নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের অনেক সত্য এখনো অজানা

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫



যেভাবে আমরা পৃথিবীকে দেখি আসলেই কি সেরকম ? নাকি সত্যের গুপ্ত ভাণ্ডার যুগে যুগে কোন বদ্ধ সিন্দুকে ভরে প্রশান্তের গভীরতম স্থানে ছুড়ে ফেলা হয়ে আসছে ? সময়ের সাথে সাথে যা মাটিতে মিশে যাবে।



আলেক্সান্দ্রিয়ার লাইব্রেরির সেই বইগুলোর আমার পড়তে ইচ্ছা করে, যার কালিতে একসময় ভূমধ্যসাগর কালো হয়েছিল, মায়ানদের সেই কারিগরের নাম জানতে চাই যে "চিচেন ইতজা" বানিয়েছিল। আমি তো সক্রেতিস-আর্যভট্টকে জানি, কিন্তু কে ছিল যে ইনকাদের সত্যের শিক্ষা দিয়েছিল? এমন কি কোন বিজ্ঞানী ইউরোপে জন্মায়নি যে গ্যালিলিও থেকেও সুদূর চিন্তা করেছিল, তবে পোপ সমাজের ভয়ে কোন জলন্ত আগুনে নিশ্চিহ্ন করেছে তার কর্ম। আমি জানতে চাই সেই অদৃষ্ট গোহার সেই শিলালিপির কথা, যাতে আছে ভিঞ্চির ডাইরি থেকেও বেশি মূল্যবান কিছু।



হয়তো আমিও সেই মানুষের সারিতে দাঁড়াবো যারা পর্দার পিছনে থেকেই মানব সভ্যতাকে উন্নত করে যাচ্ছে।

তাতে কি? আমার আত্মা তৃপ্ত হবে কোনো শিশুর মুখে মিষ্টি হাসি এনে দিতে, যে হয়তো কখনো জানতেও চাইবে না ... আমি কে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আসলেই, অজানা থেকে যাবে অনেক কিছু...

আলেক্সান্দ্রিয়ার লাইব্রেরির সেই বইগুলোর আমার পড়তে ইচ্ছা করে, যার কালিতে একসময় ভূমধ্যসাগর কালো হয়েছিল
- লাইনটা থেকে ভাল একটা কবিতার পঙক্তি বেরোতে পারে!

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

ক্যাটম্যান বলেছেন: আমার লেখাটা লাইন গুলো ছোট করে দিলেই একটা গদ্যকবিতা হয়ে যাবে।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

মুদ্‌দাকির বলেছেন: লেখাটা একটা কবিতার মত লাগল :) :)

২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

ক্যাটম্যান বলেছেন: জানি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.