নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

আমরা একসাথেই বাস করছি একাধিক জগতে

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮







মাঝে মাঝে মনে হয় আমাদের অজান্তেই আমরা একসাথে অনেকগুলো জগতে বাস করছি। কিন্তু ঘটনাগুলো এতটা কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে হয়তো আমরা বুঝতেও পারছি না।



পদার্থের Sub-Atomic Level এর কথা যদি একবার চিন্তা করি



যেখানে প্রতিটা Sub-Atomic Particle গুলো কিছু সময়ের জন্য অস্তিত্ব খুঁজে পায় আবার কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। আবার হয়ত কিছু সময় পর অন্য কোন জায়গায় আবির্ভাব ঘটে। মহাবিশ্বের প্রতিটি পদার্থের গভীরে এই ধর্মই পাওয়া যাবে। কোথায় যায় সেগুলো কিছু সময়ের জন্য ? হয়তো অন্য কোন জগত আছে ঠিক এই জগতের মতো, যেমনটা আয়না। কিন্তু "এই জগত" আমার কি কথাটা বলা ঠিক হবে? আমার শরীরের পরমানুগুলোও তো একই ধর্ম পালন করছে। আমিও তো অনেকগুলো জগতে যাচ্ছি।



তবে এই বিষয় থেকে একটা জিনিস আমার মাথায় আসল। হয়তো সামনে কোন পদার্থবিদ থাকলে জিজ্ঞেস করতে পারতাম। যদি Sub-Atomic Particle গুলো বার বার জগত পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাহলে তো আমাদের মহাবিশ্বে ভ্রমন করার জন্য এর চেয়ে সহজ পথ আর হতেই পারে না। লক্ষ্য লক্ষ্য আলোকবর্ষ দূরে হয়তো খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারব। শুধু দরকার দেই পন্থাকে বের করার।

মাঝে মাঝে অদ্ভুত চিন্তা করতে ভালই লাগে।

You know, Sometimes Crazy Ideas turn out to be the best.

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

বোধহীন স্বপ্ন বলেছেন: বড়ই জটিল চিন্তা-ভাবনা।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

ক্যাটম্যান বলেছেন: আসলেই

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

আমি লিখতে চাই না বলেছেন: বড়ই টেনশনের ভিতরে ফেলে দিলেন জনাব ।তাইতো বলি, হাতরে-পাতরে প্রায়শই আমার একটা আঁঠি কম পাই কেন!

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

গ্রাম্যবালক বলেছেন: যদি Sub-Atomic Particle গুলো বার বার জগত পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাহলে তো আমাদের মহাবিশ্বে ভ্রমন করার জন্য এর চেয়ে সহজ পথ আর হতেই পারে না। লক্ষ্য লক্ষ্য আলোকবর্ষ দূরে হয়তো খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারব। শুধু দরকার দেই পন্থাকে বের করার।

আপনার এই চিন্তাই হয়ত একদিন মানুষকে অসাধ্য সাধন করতে সাহায্য করবে।।

আমাদের শরীর বা দেহটার কথাই ধরুনঃ- একের ভিতরে তিন সত্তাঃ রক্ত মাংশের শরীর।হাড় বা কংকালের শরীর।নুর বা আলোর শরীর।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ক্যাটম্যান বলেছেন: ওটা একটু ভিন্ন জিনিস তবে মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

মাঝে মাঝে অদ্ভুত চিন্তা করতে ভালই লাগে। সহমত।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

মুদ্‌দাকির বলেছেন: প্যারালাল ওয়ার্ল্ড থাকতেই পারে!!!!

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

তাসজিদ বলেছেন: valo kintu khub beshi choto post.

arektu bistarito hole valo hoto.

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

আদ্রিজা বলেছেন: ভার্চুয়াল ওয়ার্ল্ড ও এক ধরনের প্যারালাল ওয়ার্ল্ড । সেখানে বাস্তবে থেকেও আমরা বিচরণ করছি আলাদা আলাদা একটা সত্ত্বা নিয়ে।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ক্যাটম্যান বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.