![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।
শৈশবে আমরা কিছু মানুষকে অনুকরণ করতে থাকি। তাদের প্রতিটি কাজ সরল মনে আমরা অনুসরন করি। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন আমাদের বিবেগ জাগ্রত হয়। প্রথমে তাদের ভুল-ভ্রান্তিগুলো আমাদের চোখে ধরা পড়ে, অবুঝ সময়ের আবেগ-অনুভুতিগুলো কাচের মত ভেঙ্গে পড়ে । এর পর আমরা তাদের অনুসরন করা বন্ধ করে নিজেদের সতন্ত্রতা সৃষ্টি করি। এর পর আমাদের ব্যক্তিত্তের সাথে তাদের ব্যক্তিত্তের সংঘাত ঘটে। কিন্তু অবশেষে আমরা বুঝি বাস্তবে পরিপূর্ণতা কারো মধ্যে নেই, তখন আমরা তাদের ভাল দিক গুলোর জন্য তাদের সম্মান করি আর অগ্রহণযোগ্য বিষয়গুলো নীরবতা দিয়ে পরিহার করি।
©somewhere in net ltd.