নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

এক যে ছিল রাজা - গোপী গাইন বাঘা বাইন ( গীতিকবিতা)

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০০

এক যে ছিল রাজা-

(বাঃ! এই ভাবেই গাও। চেঁচায়ো না।)

এক যে ছিল রাজা-তার ভারি দুখ্।

(রাজার ভারি দুঃখ হে আমিও বুঝেছি।)

দ্যাখো রাজা, কাঁদে রাজা, আহা রাজা, বেচারা রাজা, বেচারা রাজার

ভারি দুখ্!

(বাঃ! বড় ভালো বেঁধেছো তো গানখানা!)

দুঃখ কিসে হয়?

(কিসে হয় বল তো?)

অভাগার অভাবে জেনো শুধু নয়।

যার ভাণ্ডারে রাশি রাশি

সোনা দানা ঠাসা ঠাসি

তারও ভয়।

(তারই বেশী ভয়!)

জেনো সেও সুখী নয়

সুখী নয়।

(ডাকাতের ভয় তো, রেতে ঘুম নাই!)

দুঃখ যাবে কী?

দুঃখ যাবে কী?

বিরস বদনে রাজা ভাবে কী?

বলি যারে তারে

দিয়ে শাস্তি

রাজা কখনো সোয়াস্তি পাবে কী?

দুঃখ যাবে কী?

(এই গান শুনলে পরে রাজা আমাদের ছেড়ে দিত হে!)

দুঃখ কিসে কিসে যায়?

দুঃখ কিসে যায়?

প্রসাদেতে বন্দী রওয়া

বড় দায়।

একবার ত্যাজিয়া সোনার গদি

রাজা মাঠে নেমে যদি

হাওয়া খায়!

তবে রাজা শান্তি পায়।

রাজা শান্তি পায়

শান্তি পায়।



(সংকলিত)



আমার প্রিয় গান গুলোর একটা। এই গান টা শুনলে মনে এক অন্য রকম অনুভুতি এসে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:০০

নীল আকাশ আর তারা বলেছেন: meaowww meaowwww....... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.