![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।
আমেরিকায় কিছুদিন থাকার পর যে বিষয়টা আমার মাথায় আটকে গিয়েছে তা হল জাতি হিসেবে আমরা কোন অর্থেই ছোট নই।
আমেরিকা আমাদের মত এত জনবহুল একটা দেশ হয় । তাদের অনেক Resource আছে, আছে planned system যার কারনে মানুষ কিছুটা সভ্য ও শৃঙ্খলার মাঝে চলতে খুব পছন্দ করে। কারো চোখে চোখ পড়লে Awkwardly মাথা না ঘুরিয়ে বরং একটু মাথা নামিয়ে মুচকি হাসি দেয়। শুধু USA নয় পৃথিবীর অধিকাংশ দেশেই ঘটনা এক।
আমরা এমন নই। আমরা যে যারটা নিয়ে চিন্তা করি। লোকাল বাসে পারি না অন্যদের ধাক্কা দিয়ে ঢুঁকে যাই, বয়স্ক কোন লোক দাড়িয়ে থাকলেও মানবতার খাতিরে বসার জায়গা করে দেই না। গ্রিন সিগ্লানে গাড়ি থামিয়ে থামিয়ে হাটি।
আমাদের অনুন্নত ব্যবস্থা ও আমাদের আচার-আচরন সবকিছুই এক চরম বাস্তবতার ফল । আমরা ছোট্ট একটা দেশে অনেক মানুষ।
একটা সৌভাগ্যের দরজার কথা চিন্তা করি। ধরুন দরজা দিয়ে লাইন ধরে মানুষ ঢুকছে। লাইনটা ২০ জনের হলে আপনি ২০তম হলেও খারাপ লাগবে না। এখন যদি লাইনটা ২০,০০০ জনের হয় তখন কেমন লাগবে ?
অনেকে এত বড় লাইন দেখে ঠিক থাকতে পারে না। সুযোগ খুজে তাড়াতাড়ি যাওয়ার। যখন এই wrong practice রা বাড়তে থাকে তখনই অনিয়মটাই আমাদের রন্ত্রে রন্ত্রে চলে যায়।
আমাদের কখনই ইউরোপ বা USA এর মত চিন্তা করলে চলবে না , বোকামি হবে তুলনা করা। আমাদের তৈরি করতে হবে নতুন নিয়ম আমাদের মত করে। দেশকে গালি দেয়া অধমের কাজ। গর্বিত আমি এ মাটিতে জন্মে যে দেশ এত সমস্যা থাকার পরও উন্নতি করে যাচ্ছে। সালাম জানাই সেসব বীরদের যারা এই Challenge নিয়েছে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২২
বোধহীন স্বপ্ন বলেছেন: সহমত
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
আমিনুর রহমান বলেছেন:
সহমত ! অনিয়মগুলোই আমরা নিয়মে পরিনত করেছি বলেই আমাদের আজকে এই অবস্থা !
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব যৌক্তিক কিছু কথা বলেছেন।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৪
আজীব ০০৭ বলেছেন: সহমত
৬| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০১
হঠাৎ ধুমকেতু বলেছেন: লেখার ইতিবাচক টোন টা ভাল লাগল। দেশ কে গালি দেয়া সত্যি ই অধমের কাজ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
মুহামমদল হািবব বলেছেন: হুম