![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিটার পার্কারের নিজের বাড়ি ছিলো না। সে যাযাবরের মতো ওয়াশিংটন, ভেনিস, প্রাগ, লন্ডন, নেদারল্যান্ড ঘুরে বেড়াতো। কেউ তাকে আশ্রয় দেয় নি, কেউ তাকে বাড়ি দেয় নাই। কিন্তু বাংলাদেশের সরকার তাকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পিএম এর উপহার হিসেবে একটা বাড়ি উপহার দিয়েছে।
পিটার এই বাড়ি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ সরকার ও জনগনের প্রশংসা করে পিটার পার্কার বলেন, "এদেশের মানুষ ভালো। ইউরোপ-আমেরিকায় কেউ আমাকে বাড়ি দেয় নাই। খালি কষ্ট দিছে, থ্রেট দিছে। ঢিসুম ঢিসুম মাইর দিছে। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে একটা বাড়ি উপহার দিয়েছেন। লাভ ইউ থ্রি থাউজেন্ড পি.এম."
ডাক্তার স্ট্রেঞ্জ ঘর পাওয়ার বিষয়ে আবেদন করলেও তাকে ঘর দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন ডাক্তার যাদুটোনা করে বেড়ায়। এমন লোক ডেঞ্জারাস। দেখা যাবে তন্ত্র-মন্ত্র ফুকে পাড়া-প্রতিবেশীকে কবুতর বানিয়ে দিবে। আমি যাদুকর বলতে শুধু রাজনীতির জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝি। অন্য জাদুকর দরকার নাই।
মিশেল জোনস-ওয়াটসন এই বাড়ি পেয়ে যারপরনাই খুশি। সে বাড়ির উঠানে চালকুমড়া বাগান করবে এবং গোলাপী রংয়ের গরু পালন করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে। সে এই উপলক্ষে দারাজ থেকে একটা গোলাপী গরুও কিনেছে।
পিটারের বাড়ি উদ্বোধন উপলক্ষ্যে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিলো। সেখানে প্রধান বক্তা ছিলেন ডাক্তার অক্টাভিয়াস। তিনি রাত দুইটা পর্যন্ত বয়ান করেন তারপর চার প্যাকেট খিচুড়ি আর মিশেল জোনস এম.জে. এর গোলাপী গরু চুরি করে পালিয়ে যান।
পিটার এই ঘটনায় থানায় মামলা করতে গেলেও ১৪ দিনেও পুলিশ মামলা নেয়নি। ডাক্তার অক্টাভিয়াস এর বাবা একজন বিচারপতি হওয়ায় পুলিশ মামলা নিচ্ছে না বলে জানা যায়।
#StandWithMJAndPeter
#JusticeForMJAndPeter
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৩
সেডরিক বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রম্য দারুন হইছে++++
২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২
সেডরিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩২
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম; দেশের মানুষের হয়ে লিখুন।