নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

অ্যাপেল কোম্পানির রহস্য উম্মোচন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬



পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর একটি অ্যাপেল। ১৫৬ বিলিয়ন ডলারের মূলধনের বিশাল টেকসাম্রাজ্য তৈরির পিছনে আছে অনেক জুলুম আর ছল-চাতুরি। স্বর্ণমোড়কে থাকা দুর্গন্ধময় গোবরের কিছু পর্দাফাস করা হল



১)



শ্রমমূল্য কমানোর জন্য তারা চীনে মোবাইল উৎপাদন করে। যদিও তাদের ইলেক্ট্রনিক যন্ত্রাংশগুলো অনেক দামি তবুও এই কম শ্রমমূল্য তাদের পণ্যের দাম স্বাভাবিক রাখে। তারা দিন প্রতি ১২ ঘণ্টার কাজের বিনিময় প্রায় ২২ ডলার দিয়ে থাকে।



২)



তারা সাধারনত নিম্নমানের ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানের দিকে চোখ রাখে। দীর্ঘদিন পর্যন্ত ফক্সকন এর সাথে তাদের চুক্তি থাকলেও পরে ফক্সকন সরকারিভাবে শ্রমিকদের বেতন বাড়ানোর আদেশ পাওয়ায় অ্যাপেল তাদের মুখ ফিরিয়ে নেয়। শুধু তাই নয়, শ্রমিকদের আরও কম বেতন দেয় এমন চীনা প্রতিষ্ঠান “পেগাট্রন” এর সাথে চুক্তিতে আসে।



৩)



পরিবেশদূষণে অ্যাপেল কোম্পানির জুড়ি নেই। ২০১১ সালে তারা প্রায় কার্বন নিঃসরণ ২৩.১ মেট্রিকটন কার্বন নিঃসরণ করার জন্য দায়ি। পরবর্তীতে পরিবেশ সুরক্ষার কথা বললেও ২০১২ সালে তাদের কার্বন নিঃসরণ আরও ৩৪% বৃদ্ধি পায়।



৪)



আই, এইচ, এস এর রিপোর্ট অনুযায়ী, একটি আইফোন তৈরি করতে ২০৭ ডলার খরচ পরে। আর বিক্রি করে ৫৮০ ডলারে। এই হিসাব মডেলভেদে ভিন্ন হলেও সবমিলিয়ে অ্যাপেল ৪৮-৫৮ ভাগ পণ্য বিক্রি না করেই তাদের মুনাফা গোনা শুরু করে। আর সামগ্রিক কোম্পানির খরচের দিকে দেখলে সেটা ৩০ ভাগে নেমে আসে। এক উগ্র পুজিবাদি মনোভাব নিয়ে চলছে অ্যাপেল।



৫)



২০০৭ সালে অ্যাপেল আইফোন বাজারে আনে যা ছিল মোবাইল প্রযুক্তির জন্য একটা বিপ্লব। তবে স্টিভ জবের মৃত্যুর পর থেকে অ্যাপেল তাদের উদ্ভাবনী ক্ষমতা অনেকটা হারিয়েছে।



৬)



আইফোন ও অ্যাপেল এর অন্যান্য প্রোডাক্ট এ সমোলচিত কল্টান নামক ধাতু ব্যবহার করা হয়। কল্টার তাপপ্রতিরোধক ও আদর্শ বিদ্যুৎ পরিবাহী। কিন্তু এই ধাতু অনেক দুর্লভ ও দামি। এই ধাতুর জন্য কঙ্গতে যুদ্ধ পর্যন্ত হয় আর ১৯৯৮ সালে প্রায় ৫-৭ মিলিয়ন মানুষ যুদ্ধে মারা যায়।



৭)



অ্যাপেল কোম্পানি তাদের গ্রাহকদের তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকের কাছে পাচার করে এমন অভিযোগও আছে। গারডিয়ান বেশ কিছু সময় আগে একটা ফাস হওয়া ডকুমেন্ট প্রচার করে তাতে লেখা ছিল প্রিজম নামের একটি গোপন প্রোগ্রাম এর কথা। অ্যাপেল তাদের ইউজারদের কল, টেক্সট, ব্রাউজ করা সাইট, লোকেশন সব তথ্য বিলিয়ন ডলারের বিনিময় এটি অ্যান্ড টি, ভেরাইজন, স্প্রিন্ট ইত্যাদি কোম্পানির কাছে পাচার করে।



৮)



আইটিউন আসার পর সঙ্গীত রেকর্ড এর বিক্রি প্রায় ৫০ ভাগ কমে যায়। বর্ডার, টাওয়ার এর মতো রেকর্ডিং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তার সাথে হাজার হাজার ব্যাক্তি মালিকানায় থাকা ক্যাসেট বিতান বন্ধ করে দিতে হয়। আইটিউন বাধ্য করে শিল্পীদের তাদের গানগুলোর অ্যালবাম আইটিউন এ বিক্রি করতে। যেখানে প্রতিটি অ্যালবাম বিক্রির ৩০ ভাগ টাকা অ্যাপেল গ্রহণ করবে, ৬০ ভাগ মিউজিক ইন্ডাস্ট্রি আর মাত্র ১০ ভাগ পাবে শিল্পী।



৯)



আইফোন এ আরেকটি চরম জিনিস হল তারা কখনো ইউজার এর পিছু ছাড়ে না। অর্থাৎ আইফোন এর ভিতর ট্র্যাক করার এমন প্রযুক্তি আছে যা মোবাইল বন্ধ থাকুক, নষ্ট হয়ে যাক ঠিকই খুজে পাবে। বর্তমানে আইফোন এ ম৭ নামের একটি চিপ ব্যবহার করা হয় যার মাধ্যমে ইউজার এর তাৎক্ষনিক অবস্থান জানা যাবে তার সাথে গতিবিধি ও নির্দিষ্ট সময়পর সম্ভাব্য অবস্থানও জানতে পারবে অ্যাপেল।



১০)



অ্যাপেল এর যখন খারাপ অবস্থা চলছিল তখন অ্যাপেল তাদের দাতব্য কর্মকাণ্ড বন্ধ করে দেয়। তারা জানায় কোম্পানির অবস্থা ভাল হলে আবার তারা শুরু করলে তবে টিম কুক সিইও হবার আগ পর্যন্ত এমনটা হয়নি। গতবছর অ্যাপেল ১০০ মিলিয়ন ডলার ব্যয় করে। শুনতে খুব ভাল লাগলেও এটা আসলে তাদের মুনাফার হিসেবে কিছুই না। এমনকি হেটাওয়ে স্টিল কোম্পানির মতো প্রতিষ্ঠান যাদের সিএসআর কর্মকাণ্ড তুলনামুলক কম প্রয়োজন তারাও অ্যাপেল থেকে ১৫ গুন বেশি দাতব্য কাজের সাথে জড়িত।



১১)



অ্যাপেল তাদের অধিকাংশ তরল সম্পত্তি একটি আইরিশ সাবসিডিরির কাছে রাখে ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য। যদিও টম কুক তার বক্তব্যে এমন ভাব দেখায় যে অ্যাপেলের দেশপ্রেম উতলায় পড়ছে। সাবাশ টম কুক।



১২)



অ্যাপেল যে স্বার্থপর এটা বলার অপেক্ষা রাখে না। তারা সফটওয়্যার, অ্যাপ বানায় নিজেদের ব্যবহৃত পণ্যের জন্য। এমনকি তাদের কিছু কিছু সেবা গুগল থেকে নিম্নমানের হলেও ইউজাররা বাধ্য শুধুমাত্র তাদের সেবা গ্রহণ করতে। অ্যাপেল এর ম্যাপ এর মধ্যে অন্যতম।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সেফানুয়েল বলেছেন: কিভাবে শিওর হলেন এত কিছু? Microsoft এর মাধ্যমে? :D

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

ক্যাটম্যান বলেছেন: ভাল বলসেন

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

জহির উদদীন বলেছেন: কিন্তু আই ফোনতো সেই রকম....
ভাল লাগলো......

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

ক্যাটম্যান বলেছেন: ভাল লাগতেই পারে। অ্যাপেল আপনার চোখ ধাঁধানো পণ্যই দিচ্ছে। আমি শুধু পর্দার পিছনের কথা বলছি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

ক্যাটম্যান বলেছেন: ভাল লাগতেই পারে। অ্যাপেল আপনার চোখ ধাঁধানো পণ্যই দিচ্ছে। আমি শুধু পর্দার পিছনের কথা বলছি

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: মানে হলো আপেলে ফরমালিন :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

ক্যাটম্যান বলেছেন: হাহাহা। অনেকটা

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

এস বাসার বলেছেন: সমস্যা কোথায়? আপেলই হোক, আর কাঁঠালই হোক........ ফাইনালি তারা বিজনেস করার জন্যই মার্কেটে এসেছে। দান খয়রাত করার জন্য না।

সো........

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

ক্যাটম্যান বলেছেন: কর্পোরেট সোশ্যাল রিস্পন্সিবিলিটি বলতে একটা জিনিস আছে। খালি বিজনেস করলেই তার দায়িত্ব শেষ হয় না।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক কিছু জানা হল -

৭ নম্বর পয়েন্টটা মনে হয় পুরাপুরি ঠিক না। আর কোম্পানির নাম হবে ভেরাইজন, স্প্রিন্ট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ, বানান ভুল করেছিলাম। এডিট করে ফেলসি। আর তথ্যটা গার্ডিয়ানের কাছ থেকে নেয়া, উনারা ভুল বললে কিছু করার নাই

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

তাসজিদ বলেছেন: আসলে এরা টেক জায়ান্ট। যা খুশি তাই করে।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ক্যাটম্যান বলেছেন: ঠিক বলসেন

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভয়াবহ!!! হায় !! আগে যদি জানতাম , অ্যাপলের পেটের ভিতর এতো জিলাপী ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

ক্যাটম্যান বলেছেন: আমি অ্যাপেলের পণ্য ব্যবহার করতে না বলছি না। তবে আমাদের জেনে রাখা উচিত তাদের পণ্য ব্যবহার করে আমরা তাদের উগ্র পুজিবাদ, পরিবেশ দূষণ, শ্রমঅন্যায়ের মতো কাজে সাহায্য করছি।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

তার ছিড়া আমি বলেছেন: অনেক কিছুই জানলাম, ভালো লাগল।
তবে ভাই আমরা আগে নিজের চরকায় তেল দেয়া শিখি, তাতে লাভ হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

ক্যাটম্যান বলেছেন: আমরা যখন যখন আভিজাত্যের নামে অ্যাপেলের প্রোডাক্টকে উগ্র পুজিবাদ, পরিবেশ দূষণ, শ্রমঅন্যায়ের মতো কাজে সাহায্য করা মনে করে বয়কট করবো তখন নিজের চরকায় তেল দেয়াই হবে। ধন্যবাদ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





অনেক কিছুই জানলাম। পোষ্টের জন্য ধন্যবাদ।

তবে আমার জীবনের প্রথম এমপিথ্রি প্লেয়ার হিসেবে এপলের আইপড ব্যবহার করার পর থেকে এর ভক্ত হয়ে গেছি। আর তাই সেই ধারাবাহিকতায় আইফোন চলে এসেছে জীবনে। এখন সুযোগের অপেক্ষায় আছি একটা ম্যাকবুক প্রো কেনার!! :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

ক্যাটম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। অ্যাপেল এর পণ্য বেশ উন্নতমানের এতে সন্দেহ নেই। শুভকামনা রইল।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

সাইফুল আজীম বলেছেন: এনড্রয়েডই ভালো। নিজেকে স্বাধীন লাগে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

ক্যাটম্যান বলেছেন: সহমত

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

লজিক মানুষ বলেছেন: হমম। চরম

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

Esshan বলেছেন: কিভাবে শিওর হলেন এত কিছু? Microsoft এর মাধ্যমে? =p~ =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ক্যাটম্যান বলেছেন: ভাই, কমেন্টও কপিপেস্ট !! জবাবও কি কপিপেস্ট দিতে হবে নাকি ;)

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

Esshan বলেছেন: কিভাবে শিওর হলেন এত কিছু? Microsoft এর মাধ্যমে? =p~ =p~ =p~

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

রাখালছেলে বলেছেন: android is bosss

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

ক্যাটম্যান বলেছেন: রাইট

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

খাটাস বলেছেন: ++++++++++ খুব ভাল পোস্ট। রেখে দিলাম।
ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
তথ্যগুলো কই পাইছেন তার কিছু লিঙ্ক দেলে বেটার হত।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

হৃদয় রিয়াজ বলেছেন: আপেল খাওনেরই টেকা নাই এখন অ্যাপেল!!! B-) :P
বাই দ্যা ওয়ে, পোস্ট ভাল লাগল। নতুন কিছু জানলাম। ঘটনা যদি সত্যি হয় তবে অ্যাপেলও এক সময় মুখ থুবড়ে পড়বে। টাউট বাটপারী কইরা আর কত?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

ক্যাটম্যান বলেছেন: সহমত

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


অ্যাপেল এর সব কিছুই ভাল লাগে কিন্তু উচ্চমূল্য ও ইউজারকে অ্যাপেল এর অন্যান্য প্রোডাক্ট এর উপর নির্ভরশীল করে ফেলাটা একদমই অপছন্দ লাগে। এটা তাদের একটা ব্যাবসায়িক পলিটিক্স হতে পারে। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব নিচুমানের মনে হয়।

পোষ্ট সুন্দর হয়েছে। কিন্তু পোষ্টে কিছু তথ্য সুত্র দিলে আর ভাল হত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১০

প্রিন্স হেক্টর বলেছেন: আপেল ধরার সাধ্য নাই। এ্যন্ড্রয়েডই ভরসা :((



এ্যাপলের জিএসপি সুবিধা বন্ধ করা হোক :P B-))

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

ডি মুন বলেছেন: জানা হলো অনেক কিছু , ধন্যবাদ আপনাকে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

ক্যাটম্যান বলেছেন: আপনাকেও কষ্ট করে পড়বার জন্য ধন্যবাদ

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার পোষ্ট !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অনেক কিছু জানলাম।

১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ক্যাটম্যান বলেছেন: অনেক কিছু জানাতে পারলাম ;)

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

আশফাকুল তাপস বলেছেন: অ্যাপেল একটা থার্ড ক্লাস কোম্পানি।বানায় কতগুলি ফালতু এবং জঘন্য প্রোডাক্ট।অন্য সব ট্যাবলেট,এমপিথ্রি প্লেয়ার,ইবুক রিডার,সেলফোনে যখন সাধারন কপিপেস্ট করে ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করা যায়,এই ঘোড়ার মাথার প্রোডাক্টগুলিতে আইটিউন্স নামক পৃথিবীর সবচেয়ে বাজে আর ইউজার আনফ্রেন্ডলি সফটওয়ার দিয়ে ডাটা ট্রান্সফার করতে হয়।তাদের সাফারি নামে যে ইন্টারনেট ব্রাউজার আছে সেটা ১৫ বছর আগের যুগে পড়ে আছে,কোন আপডেট নাই।ইউজার ফ্রেন্ডলি শব্দ দুইটার সাথে তাদের কোন পরিচয় নাই।

অ্যাপেল ইউজারদের একটা ফুটানি মার্কা কথা হচ্ছে একবার অ্যাপেল ইউজ করলে নাকি আর সেখান থেকে বের হওয়া যায় না।এটা পুরাই ফালতু এবং ভাবমারা একটা কথা,নিজেদের "খুল" প্রমানের চেষ্টা।পেশাগত কারনে আমি অনেক দিন যাবত আইম্যাক চালাই কিন্তু এই জাতীয় ফুটানি আলাপ করার আগ্রহ আমার নাই।আমাকে কেউ ফ্রি দিলেও আরেকটা অ্যাপেল প্রডাক্ট আমি নিব না।

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

অবাধ্য সৈনিক বলেছেন: অ্যাপেলকে খুব একটা দোষ দেওয়া যায় না,সব জায়ান্ট কোম্পানি গুলার একই অবস্থা /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.