নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো তো বড়ো হই নি আমি, ছোটো আছি ছেলেমানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড়ো হয়ে বাবার মতো হলে।

চন্দ্রদ্বীপবাসী

জানতে চাই

চন্দ্রদ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

অশ্লীল শব্দ ব্যবহার আপনার হীন চরিত্রেরই প্রতীক

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩



আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানার জন্যে গুগলের সাহায্য নিতাম। কখনও কখনও বাংলায়ও সার্চ দিতাম। একটি বিষয় লক্ষ্য করতাম যে আমার বাংলায় সার্চ করা অনেক বিষয়ই সামুতে পাওয়া যাচ্ছে। আগে অবশ্য আমি আমার কিছু বড় ভাইয়ের কাছে সামুর নাম অনেকবারই শুনেছিলাম। তবে আগ্রহ না থাকায় সামুতে তেমন আসতাম না। কিন্তু গত কয়েক সপ্তাহ আগে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে গুগলে সার্চ দেই। সাথে সাথেই চলে আসে সামুর একটি সিরিজ যেখানে থার্ড রাইখ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এত সুন্দর ও সহজ করে লেখা হয়েছে সিরিজটা যে আমি আধ ঘন্টায় পুরো সিরিজটাকে শেষ করে ফেলি। সাথে সাথে মনে হল যে একটা অ্যাকাউন্ট থাকলে খারাপ হয় না। এই ভেবেই একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম।

অ্যাকাউন্ট খোলার পরে আমার পড়ার পালা শুরু হয়ে গেল। আমি সারাক্ষনই কিছু না কিছু পড়তে থাকতাম। দু-একটা মন্তব্য করাও শুরু করলাম। আস্তে আস্তে ব্লগের অনেক গুণী লেখককে চিনে ফেললাম। তাঁদের পুরনো লেখাগুলোও পড়তে লাগলাম। হঠাৎ একজন ব্লগার আমাকে উৎসাহ দিয়ে বললেন যে আমি যেন লেখা শুরু করি। তবে কি, আমার হাতের লেখা এমনই খারাপ যে লিখতে সাহস হচ্ছিল না। আর আমি বিষয়বস্তুও খুঁজে পাচ্ছিলাম না।

কাল একটা পোস্ট পড়া শেষ করে পোস্টের মন্তব্যগুলো পড়ছিলাম। হঠাৎ একটা মন্তব্য দেখে মনটা খারাপ হয়ে গেল। জনৈক ব্লগার অকথ্য ভাষায় পোস্টের লেখককে গালাগাল দিচ্ছে। আমার মনে হল আদর্শিক দিক থেকে মন্তব্যকারী এবং লেখক দুই মেরুর মানুষ। তবে তাই বলে তো একজন শিক্ষিত মানুষ এই ধরণের গালাগাল দিতে পারে না। মনে হল এই বিষয়ে কিছু লেখা উচিৎ। তাই আজকের এই লেখা।

একটা মানুষ ছোট থেকে বড় হতে হতে অনেক কিছু শেখে। শিখতে শিখতে ঐ মানুষটির মধ্যে মতামত প্রকাশের ক্ষমতা জন্মায়। মানুষটি চায় নিজের মতামত প্রকাশ করতে। পৃথিবীর প্রতিটি সুস্থ্য মানুষের জন্যেই একথাগুলো প্রযোজ্য। তবে সব মানুষের মতামত একরকম হয় না। একেকজনের দৃষ্টিভঙ্গি একেকরকম। কারো কাছে ক্ষুদিরাম বসু একজন স্বাধীনতা সংগ্রামী আবার কারো কাছে তিনি একজন সন্ত্রাসী।

‘মতভেদ’ এই গ্রহের মানুষ নামক প্রাণীর ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ। এটাকে মেনে নিয়েই আমাদের পৃথিবীতে চলতে হবে। যদি কারো সাথে মতভেদ হয়ে থাকে তবে তাকে বুদ্ধিবৃত্তিক ভাবেই মোকাবেলা করা উচিৎ। কোনভাবেই কোন অশ্লীল আচরণ করা উচিৎ নয়। এই ব্লগে কেউ কেউ হয়ত সাম্যবাদী কেউ কেউ হয়ত ইসলামপন্থী আবার কেউ কেউ হয়ত গণতন্ত্রপন্থী। অনেকের হয়ত একে অপরের সাথে মতানৈক্য হতে পারে। তবে সেই মতানৈক্যর জন্য কেউ যদি অন্য মানুষকে গালাগালি করে তবে সেই গালাগালিগুলো তাদের বুদ্ধিবৃত্তিক ব্যর্থতাকেই বোঝাবে।

কথায় আছে ‘ব্যবহারে বংশের পরিচয়’। আপনি যখন অশ্লীল বাক্য ব্যবহার করবেন সেটা আপনার বংশের পরিচয়ই বহন করবে। আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছেন সেটাও মানুষ বুঝবে। আপনার ব্যক্তিত্ব বলে আর কিছুই থাকবে না। আপনাকে বাকি সবাই খারাপ চোখে দেখবে। আপনার নিশ্চয়ই ইচ্ছা করে না পৃথিবীর ঘৃণিত ব্যক্তিদের একজন হতে?

সামুতে অনেককেই দেখলাম ধর্ম নিয়ে অশ্লীল পোস্ট দিচ্ছে। হ্যাঁ অনেকেই বলতে পারে এটা যার যার বাকস্বাধীনতা। আমি মানছি। তবে বাকস্বাধীনতা আর অশ্লীলতা একে বারেই এক নয়। আপনি ধর্ম নিয়ে সমালোচনা করতে পারেন তবে ধর্ম প্রবর্তকদের কিংবা ধর্মীয় ব্যক্তিত্বদের গালাগালি করতে পারেন না। আপনি যদি বলেন গালাগালি করাও বাকস্বাধীনতা তবে আপনার মাকে গালি দেওয়াও অন্যের কাছে বাকস্বাধীনতা। আপনার মা আপনার কাছে যেমন অতিপ্রিয় মানুষ ধর্মীয় লোকদের কাছে তাদের ধর্ম প্রবর্তকরাও অতি প্রিয় মানুষ। আপনার যেমন খারাপ লাগে আপনার মাকে গালাগালি করলে ঠিক তেমনি ধর্মীয় লোকদেরও খারাপ লাগে যখন আপনি তাদের ধর্ম প্রবর্তকদের গালাগালি করছেন।

একটা ঘটনা বলি। কোথায় যেন ঘটনাটি পড়েছিলাম। সম্রাট শাহজাহানের কাছে একবার পারস্যের রাষ্ট্রদূত আসলেন। সম্রাট তাকে খেতে দিলেন। রাষ্ট্রদূত খাবার সময় কটমট শব্দ করে মুরগীর হাড় চিবোচ্ছিলেন। সম্রাটের কটমট শব্দ সহ্য হচ্ছিল না। সম্রাট রাষ্ট্রদূতকে বললেন, “মুরগীর হাড় দেখি সব খেয়ে ফেললেন, কুকুরের জন্যে কিছু রাখুন”। এই শুনে রাষ্ট্রদূত পোলাওয়ের দিকে আঙুল তুলে বললেন, “ঐ তো রেখেছি ওখান থেকেই কুকুর খাবে”। মজার বিষয় হচ্ছে সম্রাটের প্রিয় খাবার ছিল পোলাও।

দেখুন একজন আরেকজনকে সুন্দর শব্দ ব্যবহার করে অপমান করেছিলেন। অপমান করেছে ঠিকই তবে ভাষাগত সৌন্দর্যের ফলে অপমানটি বুদ্ধিবৃত্তিক পর্যায়ে চলে গেছে। গালাগালি করার মধ্যে আপনার কোন বীরত্ব নেই বরং এর মধ্যে আপনার অসহায়ত্ব আছে। আপনার মতামতের অসহায়ত্ব আছে।

ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিৎ। যদি আপনার কারো লেখা একান্তই খারাপ লাগে। তবে আপনি সেই পোস্ট থেকে একশ হাত দূরে থাকুন। দয়া করে গালাগালি করবেন না। আপনার একটা কথাই বলে দেবে আপনি কোথা থাকে উঠে এসেছেন।

পুনশ্চঃ ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। ব্লগে লেখার প্যাটার্ন জানি না। সামুর ‘সহযোগিতা’ থেকে যতটুকু জেনেছি ততটুকুই । আশা করি লেখার দোষত্রুটি ধরিয়ে দেবেন

মন্তব্য ৭১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

রাতুলবিডি৪ বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সহমত। গালি তখনই বের হয় যখন নিজেকে এবং নিজের মতামতকে অসহায় মনে করে।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুধু ধর্ম নয়, যে কোন বিষয় নিয়েই সমালোচনা হতে পারে। তা অবশ্যই হতে হবে যৌক্তিক। সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম। সামহোয়্যারইন ব্লগ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে যতক্ষন না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন না করে। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ করে এমন কোন মতের প্রকাশ জানা মতে সামহোয়্যারইন ব্লগ সমর্থন করে না।

আপনি ব্যবহার করতে পারলে সামহোয়্যারইন একটি চমৎকার ব্লগ। আশা করি নিয়মিত লিখবেন।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
সামু সত্যিই চমৎকার একটি ব্লগ। সামু রীতিমত আমার নেশা হয়ে গেছে।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

দরবেশমুসাফির বলেছেন: অসাধারন শিক্ষণীয় লেখা। ১০০% একমত। সম্রাট শাহজাহানের ঘটনাটি ভালো লেগেছে।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ দরবেশ ভাই!

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

is not available বলেছেন: “গালাগালি করার মধ্যে আপনার কোন বীরত্ব নেই বরং এর মধ্যে আপনার অসহায়ত্ব আছে। আপনার মতামতের অসহায়ত্ব আছে।” দারুণ কথা। পোষ্টের সাথে সহমত (y)

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

আমি আবুলের বাপ বলেছেন: কিছু লীগি ভাইয়েরা আর কিছু ছুপা নাস্তিক গালাগালিতে এক্সপার্ট।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সেটা হয়ত বলতে পারব না কে গালাগালিতে এক্সপার্ট তবে এটা বলতে পারি যে গালাগালি যেই করুক না কেন সেই অসহায়।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

নীলসাধু বলেছেন: প্রথম পোষ্ট হিসেবে চমৎকার লিখেছেন। যা নিয়ে বলেছেন সে বিষয়টিও গুরুত্বপূর্ণ।
শুভ হোক ব্লগিং এর আগামী দিনগুলো।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: এরকম উৎসাহ দিলে লেখার সাহস পাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাল বিষয়ের অবতারণা করেছেন। গালাগালি সভ্য মানুষদের জন্য নয়।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: "গালাগালি সভ্য মানুষদের জন্য নয়"। সহমত।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য!

৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

গেম চেঞ্জার বলেছেন: গালাগালি করা আসলে সুস্থ মানসিকতার লক্ষণ না। যারা বাজে শব্দ ব্যাবহারে অভ্যস্থ তাদের সাইকিয়াট্রিস্ট দেখান দরকার। ১ম পোস্টেই আপনি মাত করে দিলেন। শুভেচ্ছা জানবেন।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনার প্রশংসার জন্য ধন্যবাদ!
আপনাকেও শুভেচ্ছা।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:

ব্লগে স্বাগতম, লিখুন।

গালি ভাষার অংশ, দরকারে ছিল বলেই আবিস্কার হয়েছে; সব ভাষায় আছে।
এটা নিয়ে চিন্তিত হবেন না; শুধু কারো মা-বাপ, ভাই-বোনদের না আনলে ভালো ।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: একমত হতে পারলাম না। অনেক কিছুই আবিষ্কার হয়েছে প্রয়োজনে তবে তার ব্যবহার অত্যন্ত ভয়ঙ্কর। এটম বোমের দরকার থাকলেও এটম বোমের ব্যবহার ভয়াবহ।

"হঠাৎ একজন ব্লগার আমাকে উৎসাহ দিয়ে বললেন যে আমি যেন লেখা শুরু করি"
এই লোক কিন্তু আপনি। ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

বাংলিশ বাবু বলেছেন: অভিনন্দন,বুকে জডাইয়া নিলাম।


গালি হচ্ছে মূর্খদের ভাষা ।।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আসেন ভাই বুকে আসেন =p~
ধন্যবাদ বাবু ভাই মন্তব্য করার জন্য।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//কাল একটা পোস্ট পড়া শেষ করে পোস্টের মন্তব্যগুলো পড়ছিলাম। হঠাৎ একটা মন্তব্য দেখে মনটা খারাপ হয়ে গেল। জনৈক ব্লগার অকথ্য ভাষায় পোস্টের লেখককে গালাগাল দিচ্ছে। আমার মনে হল আদর্শিক দিক থেকে মন্তব্যকারী এবং লেখক দুই মেরুর মানুষ। তবে তাই বলে তো একজন শিক্ষিত মানুষ এই ধরণের গালাগাল দিতে পারে না। মনে হল এই বিষয়ে কিছু লেখা উচিৎ। তাই আজকের এই লেখা।// ভালো কাজটি করলেন ভাই :)

//গালাগালি করার মধ্যে আপনার কোন বীরত্ব নেই বরং এর মধ্যে আপনার অসহায়ত্ব আছে।// আরও একটি চমৎকার কথা।

রাষ্ট্রদূতের দৃষ্টান্তটিও ভালো লেগেছে। শুভ ব্লগিং.....

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ মাঈন ভাই। শুভ ব্লগিং এর প্রত্যুত্তরে কি বলতে হয় তা জানা নেই। তাই আপনাকেও শুভ ব্লগিং! B-)

১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


গালি কিন্তু এটম বোমার মতই কাজ করে।
ভালো যে, আপনি উৎসাহিত হয়েছেন; লেখা ভালো হয়েছে, ব্লগারেরা পছন্দ করছেন।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনি পারেনও ভাই!

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ভাষাই বংশ-জাতের প্রতিনিধি!
যাদের কাছে যুক্তি নেই, তথ্যের বাহাস দেখাতে ব্যর্থ তারাই নোংরা শব্দের আশ্রয় নেয়।
অতীতে নিয়েছে, এখনো নিচ্ছে, এমনকি ভবিষ্যতেও নিবে!

যাই হোক সামীবদ্ধ মত প্রকাশের ব্লগে আপনাকে স্বাগতম :(

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
সীমাবদ্ধ মত প্রকাশের ব্লগ বলার কারণটা বুঝতে পারছি না। কথাটা বলার কারণ কি? বলবেন কি?

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

অগ্নি সারথি বলেছেন: কিচ্ছু বলার নাই।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আমারও কিচ্ছু বলার নাই অগ্নি ভাই!
ও না আছে! অভিনন্দন পুত্রের পিতা হওয়ার জন্য। মিষ্টি রেডি রাখুন আমি আসছি। ;)

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

ডি মুন বলেছেন: আপনার মত আমিও বিশ্বাস করি, গালাগালি করার মধ্যে আপনার কোন বীরত্ব নেই

প্রথম পোস্টের জন্যে শুভেচ্ছা।

আশা করি, সুন্দর সুন্দর লেখা ও মন্তব্যে উপভোগ করবেন এই প্ল্যাটফর্ম।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা মুন ভাই

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার প্রথম পোষ্টে ভাললাগা ও শুভেচ্ছা!!!
সামু ব্লগে আপনাকে স্বাগত জানাই!
আপনারা চলার পথ মসৃন হোক, সুন্দর হোক আপনার ব্লগিং জীবন, শুভ ব্লগিং!!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ ফুলেল শুভেচ্ছা দেয়ার জন্য। আগেও একজনকে বলেছি শুভ ব্লগিং এর প্রত্যুত্তর জানা নেই। তাই আপনাকেও শুভ ব্লগিং :-B

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার বিষয়ে সুন্দর গোছানো একটি লেখা। কারো কারো কাছে এখন গালি অনেকটা বুলির মতো হয়ে গেছে কিংবা বলতে পারেন কিছু শব্দ এখন মিশে গেছে। এই লেখা যারা পড়বে আশা করছি তারা অন্তত পরবর্তিতে গালি দেয়ার আগে একবার ভাববে।

সামু একটা বড় প্লাটফর্ম এখানে অনেক লোকের আনগোনা। তাই কিছু উটকো লোক থাকবেই এগুলো দেখে মন খারাপ না করে ব্লগিং করুন। ব্লগে স্বাগতম।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমিন ভাই।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৭

কিরমানী লিটন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: গালাগালি করা আসলে সুস্থ মানসিকতার লক্ষণ না। যারা বাজে শব্দ ব্যাবহারে অভ্যস্থ তাদের সাইকিয়াট্রিস্ট দেখান দরকার। ১ম পোস্টেই আপনি মাত করে দিলেন। শুভেচ্ছা জানবেন।

সত্যিই মাত করে দিলেন ...
নিরন্তর শুভেচ্ছা...

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা লিটন ভাই।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুতে অনেককেই দেখলাম ধর্ম নিয়ে অশ্লীল পোস্ট দিচ্ছে। হ্যাঁ অনেকেই বলতে পারে এটা যার যার বাকস্বাধীনতা। আমি মানছি। তবে বাকস্বাধীনতা আর অশ্লীলতা একে বারেই এক নয়। আপনি ধর্ম নিয়ে সমালোচনা করতে পারেন তবে ধর্ম প্রবর্তকদের কিংবা ধর্মীয় ব্যক্তিত্বদের গালাগালি করতে পারেন না।
ঐ যে বল্লেন,ব্যবহারে বংশের পরিচয়!!!
সামুর ভূবনে স্বাগতম।
তবে বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্য পড়েছি।
চালিয়ে যান মশাই।আমি নিশ্চিত ভালো করবেন।
হ্যাপি ব্লগিং।
এন্ড খবরদার,নো অশ্লীল বাক্য ;) :) :P

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য 'কি করি' ভাই!
হুম নো অশ্লীল বাক্য =p~

২০| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "অামার মনে হল আদর্শিক দিক থেকে মন্তব্যকারী এবং লেখক দুই মেরুর মানুষ।" অাপনার কথা যথাযথ ।
একটা বিষয় লক্ষণীয়, যাদের পড়ালেখা অল্প, দলিল-দস্তাবেজ কম, যুক্তিতে পারে না- তারাই মূলত গালাগালি করে । তথাকথিত ঈমানদারেরা এক্ষেত্রে অগ্রগামী ।
অাপনার লেখাটা গুরুত্বপূর্ণ । কেউ যদি কিছু শিখতে পারে, তার জন্য ভালো হবে ।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: তথাকথিত বেঈমানরাও কম যান না!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সামু পরিবারে আপনাসে স্বাগতম।
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথম পোষ্ট হিসেবে চমৎকার লিখেছেন।
ব্যবহারে বংশের পরিচয়। এই বাক্যের পরে আর কিছু কি বলার থাকে।
কাক যতই ময়ূর পুচ্ছ ধারণ করুকনা কেন কর্কশ কণ্ঠ তাকে তার পরিচয় বলে দেয়।
শুভ হোক ব্লগিং এর আগামী দিনগুলো।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ! আপনার কথার সাথে একমত কাক যতই ময়ূর পুচ্ছ ধারণ করুকনা কেন কর্কশ কণ্ঠ তাকে তার পরিচয় বলে দেয়।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

পড়শী বলেছেন: আপনার প্রথম লেখাটি আমিই প্রথম প্রিয়তে রেখে দিলাম। অভিনন্দন।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ পড়শী। মনে থাকবে কথাটি ;)

২৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

আহারে মামুন বলেছেন: লেখকের সাথে সহমত ......... ক দিন আগে এই লেখাটা পোস্ট করেছিলাম। কমেন্ট এর বাহার দেখেন। কেউই আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই ......... তারপর কেন ফাও ফাও গালি শুনলাম ......... বুঝলাম না। ভাব খানা এমন যেন সব জানে, আরে বাবা জানলে উত্তর দাও।

http://www.somewhereinblog.net/blog/TerminatorTX88/30077505

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আহারে মামুন! :-B আমি আপনার পোষ্টটা দেখেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর সাঁজানো পোস্ট, খুবই ভাল লাগলো! আপনি পোস্টে যে কথাগুলো উল্লেখ করেছেন তার সবই সত্য। তবে বিশাল আয়োজনে কিন্তু দোষত্রুটি থাকবেই? আপনি একটা জিনিসকে ততটা নিখুত করতে পারবেন না, যতটা আপনার মন চাইবে। তার ভীতরে একটা না একটা খুত থেকেই যাবে। ঠিক তেমনি ভাবে সামু একটি বিশাল পরিবার, আর আমরা সবাই সেই পরিবারের এক একজন সদস্য! এখানে উপর-নিচ, মন্দ-ভাল সব শ্রেনীর লোকই বিদ্যমান। আমরা বাহ্যিক ভাবে সবাই ভাল! তবে কে কি বলল না বলল, সেটা না দেখে না ভেবে নিজে ঠিক থাকলেই হলো! আপনি ভালর সাথে থাকবেন, আর মন্দকে ঘৃনা করবেন তাহলেই তো হয়? যেখানে যেতে আপনার ভাল লাগবে না সেখানে যাবেন না! ইচ্ছা হলে মন্তব্য করবেন, ইচ্ছা হলে করবেন না? তাহলেই আপনি ভাল থাকবেন!

পোস্টের জন্য ধন্যবাদ! সাম্যহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগত এবং প্রাণ ঢালা শুভেচ্ছা!

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সহমত। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২

জেন রসি বলেছেন: আলোচনা সমালোচনা না হলে বিকাশের পথই রুদ্ধ হয়ে যাবে। কিন্তু তা হতে হবে অবশ্যই গঠনমুলক এবং যৌক্তিক উপায়ে।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সহমত। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: দৃষ্টান্ত ও যুক্তি দিয়ে শিরোনামীয় বিষয়ে দারুন কিছু কথা বলেছেন । ভাল লেগেছে আমার ।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: আপনার প্রথম পোষ্ট হিসেবে লেখাটি খুব ভাল লাগল। বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ প্রামানিক বাবু!

২৮| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

আরণ্যক রাখাল বলেছেন: গালি ব্যাপারটা আসলেই মেনে নেয়ার মত নয়| সামুতে স্বাগতম| সৃষ্টশীল কিছু আশা করছি

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক!

২৯| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২১

প্রলয়শিখা বলেছেন: সামাজিক বা রাজনৈতিক মতাদর্শ দিয়ে বিচার করলে এত দিনে আমার কোন বন্ধু থাকার কথা না। যেমন, আমার অনেক বন্ধুর সাথে আমার রাজনৈতিক মতাদর্শে মিল নেই। প্রতিদিনই তো তাদের সাথে বসে টং এ আড্ডা দেওয়া হয়। এমন না যে আমাদের মাঝে বিতর্ক হয়না। আমাদের মাঝে বিতর্ক হয় অনেক। কই, আমরা বন্ধু হয়েও তো গালি ব্যবহার করলাম না কোন দিন।

যাই হোক। আপনার জন্য শুভ কামনা রইল। সুন্দর সুন্দর লেখা লিখে পড়ুয়াদের মনের খোরাক যোগাতে থাকুন। আপনিও খোরাক নিতে থাকুন।

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ ভাই

৩০| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

মেজদা বলেছেন: স্বাগতম আপনাকে। একেবারে সত্যি কথাগুলো বলেছেন। ধন্যবাদ

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ মেজদা!

৩১| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯

chetamal বলেছেন: ভাই আপনার কথা ভালো লাগলো, নিয়মিত লেখা চাই। এই গ্রহে আপনার আর আমার =p~ মত মধ্যপন্থার লোকের খুব অভাব

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে!

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

সায়েদা সোহেলী বলেছেন: শুরুতেই আপনাকে ধন্যবাদ সহ শুভেচ্ছা জানাচ্ছি । প্রথম পোস্টেই একদম সঠিক বিষয় টি নিয়েই লিখেছেন , প্রতিটা ব্যক্তি যদি নিক রেজিস্টার করার আগে নিজের ভাষা সম্বন্ধে সচেতন হয়ে নেয় , তাহলে বিষয়টা তার জন্য যেমন উত্তম ( মান্তসিকতাটা প্রকাশ পাবে না) তেমনি অন্যদের জন্য ও । সময় পেলেও মাঝে মাঝে দুই একটা পোস্ট শিরোনাম , মন্তব্য দেখে লগইন করার আগ্রহ হারিয়ে ফেলি ।

একটা সময় শিক্ষা শিক্ষিত শব্দের সাথেই সভ্য ,সভ্যতা ,রুচিশীল , বুদ্ধিদীপ্ত , বিনয়ী ইত্যাদি শব্দ গুলো আপনি চলে আসত ,আলাদা করে খুঁজে দেখতে হত না কারও মাঝে । কিন্তু এখন যেন খুব দ্রুতই সব বদলে যাচ্ছে , শিক্ষা পরিনত হচ্ছে ট্রেড মার্ক দেওয়া এক টুকরো কাগজে !!!!

শুভকামনা

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: যে অসভ্য সভ্যতা আমরা গ্রহণ করেছি তাতে কটুকথা অতিসাধারণ বিষয়।
সায়েদা আপনাকে ধন্যবাদ।

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

সায়েদা সোহেলী বলেছেন: যে অসভ্য সভ্যতা আমরা গ্রহণ করেছি তাতে কটুকথা অতিসাধারণ বিষয়।

আবার এভাবেও বলা যায় সভ্যতার দাম্ভিককে অসভ্যতা !! /:)

কটুকথায় আপত্তি নেই , তবে শব্দ চয়নে শালীনতাটা অবশ্যই কাম্য

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: যথার্থই বলেছেন। তবে কটুকথা বলতে আমি গালিকেই বুঝিয়েছি।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর করে খুব ভালো কিছু কথা লিখেছেন। সমস্যা হলো যাদের এই শিক্ষা বেশী দরকার তারা এসব আমলে নেবে না। শুভেচ্ছা রইলো।

৩৫| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



নতুন কিছু নিয়ে লেখেন, ইতিমধ্যে অনেক কিছুই তো দেখলেন

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: লিখব! একটা জিনিস মাথায় ঘুরছে :-B

৩৬| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: মাত্র কিছুদিন আগে এ ব্লগে এসেছি । সকলের সাথে পরিচিত হয়ে উঠতে পারিনি । কিছুক্ষন অাগে চাদ গাজী সাহেবের একটি লিখায় আপনার উপস্থিতির সুত্র ধরে এখানে এসেছি । এসে পেলাম মুল্যবান এ লিখাটির দেখা । কিছুদিন ধরে ভাবছিলাম এ রকম একটা লিখা সামুতে পোষ্ট করব । ইদানিং অনেক লিখাতেই দেখা যায় অস্লিল অনেক ধরনের কথা, তবে কামনা করি এ লিখাটি পাঠ করে সে সমস্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন লোকদের চিন্তা চেতনায় কিছুটা প্রভাব বিস্তার করুক ।
লিখাটির বিলম্বিত পাঠক হিসাবে দেয়া এ মন্তব্য গোচরীভুত হবে কিনা জানিনা ।
তবে যাওয়ার আগে শুভেচ্ছার সাথে ভাল থাকার শুভ কামনা জানিয়ে গেলাম
আর লিখাটিও প্রিয়তে নিয়ে গেলাম ।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: গোচুরীভুত হয়েছে ডঃ আলী। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.