নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ও আমার জীবন

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩

ইন্টারনেট খুব চমৎকার একটা জিনিস। প্রায় ৫-৬ বছর ধরে নিয়মিত ব্যবহার করে একটা জিনিসের বেশ অভিজ্ঞতা হল যখন আমি কোন কিছু জানতে যাই তখন একটা বিষয় থেকে আরও ১০ টা বিষয় বের হয়। যেমনটা গাছের কাণ্ড থেকে আরও শাখা-প্রশাখা বের হয়। তার থেকে লতা- পাতা। ব্যস্ত হয়ে যাই অসীম ভার্চুয়াল জগতের ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু নিয়ে। কেটে যায় সময়। আর সাথে যদি থেকে ফেবু মামা তাহলে তো কথাই নাই। দিনটাই মাটি। চালাতে চালাতে যখন ক্লান্তি এসে যায় তখন দেখি যে উদ্দেশে বসা তাই হল না। বৃথাই চোখ নষ্ট করলাম, হাতের আঙ্গুলগুলোকে খাটিয়ে মারলাম।



না, ইন্টারনেট এ বসে ইন্টারনেটের বদনাম ! কিছু ভাল কথা তো বলতে হয়।

এই ইন্টারনেটই আমাকে শিখিয়েছে অনেক কিছু। যখন MB শেষ হয়ে যাওয়ার দশা তখন মিতব্যয়ীতা, টার্মপেপার করার দিন সহনশীলতা। ভার্চুয়াল বন্ধুত্বের মাঝে কিছুটা সামাজিকতা, ব্লগ সাইট গুলো যেখানে চলে যুক্তি-তর্ক, নানা মতের মানুষের লেখনি শক্তির যুদ্ধ সেই মুক্ত পরিবেশে অন্যদের কাছ থেকে ভাল কিছু শিখে নেয়ার প্রবণতা। নিজের মত মুক্ত ভাবে, সকল শিকলের বন্ধন দূর করে ভাবার স্বাধীনতা।



ধন্যবাদ, আল্লাহকে। এত সুন্দর সময়ে আমাকে পৃথিবীতে আনার জন্য। এত চমৎকার জগতের সাথে পরিচয় করানোর জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:২৩

টেকনিসিয়ান বলেছেন: আমি প্রতি মাসে আনলিমিটেড ব্রড.ব্যা. ৭০০ টাকা খরচ করতাম তখন অনেকেই বলত এতটাকা মাসে খরচ করার দরকার কি যখন প্রয়োজন পরে সাইবার ক্যাফে ব্যবহার করলে তো হয় তখন আমি তাদেরকে বলতাম আমি ৭০০ টাকা যা কিছু ৫/৬ বছর ধরে শিখে জানতে পারলাম তা ৭০,০০০টাকা খরচ করেও বিভিন্ন শ্রেণীর পেশাজীবি থেকে কখনো শিখতে পারব কিনা সন্দেহ হচ্ছে.......

ধন্যবাদ, আল্লাহকে। এত সুন্দর সময়ে আমাকে পৃথিবীতে আনার জন্য। এত চমৎকার জগতের সাথে পরিচয় করানোর জন্য।

-সহমত।

২১ শে মে, ২০১৩ রাত ৮:২৩

ক্যাটম্যান বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.