর!
ছাগুরা যা বলছিল 'ভুয়া কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলালো'।
হিংশ্র কুকুরদের মনিবেরা তার পক্ষ নিবেই - এতে অবাক হওয়ার কিছু নেই
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩
এই আমি সেই আমি বলেছেন: কাদের মোল্লা পাকিস্তানের প্রভুভক্ত কুকুর ইমরান খান একজন পাকিস্তানি হিসাবে তাদের খাদেমের জন্য প্রতিক্রিয়া জানাবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি এবং খালেদা জিয়ার কেন কাদের মোল্লার ফাঁসির পর প্রতিক্রিয়া নেই ? ইমরানকে ধিক্কার কিন্তু যখন এই দেশেরই একজন নেত্রী এভাবে যুদ্বাঅপরাধীদের পক্ষ নেয় তার বেলায় ?
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
নিজাম বলেছেন: ইমরান খানকে একজন ন্যয়বান রাজনীতিবিদ হিসেবে জানতান। তিনি এমন বাজে মন্তব্য করবেন আশা করিনি।