![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।
যে দেশে সব তুচ্ছ তুচ্ছ অধিকারগুলো আন্দোলন করে ছিনিয়ে আনতে হয়, সে দেশ ব্যবহারিক অর্থে কতটা স্বাধীন ? আর কতদিন চলবে এই নৈরাজ্য। আওয়াজ তুলতে তুলতে আজ আমাদের দেহ ক্লান্ত, তবু কায়া এখনও তৃষ্ণার্ত। আওয়াজ এখনও এত জোরালো হয়নি। এখনও বাকি আছে অনেক পথ। আমি জানিনা ১৫ কোটি ধমনী- শিরার একমাত্র হৃদপিণ্ডে একই ক্রিয়া চলে নাকি। আজ আমাদের চোখ বন্ধ, ডান হাতে পচন ধরেছে, মগজে শুধু সব কিছু মেনে নেবার প্রবণতা । আমরা ভুলে যাচ্ছি নিরাময়ের কৌশল। জানি না কবে নির্দ্বিধায়, গর্ব করে বলবো
" আমি বাংলাদেশী" ?
আমি আমার এক বিদেশি বন্ধুর সাথে অনেকক্ষণ chatting করলাম। মুল আলোচনা ছিল তাদের দেশের আসন্ন নির্বাচন। আমি আমার দেশকে খারাপ ভাবে তুলতে চাই না তাই আমাদের কথা আমি গোপন করি। জানতে পারলাম তারা অসন্তুষ্ট। প্রধান দল গুলো যা প্রতিশ্রুতি বা আশা দিচ্ছে তা তাদের কাছে শুধু নিছক ভোটব্যাংক বাড়ানোর ফন্দী মনে হচ্ছে। আমার বন্ধু বিভ্রান্ত, কাকে ভোট দিলে দেশের জন্য অধিক লাভ হবে এ জন্য। Point to be noted "অধিক লাভ"। দুর্ভাগা আমরা, এ দেশে তো গদিই আসল লক্ষ্য ; আর আশার মরে চাষা।
বাংলাদেশের মানুষ অনেক সহজ-সরল। যাদের আমরা সম্মান করি তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করি। অনেক কিছু না জেনেও চোখ বন্ধ করে মেনে নেই। আমরা যখন কোনো কিছুতে বিশ্বাস করি তখন বিশ্বাস আমাদের আত্মার সাথে মিশে যায়। সেই বিশ্বাস আমরা ভাঙতে চাই না। যত যুক্তি-তর্ক আসুক আমরা মানতে নারাজ। মানুষের এই দুর্বলতার সুযোগ বহুবছর ধরেই নেয়া হচ্ছে। এজন্যই এদেশের মাজারের সংখ্যা থেকে অনেক বেশি , M.B.B.S থেকে ডাক্তার বেশি। এক শ্রেণীর মানুষ আছে যারা অজ্ঞ, সরল মনের মানুষের বিশ্বাসকে বিক্রি করে পকেট ভারি করছে, ক্ষমতা পায়। এক সময় আমাদেরই তুচ্ছ পিঁপড়ার মত জুতো দিয়ে পিষে দেয়। সত্য গ্রহণের সাহস আজও কিছু হাতে গোনা মুক্তচিন্তার মানুষের মাঝেই সীমাবদ্ধ।
পরিবর্তন খুব জরুরী। যদিও তা সহজ কথা নয়। আমরা আমাদের প্রতিদিনের ছকেবাধা কাজে এতটা আঁকড়ে থাকি যে কখনও ওখান থেকে বের হবার ইচ্ছা আমাদের জাগে না। কখনও এই ঘোর আমাদের কাছে ভাল লাগতে থাকে। পরিবর্তনকে ঝুঁকিপূর্ণ, ঝামেলার আর অনর্থক মনে হয়। সেখানেই আমাদের সাফল্যের,নব্যতার পথ বন্ধ হয়ে যায়। আকাশ ছোবার মত পাখা থাকলেই হয়না, তা ব্যবহার করাও জানতে হয়।
©somewhere in net ltd.