নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

ছন্দহীন কবিতা

২৬ শে মে, ২০১৩ রাত ৮:০২

চোখ খুলে যাই দেখি সবই বিমুগ্ধ করে আমায়-

নিস্তব্ধ পরিবেশ,

নীল আকাশ,

উত্তরের শীতল বাতাস,

ঠাণ্ডায় হু হু করা পাখির ডাক,

গাছের ডালের ফাকে ফাকে আসা রোদ,

আর খাবার নিয়ে ব্যস্ত পিপীলিকার দল।



এসব , নিয়মের বেড়াজালে থেকেও পৃথিবীকে জীবন্ত করছে

বাতাসের রঙ্গিন ঘুড়ি,

নৌকা চলার কলকল শব্দ

পথিকের মনের সুখের গান

মাঠের কোণে বসে থাকা কোনো নতুন রাখালের

সুর ছাড়া বাশির আওয়াজ।



ব্যস্ততার মাঝেও যেন তাদের আনন্দই দেখা যায়

রিক্সার ঘণ্টার শব্দ

গড়ের মাঠে ফুটবল খেলার চেঁচামেচি

কাঠমিস্ত্রির কাঠের চেয়ার, কুমারের চুষকে যাওয়া হাত,

আর শিশুর ক্রন্দন থামানোর মাসির বৃথা চেষ্টা



ঘুম ঘুম চোখ ও পুলকিত হয়ে যাই

মিটমিট করা তারায়

ঝিঝিপোকার অবিরত শব্দে

ভিজা মাটির মিষ্টি গন্ধে

চাদের আলো জানালা দিয়ে আশায়

আর পাশের বাসার ঘুমপাড়ানি গানের গুনগুন শব্দে



যাই লিখি সবই অর্থহীন হয়ে যায়

ইংরেজির প্যারাগ্রাফ

বাংলার মুখস্ত রচনা

বানিয়ে লেখা অংক

তারিখবিহীন ইতিহাস

যোগ ছাড়া হিসেব, সুত্র ছাড়া বিজ্ঞান

আর আমার ছন্দহীন কবিতা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো। :)

২৬ শে মে, ২০১৩ রাত ৮:১৪

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ। আমার লেখা প্রথম কবিতাগুলোর একটা। আজ ডায়েরির পাতা থেকে উন্মুক্ত করলাম।

২| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৬

ইউক্লিড রনি বলেছেন: যাই লিখি সবই অর্থহীন হয়ে যায়
ইংরেজির প্যারাগ্রাফ
বাংলার মুখস্ত রচনা
বানিয়ে লেখা অংক
তারিখবিহীন ইতিহাস
যোগ ছাড়া হিসেব, সুত্র ছাড়া বিজ্ঞান
আর আমার ছন্দহীন কবিতা।



বেশি জোস হইসে। ফেবুতে শেয়ার দিলাম। :-B

২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩২

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.