নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিমি মাছ আকাশে উড়ে

সেডরিক

৩ দিনের পর্যবেক্ষনে আছি, এখনও।

সেডরিক › বিস্তারিত পোস্টঃ

হুতুম প্যাঁচা পিৎজা ও কোকাকোলা খেতে ভালোবাসে

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৩



দিল্লির লাল দরগা ফটকের পাশে একটা চায়ের টং দোকানে দুটো পিপঁড়া বসে চা খাচ্ছিলো। চায়ের সাথে অনুসঙ্গ হিসেবে ডানহিল সিগারেট ফুঁকছিলো। রাস্তার একপাশে এক কবিরাজ বড়ি বিক্রি করছে। এই বড়ি খেলে বাত, কাশি, সর্দি, এইডস, করোনা সব সেরে যায়। তার বড়ি বিক্রির ভাষণ শুনতে জনা বিশেক মানুষ জটলা করে আছে।

এদিকে টংয়ের জমায়েত জনতাও তর্ক জুড়ে দিয়েছে সানি লিওনের শরীর নিয়ে। সানি লিওনের প্রিয় রং, জামা, জুতা, মোজা, ব্রা সব নিয়ে মহা তর্ক চলছে। দোকানের টিভিতে আবার চ্যানেল ৬৮ চলছে, সেখানে একটা টক শো হচ্ছে। দেশের দুই প্রথিতযশা বুদ্ধিজীবি মহা তর্ক জুড়ে দিয়েছে। তর্কের বিষয় হুতুম প্যাঁচা পিৎজা ভালোবাসে? নাকি বার্গার ভালোবাসে?



দিল্লির বাদশা শাহজাহান তার চকচকে জুতার দিকে তাকিয়ে পুলক অনুভব করলেন। তার জুতা অত্যন্ত পরিস্কার, চকচকে ও ঝকঝকে।
তার অধীনস্ত রাজকর্মচারী থেকে শুরু করে নায়েব-গোমস্তা সবাই বেশ ভালো চাটতে জানে। জুতা তো একেবারে কোহিনুর হীরার মতোই চকচক করছে।

চুনরিগাও গ্রামে জয়ন্তীলাল বাদশার রাজত্ব নিয়ে দুটা অন্দ-মন্দ কথা বলেছিলো। তার কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা.... মানে গুজব-অপপ্রচার চালিয়েছিলো।
জয়ন্তীলালকে তিনদিন ধরে খুজে পাওয়া যাচ্ছে না।

চায়ের দোকানের পিপঁড়া দুটো ডানহিলে লম্বা টান দিয়ে অবাক হয়ে ভাবে, এতো সুন্দর সুন্দর বিষয়, প্যাঁচার প্রিয় খাবার, সানি লিওনের শরীর-স্বাস্থ্য, কবিরাজী বড়ির মতো আকর্ষনীয় বিষয় থাকতে কেউ কেউ কেন বাদশার বিরুদ্ধে গুজব ছড়াতে যায়?

টংয়ের দোকানের বিতর্কের ফলাফলঃ সানি লিওন লাল শাড়ির সাথে কালো পেটিকোট পড়তে পছন্দ করে।
টিভির বুদ্ধিজীবিদের তর্কের ফলাফলঃ হুতুম প্যাঁচা পিৎজা ও কোকাকোলা পছন্দ করে।
কবিরাজের নতুন ঔষধঃ এটা খেলে বউকে রাতে খুশী করা যায়।
জয়ন্তীলালকে খুজে পাওয়া যায়নি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে নিয়মিত হোন। সুন্দর সুন্দর আরও লিখা চাই। ধন্যবাদ। শুভকামনা।

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২

সেডরিক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.