নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি সিরিয়াল- How I Met Your Mother

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮



How I Met Your Mother একটি হাস্যরসাত্মক ও রোমান্টিক ধারাবাহিক নাটক। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর একটি। ১৯ সেপ্টেম্বর ২০০৫ সালে আমেরিকার বিখ্যাত CBS চ্যানেলে শুরু হওয়া নাটকটি এখন পর্যন্ত ৮ টি সিশন বের করেছে, নবম ও শেষ সিশনটি এই বছরের সেপ্টেম্বর মাসে শুরু হবে। এখন পর্যন্ত ৮ টি সিশনে এর ১৮৪টি পর্ব দেখানো হয়েছে। নাটকটিতে মূল চরিত্র Ted Mosby তার জীবনের ঘটনা আর কিভাবে সে তার ওয়াইফ এর সাথে মিলিত হয় সে সকল ঘটনা তার সন্তানদের কাছে বলতে থাকে, এ জন্য নাটকটির নাম How I Met Your Mother.



নাটকটিতে ৫ বন্ধুর জীবনকে ঘিরে ঘটে চলা বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। তারা চারজনই নিউইয়র্ক এর বাসিন্দা। চরিত্র গুলো হলঃ



১) Ted Mosby:



Josh Radnor. নাটকের কেন্দ্রীয় চরিত্র। পুরো নাটকটি তার জবানিতে বলা। প্রথম সিশনে দেখানো হয় সে টেড ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে নিউইয়র্ক এ আসে তার বন্ধু মার্শাল ও লিলির সাথে। এর পর সে একটি প্রকৌশল ফার্মে কাজ করে। নাটকের এক পর্যায়ে তাকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেও দেখা যায়। সে Star Wars মুভির অনেক বড় ভক্ত। প্রথম সিশনের এক পর্যায়ে তার নাটকের আরেক প্রধান চরিত্র রবিন এর সাথে ভালবাসার সম্পর্ক তৈরি হয়।



২) Robin Scherbatsky:



Cobie Smulders. এক সময় টেড মসবির প্রেমিকা হিসেবে তাকে দেখা যায়। রবিন কানাডায় জন্মগ্রহন করে। একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হবার স্বপ্ন নিয়ে সে নিউইয়র্ক এ আসে।



৩) Barney Stinson:



Neil Patrick Harris. আমার ব্যক্তিগত সবচেয়ে পছন্দের চরিত্র। সে Goliath National Bank এ কাজ করে। সে মুলত একজন প্লেবয়। কোন রকম স্থায়ী সম্পর্কে সে যেতে চায় না। নাটকে তাকে দেখা যায় একজন ধনী, রসিক, স্মার্ট ব্যক্তি হিসেবে। সে লেজার গেম এর একজন বিরাট ভক্ত। নাটকটি দেখলে বুঝতে পারবেন এমন অনেক কাজ সে করে যা দেখলে কেউ হাসি আটকায় রাখতে পারবে না।



৪) Marshall Eriksen:



Jason Segel। টেড এর সবচেয়ে প্রিয় বন্ধু। হলে একরুমে থাকা সময় তাদের এই বন্ধুত্ব তৈরি হয়। প্রথম পর্বে মার্শাল আইনে পড়তে থাকে এবং এক পর্যায়ে সে উকিল হয়। তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা উকিলতি করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা। যদিও অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঋণের কারনে সে ব্যাংক ও একটি পরিবেশ দূষণকারি প্রতিষ্ঠানেও কাজ করে। ছবির এক পর্যায়ে সে লিলিকে বিয়ে করে। কলেজে থাকা সময় তার আর লিলির ভালবাসার সম্পর্ক তৈরি হয় আর সেটা সারাজীবন স্থায়ী হয়।



৫) Lily Aldrin:



Alyson Hannigan। মার্শালের স্ত্রী। সে মূলত তাদের সার্কেলে মোডারেটরএর মত কাজ করে। যখন কোন ইস্যু নিয়ে তর্ক লাগে তখন সে উপযুক্ত যুক্তি নিয়ে বিষয় মিটমাট করে। ব্যক্তিজীবনে সে একজন কিন্ডারগার্ডেন টিচার। আর আর্টের প্রতি তার তীব্র আগ্রহ। যদিও তার স্বপ্নকে পূরণ করতে না পারায় সে অনেক অসন্তুষ্ট। নাটকের এক পর্যায়ে সে একজন ধনী ব্যবসায়ীর Art Consultant হয়।



পুরস্কারঃ

How I Met Your Mother নাটকটি অনেক খ্যাতি অর্জন করেছে। People's Choice Awards, Emmy Awards, Teen Choice Awards, Young Artist Awards, Critics' Choice Television Award, ALMA Award, Casting Society of America, USA , GLAAD Media Awards, Golden Globe Awards, Prism Awards, Satellite Awards ইত্যাদিতে মনোনয়ন ও পুরস্কার পেয়েছে এই নাটকটি।

এই নাটকটির প্রতিটি পর্ব গড়ে প্রায় ১ কোটি লোক টিভি স্ক্রীনে বসে দেখা হয়।



( P.S. অনেক ১৮+ বিষয় আছে তাই বাচ্চাদের সামনে দেখবেন না )

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++++++++++

২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

মোতাব্বির কাগু বলেছেন: নীল প্যাট্রিক ব্যক্তি জীবনে গে এটা মনে হলেই ভালো লাগেনা
যদিও এটা তার ব্যক্তিগত বিষয় তবু ভক্ত হিসেবে একটা অধিকার আছে বলেই বলা
এছাড়া বাংলাদেশী চরিত্র (সিরিয়ালে) রঞ্জিতকেও ভালো লাগে

৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: বেস্ট শো এভার!!! সিজন ওয়ান থেকে আট এর সব কয়টা পর্ব একাধিকবার দেখছি !!

বার্নি স্টিনসন ! জিনিস একটা !

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

ক্যাটম্যান বলেছেন: সহমত

৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: আই হাই !! বার্নি নাকি গে ?? কন কি ওএমজি !!! :|| :-/ :-/ :-/ :-/

৫| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বাংলার হাসান বলেছেন: +++++++++++++

৬| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

হৃদয় জুড়ে বলেছেন: মোট তিন বার দেখলাম , ছোট ভাই আবার শুরু থেকে দেখা শুরু করছে , তার লগে আমি ও দেখতাছি ।

৭| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

হাসান যোবায়ের বলেছেন: The big bang theory সিরিজটা আমি দেখি। আমার কাছে বেশ ভাল লাগে। :)

৮| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:২৯

আদার ব্যাপারি বলেছেন:
ডাউনলোডাবো কোথা থেকে???

৯| ২৫ শে জুন, ২০১৩ রাত ২:৩৭

মোতাব্বির কাগু বলেছেন: Click This Link

http://www.youtube.com/watch?v=l3Y52kD0G2c

Click This Link















আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.