![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।
Pepsi ও Coca-Cola নিয়ে দীর্ঘদিন ধরে কিছু নেতিবাচক বিষয় আমি অনেকের মুখে শুনে আসছি আবার অনেকবার ফেসবুকেও "Sharing Spam" আকারেও দেখেছি। যেখানে বলা হয়েছে Pepsi আসলে ইসরাইলি একটি প্রতিষ্ঠান ( কিছু পেজ এ আবার একে ইসরাইল সাহায্যকারি প্রতিষ্ঠান বলা হয়েছে ) যেখানে PEPSI এর full meaning হচ্ছে Pay Each Penny to Save Israel. অন্যদিকে Cola-Cola এর লোগো নিয়ে বলা হয়েছে এটি উল্টো করলে যা আসে তা আরবিতে পড়লে আল্লাহ এবং মহানবী ( সাঃ ) কে অস্বীকৃতি জানানো হয়। আজ হঠাৎ ভাবলাম একটু বিশ্লেষণ করে দেখি আসলে কাহিনীটা কি। দীর্ঘ ৫ ঘণ্টা ঘাটাঘাটি করার পর কিছু তথ্য পেলাম।
Pepsi ও Coca-cola এর উৎপত্তি আমেরিকায়। পেপসি নামকরন করা হয় ১৮৯৮ সালে। তখন Israel বাঁচানোর মতো কোনো প্রেক্ষাপট পৃথিবী দেখেনি। Pepsi নামটি এসেছে pepsin নামক একটি এনজাইমের নাম থেকে যা প্রথম প্রথম পেপসিতে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আর ঐ পেপসিন নাম এসেছে geek থেকে যার অর্থ হজম করা। ১৯৬৬ সালে পেপসি ইসরাইলে তাদের শাখা খুলতে চেয়েছিল তখন মধ্যপ্রাচ্যে তাদের বড় একটি বাজার ছিল। ইসরায়েলে শাখা খুললে মধ্যপ্রাচ্যের ৪০টি দেশ তাদের বাণিজ্য বয়কট করতে চায়। তখন জনবিক্ষোভের মাঝে পেপসির Pay Each Penny to Save Israel নামটি প্রথম আমাদের মাঝে আসে। তারা বাধ্য হয় ইসরাইল থেকে বাজার সরিয়ে আনতে। আজ মধ্য প্রাচ্যে সবচেয়ে বেশি প্রচলিত পানিয়গুলোর মধ্যে মাক্কাকোলার পরেই পেপসির অবস্থান। উৎসছাড়া এই নাম আমাদের মুখে মুখে রয়ে যায়।
অন্যদিকে Coca-Cola ১৮৮৬ সালে আমেরিকায় জন্ম নেয়। কোঁকাকোলার প্রথম উপাদান ছিল cocaine আর caffeine। কোকেন পাওয়া যায় coca পাতা থেকে আর caffeine পাওয়া যায় kola nut থেকে। সেই kola থেকে cola নাম এসেছে। Frank Robinson ( কোঁকাকোলার মার্কেটার) নামটি রাখেন ও ডিজাইনটি তৈরি করেন। যিনি সারাজীবন কাটিয়েছেন আমেরিকায়। তিনি খুব সল্পশিক্ষিত ছিলেন, আরবি জানার সম্ভাবনা তার মধ্যে নেই। ১৯৪৯ সালে তারা ইসরাইল এ বোতল তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল, এই কূটনৈতিক কারনে মধ্যপাচ্যে Coca-Cola বয়কট করা হয়।
অনেক জায়গা থেকে পেয়েছি। peps, coca-cola র ওয়েবসাইট, বিষয়টির পক্ষের-বিপক্ষের ওয়েবসাইট, লোগোর ইতিহাস ওদের ওয়েবসাইট থেকে পেলাম, লোগো কি আসলে উদ্দেশ্যপ্রণোদিত নাকি তা জানার জন্য লোগো যে বানিয়েছে তার জীবনী পড়লাম। খুজে বের করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে যে অপবাদটা দেয়া হয়েছে তার কোন শিকড় নেই। অনেকে এটার লিঙ্ক দিয়েছে। লিঙ্ক এ ঢুকলে দেখা যায় যে অন্যরকম কথা বলছে, আর বস্তুনিষ্ঠ কোন যুক্তি বা উৎস নেই। মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী নেতারাও এই কথা বলেছেন তবে Authentic উৎস কোথাও পেলাম না। আমাদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করেই এই spam ছড়াচ্ছে। মিথ্যার রূপই এরকম শিকড় থাকে না, কিন্তু অজস্র শাখা থাকে।
ব্যাক্তিগতভাবে আমিও ইসরাইল প্রতিষ্ঠাকে "অতিথি কর্তৃক জমি দখল" আর আমেরিকার পুঁজিবাদকে "সাম্রাজ্যবাদের" সাথে তুলনা করি। তবে অপরাধির ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নেই না।
তথ্যসুত্রঃ
১) উইকিইসলাম
২) পেপসির অফিসিয়াল ওয়েবসাইট
৩) কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইট
৪) উইকিপিডিয়া
৫) ইয়উ টিউব
৬) Frank Mason Robinson এর জীবনী ( উইকি, পেপসি ও ওয়ার্ডপ্রেস, ব্লগার )
৭) Soda War
৮) Encyclopædia Britannica 1992
৯) Chicago Tribune, May 19, 1992
২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
ব্লগার ইমরান বলেছেন: মুল ব্যাপারটা হলো হুজুগ আরকি। আসল ব্যাপারের ধারেকাছেও নাই।
শুধু এটুকু জেনে রাখা ভালো আজকের দুনিয়াতে শুধু মুসলিম-দের বিনাশ করার কথা হচ্ছে না , বরং পুরো মানবজাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যেহেতু ইসলাম সবচেয়ে লেটেস্ট রিলিজিওন তাই এটা এখনো স্ট্রং । এবং এই কারনেই এটার উপর আক্রমন খুব বেশি হচ্ছে। শুধু কোকাকোলা-পেপসের দোষ দিয়ে লাভ নেই ।
আর লোগোর ব্যাপারটা বেশ পুরোনো। এরা লোগোর মধ্যে তারা তাদের সাইন রেখে দেয়। তবে ইসলামের বিরুদ্ধে মেসেজ লিখছে কিনা জানা নেই, লিখে রাখলে অসম্ভব কিছু না। তবে এরা সাধারনত মেসেজ লিখে না, ওদের সিম্বল রাখে শুধু মাত্র।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮
ধৈঞ্চা বলেছেন: আসলেই তাই, অপরাধীর ক্ষেত্রে যখন মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন মিথ্যাটা প্রকাশ হয়ে গেলে অপরাধীর অপরাদ নিয়ে সন্দেহ থাকে। তাই মিথ্যা প্রপাগাণ্ডা কখনোই ঠিক নয়।
তবে কোক বা পেপসির অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬
ক্যাটম্যান বলেছেন: যেকোন ধরণের কোমল পানিয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯
বোধহীন স্বপ্ন বলেছেন: আমার কাছে এগুলো ভুল ধারণা বলেই মনে হত, তবে কোন্দিন যাচাই করে দেখিনি । আপনার পোস্ট থেকে অনেক কিছু জানলাম, ধন্যবাদ
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
ক্যাটম্যান বলেছেন: আপনাকেও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩
শিস্তালি বলেছেন: ভালো পোস্ট! ধন্যবাদ! আমার কাছেও ফালতু মনে হইসিল ব্যাপারটা!
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
ক্যাটম্যান বলেছেন: আপনাকেও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১
মুহিব বলেছেন: কতটা অজ্ঞ জাতি হলে এমন ধারনা করতে পারি। পেপসি যদি তাদের সমুদয় লাভ ইসরায়েলকেও দিয়ে দেয় তবুও তারা ব্যবসা ও আয়ের খাতিরে এমন কোন নাম রাখার কথা না। কারন ইসলামিক দেশেই তাদের অনেক বড় বাজার। আর অইসলামিক দেশের সাধারন মানুষও এই তথ্য জানার পর আর এই পন্য ব্যবহার করতে চাইবে না।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮
ক্যাটম্যান বলেছেন: সহমত
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০২
ফ্রিঞ্জ বলেছেন: অমুসলিম দের একমাত্র কাজ হচ্ছে মুসলিমদের পিছনে লাইগা থাকা আর ইসলাম ধর্মের ক্ষতি করা।
অমুসলিমদের আর খায়া দায়া কোন কাজ নাই। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, ব্যবসা ইত্যাদি সব ক্ষেত্রে মুল অবদান মুসলিম দের। অমুসলিমরা ষড়যন্ত্র কইরা সব হাতায়া নিসে
বাই দা ওয়ে, কোক পেপ্সি ফালতু টাইপ জিনিস। এগুলা না খাওয়াই ভালো। লেবুর সরবত ইজ বেটার দ্যান কোক / পেপ্সি।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
ক্যাটম্যান বলেছেন: যেকোন ধরণের কোমল পানিয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । স্বাস্থ্যগত কারনে বয়কট করা উচিত
৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
পথহারা সৈকত বলেছেন: বাই দা ওয়ে, কোক পেপ্সি ফালতু টাইপ জিনিস। এগুলা না খাওয়াই ভালো। লেবুর সরবত ইজ বেটার দ্যান কোক / পেপ্সি।
৯| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯
রিমন রনবীর বলেছেন: কয়েকদিন আগে সামুতে এ ধরনের কতগুলা হুজুগ পোস্ট দেখতাম। দেখে আর কি করতাম, হাসতে হাসতে গড়াগড়ি দিতাম
১০| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
রোমেন রুমি বলেছেন:
এই আজগুবি কাহিনীগুলোর একটা সুন্দর সমাধান পেলাম আজ ।
ধন্যবাদ ক্যাটম্যান ।
পোস্টে +++
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
ক্যাটম্যান বলেছেন: আপনাকেও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
১১| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮
এম ই জাভেদ বলেছেন: কোক -পেপসি যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা মানতে তো কারো আপত্তি থাকার কথা নয়; এটাও সবার জানা আছে নিশ্চয় আমেরিকা ইসরাইলের সবচেয়ে ভাল বন্ধু। আর ইসরাইলের ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন। অতএব ........
১২| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানলাম
১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
আহমাদ জাদীদ বলেছেন: কোক-পেপ্সি স্বাস্থ্যগত কারণেই কম খাওয়া উচিত । না খাইলে তো আর ভালো ।
১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক কিছু জানলাম।
১৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
হাসান মাহবুব বলেছেন: খাইসে কোকেন মিশাইতো কোকাকোলায়!
১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এরকম হুজুগে বানোয়াট প্রচারনা অনেক আগে থেকেই শুনতাম, লেখাটা সেই প্রচারনার একটা পোক্ত জবাব । ভালো লাগলো পোষ্টটা পড়ে।আমাদের মুসলিমদের নিজ ধর্মের প্রতি অনুসরনই আমাদের সমাজকে রক্ষা করতে পারে বিধর্মী আগ্রসীদের কাছ থেকে, কোক -পেপসীর বিরুদ্ধে মিথ্যা হুজুগে বার্তা পৌঁছে ওগুলোকে বয়কট করার মধ্যে মুসলিমদের কোন কল্যাণ অন্তত নিহীত নেই।
২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৬
ক্যাটম্যান বলেছেন: সহমত
১৭| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮
শহীদুল গাজীপুর বলেছেন: >> সুন্দর একটি সমাধান হল আজ। তবে সকল প্রকার কোমল পানীয় স্ব্যাস্থের জন্য ক্ষতিকর। >> তাই আমাদের প্রত্যেকের উচিৎ এগুলো বয়কট করা। পেপসি, কোক, আরসি, সেভেন আপ, টাইগার, স্পিড, হর্স, পাওয়ার না পান করার চাইতে শুধু পানি পান করা অনেক ভাল।
সবাইকে অনেক ধন্যবাদ। তাদের সুন্দর ও গঠনমূলক মতামত প্রদানের জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
সেমিবস বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য।